A
রাষ্ট্রপতি
B
জাতীয় সংসদ
C
প্রধানমন্ত্রী
D
স্পীকার
উত্তরের বিবরণ
প্রধান বিচারপতি
-
বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়ে থাকেন।
-
এরপর, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন।
কে কে বিচারপতি হতে পারবেন না
কোন ব্যক্তি বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না যদি—
১. তিনি বাংলাদেশের নাগরিক না হন; অথবা
২.
-
(ক) সুপ্রিম কোর্টে কমপক্ষে ১০ বছর আইনজীবী হিসেবে কাজ না করেন, অথবা
-
(খ) বাংলাদেশের ভেতরে ১০ বছর কোনো বিচার বিভাগীয় পদে কাজ না করেন, অথবা
-
(গ) আইনে নির্ধারিত যোগ্যতা পূরণ না করেন।
“সুপ্রিম কোর্ট”
এই অনুচ্ছেদে "সুপ্রিম কোর্ট" বলতে এমন সব আদালতকে বোঝানো হয়েছে, যারা সংবিধান কার্যকর হওয়ার আগে বাংলাদেশের মধ্যে হাইকোর্ট হিসেবে কাজ করেছে।

0
Updated: 3 days ago