বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
A
IDA credit-এর মাধ্যমে
B
IMF-এর bailout package-এর মাধ্যমে
C
প্রবাসীদের পাঠানাে remittance-এর মাধ্যমে
D
বিশ্ব ব্যাংকের budgetary support-এর মাধ্যমে
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) অন্যতম কাজ - সদস্য দেশগুলোর বাণিজ্য ঘাটতি দূর করণে ব্যবস্থা করা।
- বাণিজ্য ঘাটতি দূর করার জন্য IMF তার সদস্য দেশগুলোকে বড় আকারের ঋণ প্রদান করে থাকে (Bailout Package - এর মাধ্যমে)।
- বাংলাদেশও IMF এর সদস্য হিসাবে Bailout Package - এর মাধ্যমে ঋণ গ্রহণ করে বাণিজ্য ঘাটতি পূরণ করে থাকে।
উল্লেখ্য,
- প্রবাসীদের পাঠানাে remittance বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করে, কিন্তু পুরোপুরি ভারসাম্য আনতে পারে না।
উৎস: ব্রিটানিকা, OSMBA প্রোগ্রাম- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
Created: 3 weeks ago
A
রাজশাহী
B
ঢাকা
C
চট্টগ্রাম
D
সিলেট
সিলেটকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়
সিলেট অঞ্চলকে ঐতিহাসিক ও ধর্মীয় কারণে ‘৩৬০ আউলিয়ার দেশ’ হিসেবে পরিচিত করা হয়। এর পেছনের কারণ হলো:
-
হযরত শাহজালাল (র.) ছিলেন উপমহাদেশের একজন বিশিষ্ট দরবেশ ও পীর। তিনি ইসলামের আলো সিলেট অঞ্চলে ছড়িয়ে দেন।
-
সিলেটের প্রথম মুসলমান শেখ বোরহান উদ্দিন (র.) রাজা গৌড়গোবিন্দের অত্যাচারের শিকার হন। এই ঘটনার পর হযরত শাহজালাল (র.) ও তাঁর সফরসঙ্গীসহ ৩৬০ আউলিয়া সিলেটে আগমন করেন।
-
এই কারণে সিলেটকে ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি হিসেবে অভিহিত করা হয়। কেউ কেউ এই অঞ্চলকে ‘পুণ্যভূমি’ হিসেবেও উল্লেখ করেন।
সিলেট জেলার সংক্ষিপ্ত তথ্য:
-
হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)সহ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি।
-
সুলতানী আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ।
-
ইতিহাসে নানকার বিদ্রোহ একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
-
জেলা প্রতিষ্ঠিত হয় ১৭৭২ সালের ১৭ মার্চ।
-
দেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর এখানে অবস্থিত।
-
দেশের সবচেয়ে বেশি চা উৎপাদন হয় সিলেটে।
-
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ—গ্যাস, তেল, চুনাপাথর, কঠিন শিলা, বালি প্রভৃতি।
-
সর্বোচ্চ বৃষ্টিপাত লালাখাল এলাকায় হয়।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 3 weeks ago
চট্টগ্রাম-কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে?
Created: 1 month ago
A
৭০০ কিমি
B
৫৭০ কিমি
C
৩০০ কিমি
D
১৭০ কিমি
বাংলাদেশ সরকার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সাবমেরিন অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য ১৭০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই প্রকল্পের ব্যয় বহন করবে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি):
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে পরিচালিত একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে বিএসসিপিএলসি বাংলাদেশে আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত।
প্রতিষ্ঠানটি বাংলাদেশকে বৈশ্বিক তথ্য সুপারহাইওয়ের সঙ্গে যুক্ত রেখেছে এবং বর্তমানে এটি দেশের একমাত্র আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল অপারেটর হিসেবে কার্যক্রম চালাচ্ছে।
২০০৮ সালের বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (সংশোধনী) অধ্যাদেশের ৫বি ধারার আওতায় কক্সবাজার ল্যান্ডিং স্টেশনসহ এসএমডব্লিউ-৪ সাবমেরিন ক্যাবলকে বিলুপ্ত বিটিটিবি (বিটিটিবি) থেকে আলাদা করে
"বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)" নামের নতুন কোম্পানি গঠন করা হয়। পরবর্তীতে, ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে আরজেএসসি কর্তৃক অনুমোদিত হয়ে কোম্পানিটির নাম পরিবর্তন করে "বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)" রাখা হয়।
তথ্যসূত্র: বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট ও সাবমেরিন যোগাযোগ সংক্রান্ত তথ্য।

0
Updated: 1 month ago
ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
Created: 2 months ago
A
১৫টি
B
১৭টি
C
১৪টি
D
১২টি
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
বাংলাদেশের বিভাগসমূহ
বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ হিসেবে অভিহিত করা হয়।
⇒ বাংলাদেশের ৮টি বিভাগে জেলার সংখ্যা:
- ঢাকা বিভাগে জেলার সংখ্যা: ১৩টি।
- চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা: ১১টি।
- খুলনা বিভাগে জেলার সংখ্যা: ১০টি।
- রাজশাহী বিভাগে জেলার সংখ্যা: ৮টি।
- রংপুর বিভাগে জেলার সংখ্যা: ৮টি।
- বরিশাল বিভাগে জেলার সংখ্যা: ৬টি।
- সিলেট বিভাগে জেলার সংখ্যা: ৪টি।
- ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা: ৪টি।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 2 months ago