A
কার্ল মার্কস
B
ফ্রেডরিক এঙ্গেলস
C
ভি. আই. লেনিন
D
মাও সে তুং
উত্তরের বিবরণ
রুশ বিপ্লব
১৯১৭ সালে রাশিয়ায় দুটি বড় রাজনৈতিক পরিবর্তন ঘটে, যেগুলো একসাথে ‘রুশ বিপ্লব’ নামে পরিচিত। এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব এবং অক্টোবর বা বলশেভিক বিপ্লব।
ফেব্রুয়ারি বিপ্লব
-
এটি রুশ বিপ্লবের প্রথম ধাপ।
-
এই বিপ্লবে রাজতন্ত্রের অবসান হয় এবং সম্রাট জার দ্বিতীয় নিকোলাসকে সিংহাসন ত্যাগ করতে বাধ্য করা হয়।
-
তাকে বন্দিও করা হয়।
-
এই বিপ্লবের সময় নেতৃত্বে ছিলেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি।
বলশেভিক বা অক্টোবর বিপ্লব
-
এটি রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপ।
-
এই বিপ্লবের ফলে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়।
-
বলশেভিক বিপ্লবের মূল নেতারা ছিলেন ভ্লাদিমির লেনিন এবং লিওন ট্রটস্কি।
উৎস: ব্রিটানিকা (Britannica)

0
Updated: 3 days ago