নিচের কোনটি মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল?
A
পরিঘাত
B
সুচালতা
C
বংকিমতা
D
সংশ্লেষ
উত্তরের বিবরণ
কেন্দ্রীয় পরিঘাত মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল।
সূচালতা(kurtosis), বংকিমতা (skewness), সংশ্লেষ (correlation) মূল ও মাপনী উভয় হতে স্বাধীন।

0
Updated: 1 day ago
নিচের কোন নমুনায়ন পদ্ধতিটি সমভাবনা নমুনায়ন পদ্ধতি?
Created: 1 day ago
A
জাজমেন্ট নমুনায়ন
B
কোটা নমুনায়ন
C
সরল দৈব নমুনায়ন
D
সুবিধাজনক নমুনায়ন
Simple Random Sampling (S.R.S.)
Simple random sampling is the simplest and most commonly used method. In this method the sample is drawn unit by unit with equal probability of selection for every unit at each draw. Thus the selection is free from personal bias as the investigator has no preference in the selection of sample units.

0
Updated: 1 day ago
কোন একটি বিবৃতির বৈধতা নমুনার উপর ভিত্তি করে যাচাই করা হলে তাকে বলা হয়-
Created: 5 hours ago
A
নাস্তি কল্পনা
B
পরিসংখ্যানিক কল্পনা
C
সরল কল্পনা
D
যৌগিক কল্পনা
A statistical hypothesis হলো জনসংখ্যার কোনো parameter (যেমন: গড়, অনুপাত, বিচ্যুতি ইত্যাদি) সম্পর্কিত একটি উক্তি বা অনুমান, যা নমুনা তথ্যের (sample data) মাধ্যমে পরীক্ষা করা যায়।
-
এটি সাধারণত গবেষণায় কোনো ধারণা বা দাবির বৈজ্ঞানিক যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়।
-
Hypothesis testing এর মাধ্যমে দেখা হয়, নমুনা তথ্য কতটা সমর্থন করে উক্ত অনুমানকে।
-
সাধারণত দুটি অনুমান নির্ধারণ করা হয়—
-
Null hypothesis (H₀): কোনো পার্থক্য বা সম্পর্ক নেই এমন ধারণা।
-
Alternative hypothesis (H₁): কোনো পার্থক্য বা সম্পর্ক আছে এমন ধারণা।
-
-
পরিসংখ্যানিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, H₀ গ্রহণ করা হবে না বাতিল করা হবে।
-
এভাবে একটি statistical hypothesis গবেষণার তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0
Updated: 5 hours ago
নিচে প্রদত্ত t-বিন্যাসের ধ্রুবকগুলোর মধ্যে কোনটি সঠিক নয়?
Created: 1 day ago
A
গড় = ০
B
ভেদাংক = n/(n - ২), n≥৩
C
বঙ্কিমতা β১ ≠ ০
D
সুচালতা β২ = ৩ + ৬/(n - ৪), n ≥ ৫

0
Updated: 1 day ago