A
ECOSOC
B
FAO
C
WHO
D
HRC
উত্তরের বিবরণ
WHO
-
WHO-এর পূর্ণরূপ হলো World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-
এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা, যেটি মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য কাজ করে।
-
WHO প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
-
এর সদর দফতর আছে সুইজারল্যান্ডের জেনেভায়।
-
এখন বিশ্বের মোট ১৯৪টি দেশ WHO-এর সদস্য।
-
প্রথমে ১৯৪৬ সালে ৬১টি দেশ মিলেই WHO গঠনের চুক্তি স্বাক্ষর করে।
-
বাংলাদেশ ১৯৭২ সালে WHO-এর সদস্য হয়।
-
WHO-এর বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস।
WHO এর কাজ
-
WHO মানুষের স্বাস্থ্য উন্নত করতে বিশ্বব্যাপী কাজ করে।
-
এটি বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা এবং জনগণের সঙ্গে মিলে কাজ করে।
-
নতুন কোনো রোগ ছড়িয়ে পড়লে বা স্বাস্থ্য সংক্রান্ত জরুরি কোনো সমস্যা হলে WHO নেতৃত্ব দেয়।
বিশেষ ঘটনা:
-
২০১৯ সালের ৩১ ডিসেম্বর, চীনের উহান শহর থেকে করোনা ভাইরাস সংক্রমণের খবর WHO-কে জানানো হয়।
-
৩০ জানুয়ারি, ২০২০ সালে WHO করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে।
-
১১ ফেব্রুয়ারি, ২০২০ WHO এই ভাইরাসের নাম দেয় COVID-19।
-
১১ মার্চ, ২০২০ WHO COVID-19 কে মহামারি (Pandemic) ঘোষণা করে।
-
বাংলাদেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে ৮ মার্চ, এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
উৎস: WHO-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 days ago