Who is not a romantic poet?
A
P. B. Shelley
B
S. T. Coleridge
C
John Keats
D
T. S. Eliot
উত্তরের বিবরণ
Of the following - T. S. Eliot is not a Romantic poet.
- তিনি English Modern Period এর একজন সাহিত্যিক।
• অন্যদিকে,
- P. B. Shelley, S. T. Coleridge এবং John Keats - এই তিনজনই Romantic Period এর স্বনামধন্য সাহিত্যিক।
• T. S. Eliot (Thomas Stearns Eliot)
- He was born in September 26, 1888, St. Louis, Missouri, U.S.
- ১৯৬৫ সালের ৪ জানুয়ারি তিনি লন্ডনে মারা যান।
- Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
• Best works:
• Poems
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men,
- The Love Song of J. Alfred Prufrock,
- Ash Wednesday (Poem), etc.
• His well known plays:
- The Confidential Clerk,
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Elder Statesman,
- The Trail of a Judge etc.
Source: Britannica.
0
Updated: 3 months ago
The most famous romantic poet of English literature is -
Created: 3 months ago
A
John Dryden
B
Alexander Pope
C
William Wordsworth
D
T. S. Eliot
The most famous romantic poet of English literature is William Wordsworth.
- He was one of the founders of English Romanticism and one of its most central figures and important intellects.
• William Wordsworth (1770 -1850)
- He is one of the major poets of the Romantic Period.
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় ।
- Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ ছিল বলে তাকে The father of Romantic Age বলা হয়।
- William Wordsworth তার সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত হোন এবং তার কবিতায় এর প্রভাব দেখা যায়।
- French Revolution এর মূল ছিল Liberty, equality and Fraternity.
- Wordsworth, one of them, who greeted the revolution with enthusiasm.
• তাঁর আরো কয়েকটি উপাধি হচ্ছে -
- Poet of Nature
- Poet of Childhood
- Lake Poet.
-
• Famous poems of Wordsworth:
- The Solitary Reaper,
- Peter Bell,
- The Recluse,
- The World is too Much with Us,
- Tintern Abbey,
- Rainbow/ My Heart Leaps Up,
- To The Cuckoo,
- Laodamia,
- Lucy Poems,
- The Daffodils,
- Ode on immortality,
- The Excursion,
- Michael etc
• The only play by William Wordsworth is The Borderers.
- The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work.
• অন্যদিকে,
• John Dryden হচ্ছেন The restoration Period/The Neoclassical period এর একজন English poet, dramatist, and literary critic, যিনি তাঁর সময়ের সাহিত্যিক প্রেক্ষাপটে এতটাই আধিপত্য বিস্তার করেছিলেন যে, তাঁর যুগটিকে 'The Age of Dryden' হিসাবেও ধরা হয়।
• Alexander Pope is the most famous poet of The Augustan Age/ The Neoclassical period.
- এই যুগের অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
• T. S. Eliot কে Modern Period বা বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica and Live MCQ Lecture.
0
Updated: 3 months ago
Who is the author of 'A Farewell to Arms'?
Created: 5 months ago
A
T. S. Eliot
B
John Milton
C
Plato
D
Emest Hemingway
A Farewell to Arms – উপন্যাস পরিচিতি
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯২৯
-
এটি লেখকের তৃতীয় উপন্যাস এবং তার জীবনের অভিজ্ঞতা-নির্ভর একটি আত্মজৈবনিক উপন্যাস।
-
উপন্যাসটির পটভূমি: প্রথম বিশ্বযুদ্ধের ইতালিয়ান ফ্রন্টে ভিত্তি করে লেখা হয়েছে।
-
মূল চরিত্র: Lieutenant Frederic Henry, একজন আমেরিকান যিনি ইতালীয় সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স কর্পসে কর্মরত।
উপন্যাসের শিরোনাম:
-
“A Farewell to Arms” – এখানে "arms" শব্দটি দ্ব্যর্থবোধক; এটি অস্ত্র (war) এবং প্রেমিকার বাহু বা ভালোবাসা (love) – উভয়কেই বোঝায়।
-
শিরোনামটি ১৬শ শতাব্দীর ইংরেজ নাট্যকার George Peele-এর একটি কবিতা থেকে নেওয়া হয়েছে।
প্রধান চরিত্রসমূহ:
-
Lieutenant Frederic Henry (প্রধান চরিত্র)
-
Catherine Barkley (নারী চরিত্র)
-
Lieutenant Rinaldi (Frederic-এর বন্ধু)
-
Helen Ferguson (Catherine-এর বন্ধু)
📝 বিখ্যাত উক্তি:
-
“All thinking men are atheists.” – এটি উপন্যাসের একটি গভীর দার্শনিক উক্তি।
লেখক পরিচিতি – Ernest Hemingway (1899–1961):
-
পূর্ণ নাম: Ernest Miller Hemingway
-
পেশা: আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্প লেখক
-
লেখালেখির বৈশিষ্ট্য: সংক্ষিপ্ত, সহজ ও প্রাঞ্জল গদ্যরীতির জন্য বিখ্যাত।
-
তার লেখনী ২০শ শতকের ইংরেজি সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে।
-
১৯৫৪ সালে The Old Man and the Sea উপন্যাসের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ:
-
The Old Man and the Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises (প্রথম উপন্যাস, যা তাঁকে প্রতিষ্ঠিত করে)
-
Green Hills of Africa
তথ্যসূত্র: Britannica.com এবং Live MCQ Lecture
0
Updated: 5 months ago
Who of the following is known as the Poet of Nature?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
William Wordsworth (1770-1850)
William Wordsworth:
-
‘Poet of Nature’ নামে পরিচিত।
-
Romantic Period এর অন্যতম প্রধান কবি।
-
প্রকৃতি কবি হিসেবে সুপরিচিত।
-
1843–1850 পর্যন্ত England এর Poet Laureate ছিলেন।
-
Wordsworth ও Coleridge এর Lyrical Ballads প্রকাশনার মাধ্যমে Romantic Period শুরু হয়।
-
Lyrical Ballads যৌথ প্রকাশনা হলেও Wordsworth এর অবদান সর্বাধিক, তাই তাকে Father of Romantic Age বলা হয়।
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
Famous Poems:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is Too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To the Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
Only Play: The Borderers
0
Updated: 1 month ago