লজিস্টিকস ম্যানেজমেন্টে 'Reverse Logistics' বলতে বুঝায় -
A
পণ্য উৎপাদন বৃদ্ধি করা
B
বিক্রিত পণ্য পুনরুদ্ধার, পুনর্ব্যবহার বা ফেরত নেওয়ার প্রক্রিয়া
C
কেবল রপ্তানি প্রক্রিয়া পরিচালনা
D
বিদেশি বাজার গবেষণা করা
উত্তরের বিবরণ
যখন পণ্য গ্রাহকের দিক থেকে প্রস্তুতকারকের দিকে উল্টো স্রোতে প্রবাহিত হয়—যেমন রিটার্ন (return), রিপেয়ার (repair), রিসাইকেল (recycle) বা রিফার্বিশ (refurbish) প্রক্রিয়া—তখন সেটিকে বলা হয় রিভার্স লজিস্টিক্স (reverse logistics)। এটি সরবরাহ শৃঙ্খলের এমন একটি গুরুত্বপূর্ণ অংশ, যা কস্ট রিকভারি (cost recovery) এবং সাস্টেইনেবিলিটি (sustainability) উভয় ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখে।
-
গ্রাহক ব্যবহারের পর পণ্য ফেরত দিলে বা পুনঃব্যবহারযোগ্য উপাদান সংগ্রহ করলে প্রতিষ্ঠান সেই সম্পদ পুনরুদ্ধার করতে পারে।
-
এর মাধ্যমে অপচয় কমানো, পরিবেশবান্ধব প্রক্রিয়া বজায় রাখা এবং অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি সম্ভব হয়।
-
আধুনিক সাপ্লাই চেইনে এটি গ্রিন লজিস্টিক্স ও সার্কুলার ইকোনমি ধারণার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

0
Updated: 20 hours ago
বিক্রয় মতবাদের মূল উদ্দেশ্য হচ্ছে?
Created: 3 hours ago
A
বিক্রয় বৃদ্ধি
B
ক্রেতা সুনির্দিষ্ট করা
C
সুনাম বৃদ্ধি
D
সামাজিক উন্নয়ন
Selling concept অনুযায়ী ধারণা করা হয় যে গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে যথেষ্ট কিনবেন না; তাই প্রতিষ্ঠানকে আক্রমণাত্মক বিক্রয় ও প্রমোশন চালাতে হয়। এর মূল লক্ষ্য থাকে স্বল্পমেয়াদি বিক্রয় ভলিউম বৃদ্ধি, গ্রাহকের চাহিদা গভীরভাবে বোঝা বা দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা নয়, যা Marketing বা Societal concepts-এর মূল ফোকাস।
বৈশিষ্ট্যসমূহ:
-
গ্রাহক স্বতঃস্ফূর্তভাবে যথেষ্ট ক্রয় করবে না এমন ধারণা
-
আক্রমণাত্মক বিক্রয় এবং প্রচারণা চালানো হয়
-
লক্ষ্য স্বল্পমেয়াদি বিক্রয় ভলিউম বৃদ্ধি
-
গ্রাহকের দীর্ঘমেয়াদি সম্পর্ক বা চাহিদা বোঝার দিকে ফোকাস নয়
-
Marketing এবং Societal concepts-এর ফোকাস থেকে আলাদা

0
Updated: 3 hours ago
বিপনন তত্ত্বের বাজার বলতে কোনটিকে বুঝায়?
Created: 20 hours ago
A
বর্তমানের সকল ক্রেতা
B
দেশের সব জনগণ
C
ভবিষ্যতের সকল ক্রেতা
D
বর্তমান ও ভবিষ্যতের ক্রেতা
‘Market’ ধারণা কেবল বর্তমান গ্রাহকের ওপর সীমাবদ্ধ নয়; এতে সম্ভাব্য (potential) গ্রাহকরাও অন্তর্ভুক্ত। তাই বাজারের ডিমান্ড ও সেগমেন্ট সাইজিং করার সময় উভয় প্রকার গ্রাহককে বিবেচনায় নেওয়া হয়।
-
বর্তমান গ্রাহক: ইতিমধ্যে পণ্য বা সেবা ব্যবহার করছে।
-
সম্ভাব্য গ্রাহক: ভবিষ্যতে পণ্য বা সেবা গ্রহণের সম্ভাবনা রাখে।
-
এই দৃষ্টিকোণ বাজার বিশ্লেষণ ও কৌশল নির্ধারণে সম্পূর্ণ এবং কার্যকর তথ্য প্রদান করে।

0
Updated: 20 hours ago
কোন্ বাজারজাতকরণ যোগাযোগ অর্থ ছাড়াই হতে পারে?
Created: 20 hours ago
A
বিজ্ঞাপন
B
পাবলিক রিলেশন Public Relation
C
প্রচার
D
ব্যক্তিক বিক্রয়
Public Relations (PR)-এ earned মিডিয়া কাভারেজ বা পাবলিসিটি প্রায়শই সরাসরি পেইড স্পেন্ড ছাড়া অর্জিত হয়। অন্যদিকে, বিজ্ঞাপন (advertising) এবং ব্যক্তিগত বিক্রয় (personal selling) সাধারণত paid এবং person-to-person ভিত্তিক কার্যক্রম।
-
Earned media গ্রাহক বা মিডিয়ার স্বতঃস্ফূর্ত মনোভাব থেকে আসে, যা বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে।
-
Paid মিডিয়া সরাসরি প্রতিষ্ঠানের খরচে প্রচার নিশ্চিত করে, যেমন বিজ্ঞাপন।
-
Personal selling সরাসরি গ্রাহকের সঙ্গে মুখোমুখি বা এক-টু-ওয়ান যোগাযোগ তৈরি করে।

0
Updated: 20 hours ago