কোন্ যুদ্ধের পর শিয়া মতবাদের উত্থান ঘটে?
A
হাররার যুদ্ধ
B
কারবালার যুদ্ধ
C
সিফফিনের যুদ্ধ
D
উষ্ট্রের যুদ্ধ
উত্তরের বিবরণ
৬৮০ সালের ১০ অক্টোবর (১০ মহররম ৬১ হিজরী) ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ ও হুসাইনের মধ্যে এক অসম যুদ্ধ সংঘটিত হয়, যা ইসলামী ইতিহাসে গভীর শোকের দিন হিসেবে স্মরণীয়।
-
এই যুদ্ধে ইমাম হুসাইন ও তাঁর পরিবার নির্মমভাবে শাহাদাত বরণ করেন।
-
পরবর্তীতে একটি গোষ্ঠী ইমাম হুসাইনকে নেতা ও ন্যায়ের প্রতীক হিসেবে মেনে নেয় এবং অন্য কোনো নেতৃত্ব স্বীকার করতে অস্বীকার করে।
-
এই গোষ্ঠী পরবর্তীকালে ইসলামের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে পরিচিত হয়, যাদের বলা হয় শিয়া সম্প্রদায়।

0
Updated: 18 hours ago
মদিনার ইহুদী বনুনাজির গোত্রের কে হজরত মুহাম্মদ (সঃ)কে হত্যার অপচেষ্টা চালায়?
Created: 18 hours ago
A
রায়হানা
B
বনু কাইনুকা
C
আল-নাদির
D
আমর বিন জাহান
একবার মহানবী হযরত মুহাম্মদ (সা.) বনু নাযির গোত্রের কাছে গমন করলে, তাদের একজন নেতা আমর বিন জাহান গোপনে তাঁর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করে। কিন্তু আল্লাহর হিকমতে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়।
-
আমর বিন জাহান রাসূল (সা.)-কে প্রাচীরের পাশে বসিয়ে উপর থেকে পাথর নিক্ষেপ করে হত্যার পরিকল্পনা করেছিল।
-
এই ভয়ংকর ষড়যন্ত্রের সময় মহান আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়, যাতে নবী করিম (সা.) ষড়যন্ত্রের কথা জানতে পারেন।
-
ফলে তিনি তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে স্থান ত্যাগ করেন এবং আল্লাহর কৃপায় মৃত্যুর হাত থেকে রক্ষা পান।

0
Updated: 18 hours ago