Who wrote Dr. Zivago?
A
Maxim Gorky
B
Boris Pastornak
C
Fyodor Dostoevsky
D
Leo Tolstoy
উত্তরের বিবরণ
Doctor Zhivago
- রচনা করেন Boris Pasternak.
- ১৯৫৭ সালে ইটালিতে এই উপন্যাসটি প্রকাশিত হয়।
- ১৯১৭ সালের রুশ বিপ্লবের পটভূমিতে এই উপন্যাসের কাহিনী রচিত। বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সময়ে একটি বুর্জোয়া পরিবারের উপর নেমে আসা বিভিন্ন পরিণতি এর উপজীব্য বিষয়।
• কেন্দ্রীয় চরিত্র: Dr. Yury Zhivago এবং তার প্রেমিকা Lara.
• Boris Leonidovich Pasternak:
- He is a Russian poet whose novel Doctor Zhivago helped win him the Nobel Prize for Literature in 1958.
- The novel became an international bestseller.
- It was published in Italy in 1957.
Source: Britannica.

0
Updated: 1 month ago
The most famous romantic poet of English literature is -
Created: 1 month ago
A
John Dryden
B
Alexander Pope
C
William Wordsworth
D
T. S. Eliot
The most famous romantic poet of English literature is William Wordsworth.
- He was one of the founders of English Romanticism and one of its most central figures and important intellects.
• William Wordsworth (1770 -1850)
- He is one of the major poets of the Romantic Period.
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় ।
- Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ ছিল বলে তাকে The father of Romantic Age বলা হয়।
- William Wordsworth তার সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত হোন এবং তার কবিতায় এর প্রভাব দেখা যায়।
- French Revolution এর মূল ছিল Liberty, equality and Fraternity.
- Wordsworth, one of them, who greeted the revolution with enthusiasm.
• তাঁর আরো কয়েকটি উপাধি হচ্ছে -
- Poet of Nature
- Poet of Childhood
- Lake Poet.
-
• Famous poems of Wordsworth:
- The Solitary Reaper,
- Peter Bell,
- The Recluse,
- The World is too Much with Us,
- Tintern Abbey,
- Rainbow/ My Heart Leaps Up,
- To The Cuckoo,
- Laodamia,
- Lucy Poems,
- The Daffodils,
- Ode on immortality,
- The Excursion,
- Michael etc
• The only play by William Wordsworth is The Borderers.
- The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work.
• অন্যদিকে,
• John Dryden হচ্ছেন The restoration Period/The Neoclassical period এর একজন English poet, dramatist, and literary critic, যিনি তাঁর সময়ের সাহিত্যিক প্রেক্ষাপটে এতটাই আধিপত্য বিস্তার করেছিলেন যে, তাঁর যুগটিকে 'The Age of Dryden' হিসাবেও ধরা হয়।
• Alexander Pope is the most famous poet of The Augustan Age/ The Neoclassical period.
- এই যুগের অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
• T. S. Eliot কে Modern Period বা বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica and Live MCQ Lecture.

0
Updated: 1 month ago
Lord of the Flies was written by ________
Created: 1 month ago
A
William Shakespeare
B
William Wordsworth
C
William Golding
D
T.S. Eliot
Lord of the Flies
-
Lord of the Flies হচ্ছে উইলিয়াম জেরাল্ড গোল্ডিং-এর লেখা একটি বিখ্যাত উপন্যাস।
-
এটি লেখকের প্রথম উপন্যাস, যা ১৯৫৪ সালে প্রকাশিত হয়।
-
এই বইতে মানুষের ভেতরের অন্ধকার দিক, নীতিহীনতা ও বর্বরতার রূপ তুলে ধরা হয়েছে।
-
গল্পে দেখা যায়, পারমাণবিক যুদ্ধের ভয় থেকে কিছু ব্রিটিশ শিশু-কিশোরকে একটি বিমানে করে এক দূরবর্তী অজানা দ্বীপে পাঠানো হয়।
-
তবে দুর্ঘটনাবশত প্লেনটি ভেঙে পড়ে এবং বড়দের সবাই মারা যায়।
-
একা পড়ে যাওয়া শিশুরা ধীরে ধীরে নিয়ম শৃঙ্খলা ভুলে বর্বর ও নিষ্ঠুর আচরণ করতে শুরু করে।
-
এই উপন্যাসে ভাল ও মন্দ, নৈতিকতা ও নৃশংসতা, এবং মানব স্বভাবের আসল চেহারা তুলে ধরা হয়েছে।
উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো:
-
জ্যাক (Jack)
-
র্যালফ (Ralph)
-
পিগি (Piggy)
-
সাইমন (Simon)
-
রজার (Roger)
লেখক পরিচিতি:
-
উইলিয়াম জেরাল্ড গোল্ডিং ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার ও কবি।
-
তিনি ১৯৮৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তার লেখাগুলোর মূল বিষয় ছিল মানবজীবনের বাস্তবতা ও নৈতিক দ্বন্দ্ব।
তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে:
-
Pincher Martin
-
Darkness Visible
-
Free Fall
-
The Spire
-
The Inheritors ইত্যাদি।
সূত্র: ব্রিটানিকা

0
Updated: 1 month ago
Who is the author of 'Jane Eyre'?
Created: 1 month ago
A
Charlotte Brontë
B
Emily Brontë
C
Jane Austen
D
Mary Shelley
Jane Eyre:
- Charlotte Bronte is the author of 'Jane Eyre'
- এর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে Jane Eyre অর্থাৎ তাঁর নামেই novel টি নামকরণ করা হয়েছে।
- Charlotte Bronte তাঁর এই Novel টি তাঁর ছদ্মনাম "Currer Bell" এর অধীনে ১৮৪৭ সালে প্রকাশিত করেন।
- Jane Eyre কে তাঁর Autobiography ও বলা হয়ে থাকে।
- ইংরেজি সাহিত্যের ইতিহাসে এটি একটি ক্লাসিক হিসাবে বিবেচিত।
• Summary:
- একজন নারীর সংগ্রামের গল্প। দশ বছরের একজন অনাথিনী বালিকা যে পিতা মাতার অনুপস্থিতিতে অন্য একটি পরিবারে লালিত পালিত এবং একই সাথে নিগৃহীত হয়। এরপর তার ঠিকানা হয় অনাথ আশ্রমে।
- পরবর্তীতে Rochester নামক একজন বিত্তশালী পুরুষের প্রেমে পড়ে, কিন্তু তাদের মিলনে অনেক বাধা বিপত্তি দেখা দেয়।
- নানা প্রতিকূলতা আর ঘাত প্রতিঘাত এড়িয়ে জীবন সংগ্রামে জয়ী হয় Jane Eyre। শেষে Rochester এর সাথে তার মিলনের মাধ্যমে উপন্যাসের শুভ সমাপ্তি ঘটে।
• Main Characters of the novel -
- Jane Eyre,
- Edward Rochester,
- St. John Rivers,
- Helen Burns,
- Mrs. Reed.
• Charlotte Bronte:
- তিনি একজন British author.
- English novelist noted for Jane Eyre a strong narrative of a woman in conflict with her natural desires and social condition.
- Her father was Patrick Brontë is an Anglican clergyman. Irish-born, he had changed his name from the more commonplace Brunty.
• Notable work:
- Jane Eyre,
- Poems by Currer,
- Ellis and Acton Bell,
- Shirley: A Tale,
- The Professor,
- Villette.
Source: Britannica & Live MCQ Lecture.

0
Updated: 1 month ago