মা ও দাদার মৃত্যুর পর হযরত মুহাম্মদ (সা.)-এর লালন-পালনের দায়িত্ব গ্রহণ করেন তাঁর চাচা আবু তালিব। শৈশবকাল থেকেই নবী করিম (সা.) ছিলেন ন্যায়পরায়ণ, শান্ত স্বভাবের ও উচ্চ চরিত্রের অধিকারী।
-
৫৮২ খ্রিস্টাব্দে, মাত্র ১২ বছর বয়সে, তিনি চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য অভিযানে সিরিয়া সফর করেন।
-
সেখানে এক খ্রিস্টান পাদ্রী বাহিরা তাঁর চরিত্র, আচরণ ও মুখমণ্ডলের উজ্জ্বলতা লক্ষ্য করে বিশেষভাবে প্রভাবিত হন।
-
ইঞ্জিল কিতাবের বর্ণনা অনুযায়ী, বাহিরা তাঁকে শেষ নবী বা নবুওতের ধারার সমাপ্তকারী হিসেবে শনাক্ত করেন।