নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
A
অনুচ্ছেদ ২৩
B
অনুচ্ছেদ ২৪
C
অনুচ্ছেদ ২১
D
অনুচ্ছেদ ২২
উত্তরের বিবরণ
বিচার বিভাগ
-
রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অংশ আছে— তার একটি হলো বিচার বিভাগ।
-
১ নভেম্বর ২০০৭ সালে, বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ (সরকারি প্রশাসন) থেকে আলাদা ও স্বাধীন হয়।
-
বিচার বিভাগ মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে।
বিচার বিভাগের দুটি অংশ
-
উচ্চতর বিচার বিভাগ (সুপ্রিম কোর্ট)
-
অধস্তন বিচার বিভাগ (নিম্ন আদালত)
সুপ্রিম কোর্ট
-
এটি দেশের সর্বোচ্চ আদালত।
-
সুপ্রিম কোর্টে দুটি বিভাগ রয়েছে:
-
হাইকোর্ট বিভাগ
-
আপীল বিভাগ
-
-
সুপ্রিম কোর্ট গঠিত হয় প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়ে।
বিচারপতি নিয়োগ
-
সংবিধানের ৯৫ নম্বর ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে পরামর্শ নিয়ে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের নিয়োগ দেন।
বিচার বিভাগের কাঠামো ও দায়িত্ব
-
বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগে বিচার বিভাগের দায়িত্ব, ক্ষমতা ও মর্যাদা সম্পর্কে বলা আছে।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
-
সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদে বলা আছে যে, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা রাখতে হবে।
-
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।
উৎসঃ সুপ্রিম কোর্ট ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্টকে "কোর্ট অব রেকর্ড" বলা হয়েছে?
Created: 4 days ago
A
অনুচ্ছেদ - ১০৯
B
অনুচ্ছেদ - ১১২
C
অনুচ্ছেদ - ১০৮
D
অনুচ্ছেদ - ১১০
বাংলাদেশের সংবিধান ও সুপ্রীম কোর্ট:
-
অনুচ্ছেদ ১০৮: সুপ্রীম কোর্টকে “কোর্ট অব রেকর্ড” হিসেবে স্বীকৃতি দেয়।
-
অর্থাৎ, সুপ্রীম কোর্টের সকল আদেশ ও রায় আইন অনুযায়ী চূড়ান্ত ও বাধ্যতামূলক।
-
আদালত অবমাননার ক্ষেত্রে তদন্ত এবং দণ্ডাদেশ প্রদানের ক্ষমতাও সুপ্রীম কোর্টের রয়েছে।
-
সংবিধান সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
বাংলাদেশের সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
-
সংবিধান কার্যকরভাবে ব্যাখ্যা ও রক্ষা করার দায়িত্বে সুপ্রীম কোর্ট থাকেন।
-
সংবিধান প্রণয়নের জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়েছিল।
অন্যান্য সংশ্লিষ্ট অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১০৯: আদালতসমূহের উপর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ।
-
অনুচ্ছেদ ১১০: অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
-
অনুচ্ছেদ ১১২: সুপ্রীম কোর্টের সহায়তা।
সারসংক্ষেপ:
সুপ্রীম কোর্ট সংবিধানের মূল রক্ষক ও ব্যাখ্যাকারী। অনুচ্ছেদ ১০৮ অনুযায়ী এটি “কোর্ট অব রেকর্ড” এবং আদালত অবমাননার ক্ষেত্রে তদন্ত ও দণ্ডাদেশ প্রদানের ক্ষমতা রাখে।

0
Updated: 4 days ago
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
Created: 4 days ago
A
১৩৯
B
১৩৭
C
১৩৮
D
১৪০
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক সংস্থা, যার মূল উদ্দেশ্য হলো সরকারি চাকরিতে সুষ্ঠু নিয়োগ নিশ্চিত করা। শুধু নিয়োগ নয়, কমিশন সরকারি কর্মচারীদের পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশের সংবিধানে এর গঠন, দায়িত্ব ও কার্যাবলি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রদান করে থাকেন। বর্তমানে মো. সোহরাব হোসাইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
-
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান ভূমিকা হলো সরকারি চাকরি ও বিভিন্ন পদে নিয়োগ প্রদান।
-
এটি পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত।
-
সংবিধানের পাঁচটি অনুচ্ছেদ কমিশনের গঠন ও কার্যাবলি নির্ধারণ করে।
-
রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রদান করেন।
সংবিধান অনুযায়ী প্রাসঙ্গিক অনুচ্ছেদসমূহ হলো:
-
অনুচ্ছেদ ১৩৭: সরকারি কর্ম কমিশনের প্রতিষ্ঠা
-
অনুচ্ছেদ ১৩৮: সরকারি কর্ম কমিশনের সদস্য নিয়োগ
-
অনুচ্ছেদ ১৩৯: সদস্যপদের মেয়াদ
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব

0
Updated: 4 days ago
কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
Created: 6 days ago
A
অনুচ্ছেদ ৭
B
অনুচ্ছেল ৭(ক)
C
অনুচ্ছেদ ৭(খ)
D
অনুচ্ছেদ ৮
৭খ অনুচ্ছেদ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য
সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাই বলা থাকুক না কেন, সংবিধানের কিছু নির্দিষ্ট অংশের বিধান পরিবর্তন করা যাবে না। এর মধ্যে রয়েছে:
-
সংবিধানের প্রস্তাবনা
-
প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের সব অনুচ্ছেদ
-
নবম-ক ভাগের নির্দিষ্ট অনুচ্ছেদসমূহ
-
তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ (নির্দিষ্ট শর্তে)
-
একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ
-
সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
এই অংশগুলির সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা বাতিলকরণ কোনোভাবেই সম্ভব নয়।
উল্লেখযোগ্য সংক্রান্ত অনুচ্ছেদ:
-
৭নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য
-
৭ক অনুচ্ছেদ: সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ
-
৮নং অনুচ্ছেদ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
উৎস: বাংলাদেশের সংবিধান

0
Updated: 6 days ago