নিচে প্রদত্ত t-বিন্যাসের ধ্রুবকগুলোর মধ্যে কোনটি সঠিক নয়?
A
গড় = ০
B
ভেদাংক = n/(n - ২), n≥৩
C
বঙ্কিমতা β১ ≠ ০
D
সুচালতা β২ = ৩ + ৬/(n - ৪), n ≥ ৫
উত্তরের বিবরণ

0
Updated: 1 day ago
বাংলাদেশের প্রখ্যাত পরিসংখ্যানবিদ কে?
Created: 20 hours ago
A
ডঃ কাজী মোতাহার হোসেন
B
ডঃ গোলাম মস্তফা
C
মহীন্দ্র কুমার রায়
D
ডঃ এম, আতারুল ইসলাম
ডঃ কাজী মোতাহার হোসেন বাংলাদেশে একজন প্রখ্যাত পরিসংখ্যানবিদ, যিনি দেশের পরিসংখ্যান ও তথ্য বিশ্লেষণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
তিনি পরিসংখ্যানের গবেষণা, শিক্ষা ও নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
-
তার কাজ বাংলাদেশের শিক্ষা, অর্থনীতি এবং নীতি নির্ধারণ সংক্রান্ত পরিসংখ্যানগত ভিত্তি মজবুত করেছে।
-
তিনি দেশজুড়ে পরিসংখ্যানবিদ্যা শিক্ষার প্রসার ও গবেষণা ক্ষেত্রের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

0
Updated: 20 hours ago
যদি দুটি চলকের সংশ্লেষাংকের মান ধনাত্মক হয়, তবে নির্ভরণ রেখার ঢাল হবে-
Created: 1 day ago
A
অবশ্যই ধনাত্মক
B
ধনাত্মক বা ঋণাত্মক
C
শূন্য
D
অবশ্যই ঋণাত্মক
If r>0 (correlation is positive), then the regression coefficient is also positive.
This means as X increases, Y tends to increase.
Formula: bYX = r⋅ σY/σX
since σX, σY > 0.

0
Updated: 1 day ago
নিচের কোনটি মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল?
Created: 1 day ago
A
পরিঘাত
B
সুচালতা
C
বংকিমতা
D
সংশ্লেষ
কেন্দ্রীয় পরিঘাত মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল।
সূচালতা(kurtosis), বংকিমতা (skewness), সংশ্লেষ (correlation) মূল ও মাপনী উভয় হতে স্বাধীন।

0
Updated: 1 day ago