যদি দুটি চলকের সংশ্লেষাংকের মান ধনাত্মক হয়, তবে নির্ভরণ রেখার ঢাল হবে-
A
অবশ্যই ধনাত্মক
B
ধনাত্মক বা ঋণাত্মক
C
শূন্য
D
অবশ্যই ঋণাত্মক
উত্তরের বিবরণ
If r>0 (correlation is positive), then the regression coefficient is also positive.
This means as X increases, Y tends to increase.
Formula: bYX = r⋅ σY/σX
since σX, σY > 0.

0
Updated: 1 day ago
অশোধিত জন্মহার বলতে বুঝায়-
Created: 1 day ago
A
প্রতি হাজারে কতজন জন্মগ্রহণ করে
B
প্রতি ১০ হাজারে কতজন জন্মগ্রহণ করে
C
প্রতি ২০ হাজারে কতজন জন্মগ্রহণ করে
D
প্রতি ৫০ হাজারে কতজন জন্মগ্রহণ করে
অশোধিত জন্মহার (Crude Birth Rate, CBR) বলতে বোঝায়:
একটি নির্দিষ্ট বছরে প্রতি ১,০০০ জন জনগোষ্ঠীতে জন্ম নেওয়া শিশুর সংখ্যা।

0
Updated: 1 day ago
P(A) = 0.৪, P(B) = 0.৩ ও P(AUB) = ০.৭ হলে A ও B ঘটনাদ্বয় কি?
Created: 20 hours ago
A
স্বাধীন ঘটনা
B
অধীন ঘটনা
C
বর্জনশীল ঘটনা
D
অবর্জনশীল ঘটনা
P(A∪B) = P(A) + P(B) − P(A∩B)
⇒ 0.7 = 0.4 + 0.3 − P(A∩B)
⟹0.7 = 0.7 − P(A∩B)
⟹P(A∩B) = 0
যেহেতু, P(A∩B) = 0, তাই A এবং B ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল (mutually exclusive)।

0
Updated: 20 hours ago
'Actuarial Statistics' কোন বিষয়ের উপর ভিত্তি করে উৎপন্ন হয়েছে?
Created: 20 hours ago
A
শিক্ষা
B
চিকিৎসা শাস্ত্র
C
বীমা
D
জনমিতি
Actuarial Statistics হলো পরিসংখ্যানের একটি শাখা, যা মূলত বীমা শিল্পের ঝুঁকি ও সম্ভাব্য ক্ষতির পরিমাপ এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।
-
এটি বীমা (Insurance) এবং পেনশন (Pensions) সংক্রান্ত ক্ষেত্রে প্রযোজ্য।
-
কাজের ভিত্তি হলো গণিত (Mathematics) এবং সম্ভাব্যতা তত্ত্ব (Probability Theory), যা ঝুঁকি নির্ধারণ ও আর্থিক পূর্বাভাস তৈরিতে সাহায্য করে।
-
Actuarial Statistics ব্যবহার করে সংস্থাগুলো প্রিমিয়াম নির্ধারণ, ক্ষতির সম্ভাবনা মূল্যায়ন এবং ভবিষ্যৎ আর্থিক বাধ্যবাধকতা পরিকল্পনা করে।

0
Updated: 20 hours ago