কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোন কাজের পুনরাবৃত্তিকে কী বলে?
A
নমুনা বিন্দু
B
পরীক্ষা
C
দৈব পরীক্ষা
D
চেষ্টা
উত্তরের বিবরণ
পরীক্ষা (Experiment): কোনো প্রক্রিয়া/কাজ যার ফলাফল পর্যবেক্ষণ করা হবে।
দৈব পরীক্ষা (Random experiment): যার ফলাফল আগে থেকে নির্দিষ্টভাবে জানা যায় না (যেমন কয়েন টস)।
চেষ্টা (Trial): একই নির্দিষ্ট শর্তে সেই পরীক্ষার প্রতিটি একক সম্পাদন—অর্থাৎ repetition under fixed conditions।
নমুনা বিন্দু (Sample point): একেকটি সম্ভাব্য ফল (যেমন H বা T)।
উদাহরণ: “কয়েন টস” হলো পরীক্ষা; ১০০ বার টস করলে ঐ ১০০টি চেষ্টা (trials); প্রতিটি টসের ফল নমুনা বিন্দু; আর ফল আগে জানা যায় না বলে এটি দৈব পরীক্ষা।
তাই “নির্দিষ্ট শর্তে কাজের পুনরাবৃত্তি” = চেষ্টা (Trial).

0
Updated: 1 day ago
স্থূল সংজনন হার (GRR) ও নেট সংজনন হার (NRR)'র মধ্যে সম্পর্ক কোনটি?
Created: 1 day ago
A
NRR ≥ GRR
B
NRR > GRR
C
NRR = GRR
D
GRR ≥ NRR
স্থূল সংজনন হার (Gross Reproduction Rate, GRR) এবং নেট সংজনন হার (Net Reproduction Rate, NRR)-এর মধ্যে সম্পর্ক হলো:
NRR≤GRR
Reasoning:
GRR: শুধুমাত্র মেয়েদের জন্ম নেওয়ার হার হিসাব করে, মৃত্যুর বিষয় বিবেচনা করে না।
NRR: মেয়েদের জন্মের হার এবং মৃত্যুর সম্ভাবনা উভয়ই বিবেচনা করে → তাই NRR ≤ GRR।
যদি কোনো population মৃত্যুর হার শূন্য হয় → NRR = GRR।
সঠিক উত্তর:
GRR ≥ NRR (ঘ)

0
Updated: 1 day ago
কোনটি পরীক্ষণের নকসার মূলনীতি নয়?
Created: 1 day ago
A
দৈবায়িতকরণ
B
পুনরিকরণ
C
বিচ্যুতি নিয়ন্ত্রণ
D
পরীক্ষণের একক নিয়ন্ত্রণ
Three basic principles of experimental design : Randomization(দৈবায়িতকরণ), Replication(পুনরিকরণ), Local control (বিচ্যুতি নিয়ন্ত্রণ)।
পরীক্ষণের একক নিয়ন্ত্রণ(Experimental unit Control ) পরীক্ষণের নকসার মূলনীতি নয়।

0
Updated: 1 day ago
সামরিক পরিসংখ্যান কোন মন্ত্রণালয়ের অধীনে?
Created: 1 hour ago
A
পররাষ্ট্র
B
প্রতিরক্ষা
C
শ্রম ও জনশক্তি
D
শিক্ষা
সামরিক পরিসংখ্যান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এটি মূলত সশস্ত্র বাহিনী সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ করে, যাতে সামরিক পরিকল্পনা, কৌশলগত সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণে সহায়তা করা যায়।

0
Updated: 1 hour ago