১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল?
A
২১৯
B
২২১
C
২২৩
D
২২৫
উত্তরের বিবরণ
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ছিল পূর্ব বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় ঘোরানো অধ্যায়। এই জোটটি গঠিত হয়েছিল তৎকালীন শাসক দলের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে। এর মূল লক্ষ্য ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্জন ও জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা।
যুক্তফ্রন্ট ছিল বিরোধী দলগুলোর একটি নির্বাচনী জোট, যা ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল সভায় গঠনের সিদ্ধান্ত নেয়।
-
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে তারা ৩০৯টি আসনের মধ্যে ২২৩টি আসনে জয়লাভ করে।
-
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
-
জোটটি ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, যার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
-
নির্বাচনের মূল প্রতিপাদ্য ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন।
-
যুক্তফ্রন্টের নেতৃত্বে সরকার গঠনের দায়িত্ব পান শেরে বাংলা এ. কে. ফজলুল হক, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
-
৩ এপ্রিল ১৯৫৪ সালে পূর্ব বাংলার গভর্নর যুক্তফ্রন্টকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
-
নির্বাচিত ২২৩ জন সদস্যের মধ্যে ১৩০ জন ছিলেন আওয়ামী লীগের প্রতিনিধি।
এই নির্বাচনের মাধ্যমে জনগণের স্বপ্ন, আশা ও স্বাধীনচেতা রাজনৈতিক চেতনার প্রতিফলন ঘটেছিল, যা ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি শক্তিশালী করে।

0
Updated: 1 day ago
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম আসনে যুক্তফ্রন্ট মোট কয়টি আসন লাভ করে?
Created: 3 weeks ago
A
২২৩টি
B
২২৫টি
C
২২৭টি
D
২২০টি
নির্বাচনী ফলাফল
-
মুসলিম আসনে মোট ২৩৭টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট জয়লাভ করে ২২৩টি আসন (মৌলিক ২১৫টি + ৮টি স্বতন্ত্র সদস্য যোগদান)।
-
মুসলিম লীগ জয়লাভ করে ৯টি আসন, খেলাফতে রব্বানী পার্টি ১টি, এবং স্বতন্ত্র ১২টি আসন।
-
মুসলিম আসনে স্বতন্ত্র সদস্যদের মধ্যে ৮ জন যুক্তফ্রন্টে এবং ১ জন মুসলিম লীগে যোগদান করেন।
-
যুক্তফ্রন্টের শরিকদলগুলোর মধ্যে আসনসংখ্যা:
-
আওয়ামী লীগ: ১৪২
-
কৃষক-শ্রমিক পার্টি: ৪৮
-
নেজামে ইসলামী: ১৯
-
গণতন্ত্রী দল: ১৩ (১টি আসনে দলীয় পরিচয় অস্পষ্ট)
-
-
অমুসলিম আসনের ৭২টি আসনে জয়লাভ:
-
জাতীয় কংগ্রেস: ২৪
-
তফশিলি ফেডারেশন (রসরাজ মন্ডল গ্রুপ): ২৭
-
সংখ্যালঘু যুক্তফ্রন্ট: ১৩ (এর মধ্যে গণতন্ত্রী দল ৩টি)
-
-
কমিউনিস্ট পার্টি: ৪টি
-
বৌদ্ধ: ২টি
-
খ্রিস্টান: ১টি
-
স্বতন্ত্র: ১টি আসনে জয়লাভ।

0
Updated: 3 weeks ago
১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
Created: 1 month ago
A
ধানের শীষ
B
নৌকা
C
লাঙল
D
বাইসাইকেল
যুক্তফ্রন্টের নির্বাচনি সাফল্য (১৯৫৪)
পূর্ব বাংলায় প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচনের আয়োজন হয়েছিল ৮-১২ মার্চ ১৯৫৪ তারিখে। এই নির্বাচনে মোট ৩০৯টি আসন ছিল। এর মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন জিতে প্রচলিত মুসলিম লীগের উপর বড় একটি জয়লাভ করে, যা মাত্র ৯টি আসনের মধ্যে সীমাবদ্ধ ছিল।
যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা, এবং তারা নির্বাচনকে কেন্দ্র করে ২১ দফার নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছিল।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
'যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত হয় কোথায়?
Created: 3 weeks ago
A
ঢাকায়
B
ময়মনসিংহ
C
কিশোরগঞ্জ
D
টাঙ্গাইল
যুক্তফ্রন্ট গঠনের পটভূমি
-
১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে মুসলিম লীগ ছিল পুরাতন ও বড় দল।
-
এছাড়া পূর্ব বাংলার প্রাদেশিক সরকার পরিচালনা করত মুসলিম লীগ।
-
ফলে ১৯৫৪ সালের নির্বাচনে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেয়।
-
এরই পরিপ্রেক্ষিতে ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

0
Updated: 3 weeks ago