A
তামার দণ্ড ও দস্তার দণ্ড
B
তামার পাত ও দস্তার পাত
C
কার্বন দণ্ড ও দস্তার কৌটা
D
তামার দণ্ড ও দস্তার কৌটা
উত্তরের বিবরণ
- সাধারণত ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে কার্বন দন্ড ও দস্তার কৌটা থাকে।
- ড্রাইসেলের কিছু বৈশিষ্ট্য-
• এতে তরল ইলেকট্রোডের পরিবর্তে পেষ্ট ব্যবহার করা হয়,
• এর পাত্রটি একটি ইলেকট্রোড নেগেটিভ হিসাবে কাজ করে,
• প্রয়োজনে ইলেকট্রোড ও পানি যোগ করে ব্যবহার করা যায় না।
উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 months ago