Where is the setting of the play 'Hamlet'?
A
England
B
Italy
C
France
D
Denmark
উত্তরের বিবরণ
The play 'Hamlet' written by William Shakespeare tells the story of a prince seeking revenge for his father’s murder.
- The setting of the play is in 'Denmark'.
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- Hamlet, Shakespeare রচিত সবচেয়ে সংক্ষিপ্ত tragedy.
• এর কেন্দ্রীয় চরিত্র Hamlet জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যেতার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর Hamlet পিতৃহত্যার প্রতিশোধ নিতে চান এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায়।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
- In Shakespeare's play "Hamlet", 'Ophelia' is Hamlet's love interest.
- Ophelia, Hamlet এর একমাত্র female character, the beloved/lover of the Main Character Hamlet, the daughter of Polonius and the sister of Laertes.
• এই Tragedy এর অন্যতম চরিত্র গুলো হচ্ছে -
- Hamlet,
- Claudius,
- Horatio,
- Laertes,
- Polonius,
- Ophelia,
- Horatio,
- Gertrude, etc.
• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- 'There is divinity that shapes our end'.
• William Shakespeare:
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.
Source: Britannica and Live MCQ Lecture
1
Updated: 3 months ago
Why does Iago want Cassio to ask Desdemona for help?
Created: 2 months ago
A
To restore Cassio’s honor
B
To make Othello jealous
C
To prove Desdemona’s kindness
D
To test Cassio’s loyalty
Iago পরিকল্পনা করে যে Cassio যদি Desdemona-র কাছে নিজের পদ ফেরানোর জন্য অনুরোধ করে, তবে Othello-র কাছে এটি প্রেমের সম্পর্ক মনে হবে। এতে ঈর্ষা ও অবিশ্বাস বাড়বে, যা Iago-র ষড়যন্ত্রকে সফল করবে।
0
Updated: 2 months ago
'Cowards die many times before their deaths: The valiant never taste of death but once'. In which play of Shakespeare do you find this quote?
Created: 1 month ago
A
Julius Caesar
B
Romeo and Juliet
C
The Tempest
D
Twelfth Night
"Cowards die many times before their deaths; the valiant never taste of death but once" William Shakespeare-এর নাটক Julius Caesar থেকে নেওয়া হয়েছে। নাটকের কেন্দ্রীয় চরিত্র Julius Caesar এই উক্তিটি করেছেন,
যা একটি metaphor হিসেবে ব্যবহৃত হয়েছে। এতে বোঝানো হয়েছে যে ভীতুরা মৃত্যুর ভয় অনেকবার অনুভব করে, কিন্তু সাহসীরা শুধুমাত্র একবারই মৃত্যুর স্বাদ পায়।
-
Julius Caesar:
-
এটি William Shakespeare-এর একটি Historical Play এবং Tragedy।
-
১৫৯৯-১৬০০ সালের মধ্যে লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare-এর First Folio-তে প্রকাশিত হয়।
-
Julius Caesar ছিলেন রোমের একজন রাজা ও সামরিক নেতা।
-
তার betrayer ছিলেন Brutus।
-
নাটকটি রাজনৈতিক ষড়যন্ত্রকে ঘিরে আবর্তিত হয়, যা Caesar-এর হত্যার দিকে নিয়ে যায়।
-
ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Caesar-এর বন্ধু Brutus-কে তাদের হত্যার পরিকল্পনায় যোগ দিতে রাজি করায়।
-
Caesar-এর অত্যধিক ক্ষমতা অর্জন প্রতিরোধ করতে Brutus এবং ষড়যন্ত্রকারীরা তাকে March-এর Ides-এ হত্যা করে।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে তাড়িয়ে দেয় এবং তাদের সাথে লড়াই করে।
-
-
এই tragedy-এর বিখ্যাত উক্তি:
-
"Cowards die many times before death; The valiant never taste of death but once."
-
"Veni, Vidi, Vici" (I came, I saw, I conquered)
-
"Et tu, Brute?" ("You too, Brutus?") – Julius Caesar-এর শেষ কথা
-
-
William Shakespeare:
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
জন্মস্থান: Stratford Avon
-
তিনি একজন English poet, dramatist, এবং actor
-
পরিচিতি: English national poet, Bard of Avon, বা Swan of Avon
-
লিখেছেন মোট ৩৭টি নাটক এবং ১৫৪টি sonnet
-
-
Notable works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Famous poems: Sonnet 18 (Shall I Compare Thee to a Summer Day), The Rape of Lucrece, Venus and Adonis
-
0
Updated: 1 month ago
Who is most inclined towards feminism?
Created: 3 weeks ago
A
Lady Macbeth
B
Ophelia
C
Desdemona
D
Cordelia
Cordelia চরিত্রটি যদিও Shakespeare-এর সময়ে “feminism” শব্দটি ব্যবহৃত হয়নি, তবু তার আচরণ ও চিন্তাধারা feminist ভাবনার প্রাথমিক রূপ (proto-feminist attitude) প্রকাশ করে। সে নিজের স্বাধীন চিন্তাকে গুরুত্ব দেয় এবং সমাজের পুরুষতান্ত্রিক (patriarchal) শাসনব্যবস্থার বিরুদ্ধে পরোক্ষ প্রতিবাদ জানায়।
Cordelia তার পিতা King Lear-এর প্রশংসা করতে অস্বীকার করে, কারণ সে মিথ্যা বা রাজনৈতিক সুবিধার জন্য নিজের অনুভূতিকে বিকৃত করতে চায় না।
-
তার এই আত্মসম্মানবোধ এবং সত্যের প্রতি আনুগত্য নারী স্বাধীনচেতনার প্রতীক।
-
সে প্রমাণ করে যে নারীর ব্যক্তিত্ব এবং সত্যবাদিতা পুরুষের অনুকম্পা বা সামাজিক চাপে নির্ভরশীল নয়।
-
এই কারণেই Cordelia-কে এক ধরনের “proto-feminist” চরিত্র হিসেবে বিবেচনা করা যায়।
0
Updated: 3 weeks ago