A
Twelfth Night
B
The Merchant of Venice
C
Romeo and Juliet
D
Measure for Measure
উত্তরের বিবরণ
“Shylock” is a character in the play - The Merchant of Venice.
• 'The Merchant of Venice' is a tragi-comedy by William Shakespeare.
- It is a play about a Jew অর্থাৎ এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত।
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
- এটি একটি five acts বিশিষ্ট tragy-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।
• এই Tragicomedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.
• Some important quotes of The Merchant of Venice:
- All that glisters is not gold
- The devil can cite Scripture for his purpose.
- It is a wise father that knows his own child.
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.
Source: Britannica.

0
Updated: 3 days ago
Who is the author of 'Man and Superman'?
Created: 3 days ago
A
G.B. Shaw
B
Thomas Hardy
C
Ernest Hemingway
D
Charles Dickens
‘Man and Superman’ নাটক
-
‘Man and Superman’ নাটকটি George Bernard Shaw (জি. বি. শ)’র লেখা।
-
এটি চার অঙ্ক (4 acts) বিশিষ্ট একটি নাটক, যা ১৯০৩ সালে প্রকাশিত হয়।
-
এই নাটকে লেখক দেখাতে চেয়েছেন, পুরুষ হচ্ছে সৃষ্টিশীল আত্মার প্রতীক এবং নারী হচ্ছে মানবজাতির বংশধারার ধারক।
-
নাটকটিতে “Life Force” (জীবন শক্তি) ধারণা তুলে ধরা হয়েছে এবং নারী-পুরুষের সম্পর্ককে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
John Tanner
-
Hector Malone
-
Ann Whitefield
-
Mendoza
-
Roebuck Ramsden
-
Octavius Robinson
-
Violet Robinson
-
Susan Ramsden
George Bernard Shaw (১৮৫৬-১৯৫০)
-
তিনি একজন আইরিশ নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
-
তাকে আধুনিক ইংরেজি নাটকের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে ধরা হয়।
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।
জি. বি. শ’র বিখ্যাত কিছু নাটক
-
Pygmalion
-
Mrs. Warren’s Profession
-
Arms and the Man
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman
-
The Doctor’s Dilemma
-
St. Joan of Arc
তথ্যসূত্র: An ABC of English Literature – ড. এম. মোফিজার রহমান

0
Updated: 3 days ago
Who has written the play 'Volpone'?
Created: 2 days ago
A
John Webster
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
William Shakespeare
‘Volpone’ – Ben Jonson-এর একটি বিখ্যাত কমেডি নাটক
-
‘Volpone’ হল ইংরেজি সাহিত্যের একটি পরিচিত কমেডি নাটক, যেটি লিখেছেন Ben Jonson।
-
এই নাটকটি Beast Fable হিসেবে পরিচিত।
-
Beast Fable বলতে এমন ধরনের ছোট গল্প বা ছড়া বোঝায়, যেখানে প্রাণীদের মানুষরূপে দেখানো হয় এবং সাধারণত একটি নীতিকথা বা শিক্ষা থাকে।
-
‘Volpone’ নাটকে বিভিন্ন প্রাণীকে মানুষের চরিত্রে উপস্থাপন করা হয়েছে, যেমন Volpone হলো এক চালাক খেঁকশিয়াল (fox), যে মানুষের মতো আচরণ করে।
‘Volpone’ নাটকের প্রধান চরিত্রগুলো
-
Volpone – নাটকের মূল চরিত্র, এক ধূর্ত ধনী ব্যক্তি
-
Mosca – Volpone-এর দালাল ও চতুর সহকারী
-
Celia – এক নির্যাতিত নারী চরিত্র
-
Bonario – এক সৎ ও সাহসী যুবক
-
Corvino, Voltore, Corbaccio – লোভী ও ধূর্ত কিছু চরিত্র যারা Volpone-এর ধনলাভের আশায় নানা ফাঁদে জড়িয়ে পড়ে
লেখক পরিচিতি: Ben Jonson
-
পূর্ণ নাম: Benjamin Jonson (১৫৭২–১৬৩৭)
-
তিনি ছিলেন একজন ইংরেজ নাট্যকার, কবি ও সমালোচক।
-
William Shakespeare-এর পর, James I-এর শাসনামলে তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ নাট্যকার হিসেবে বিবেচিত।
-
অনেকেই তাকে ইংরেজি কমেডি নাটকের জনক বলেন।
Ben Jonson-এর বিখ্যাত কিছু নাটক
-
Every Man in His Humour (১৫৯৮)
-
Volpone (১৬০৫)
-
Epicoene; or, The Silent Woman (১৬০৯)
-
The Alchemist (১৬১০)
-
Bartholomew Fair (১৬১৪)
তথ্যসূত্র: Britannica

0
Updated: 2 days ago