নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
A
অনুচ্ছেদ ২৩
B
অনুচ্ছেদ ২৪
C
অনুচ্ছেদ ২১
D
অনুচ্ছেদ ২২
উত্তরের বিবরণ
বিচার বিভাগ
-
রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অংশ আছে— তার একটি হলো বিচার বিভাগ।
-
১ নভেম্বর ২০০৭ সালে, বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ (সরকারি প্রশাসন) থেকে আলাদা ও স্বাধীন হয়।
-
বিচার বিভাগ মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে।
বিচার বিভাগের দুটি অংশ
-
উচ্চতর বিচার বিভাগ (সুপ্রিম কোর্ট)
-
অধস্তন বিচার বিভাগ (নিম্ন আদালত)
সুপ্রিম কোর্ট
-
এটি দেশের সর্বোচ্চ আদালত।
-
সুপ্রিম কোর্টে দুটি বিভাগ রয়েছে:
-
হাইকোর্ট বিভাগ
-
আপীল বিভাগ
-
-
সুপ্রিম কোর্ট গঠিত হয় প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়ে।
বিচারপতি নিয়োগ
-
সংবিধানের ৯৫ নম্বর ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে পরামর্শ নিয়ে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের নিয়োগ দেন।
বিচার বিভাগের কাঠামো ও দায়িত্ব
-
বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগে বিচার বিভাগের দায়িত্ব, ক্ষমতা ও মর্যাদা সম্পর্কে বলা আছে।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
-
সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদে বলা আছে যে, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা রাখতে হবে।
-
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।
উৎসঃ সুপ্রিম কোর্ট ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ এর উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৯৫
B
অনুচ্ছেদ ৯৬
C
অনুচ্ছেদ ৯৭
D
অনুচ্ছেদ ৯৮
অনুচ্ছেদ সমূহ (বাংলাদেশ সংবিধান অনুসারে):
-
অনুচ্ছেদ ৯০: নির্দিষ্টকরণ আইন।
-
অনুচ্ছেদ ৯১: সম্পূরক ও অতিরিক্ত বাজেট অনুমোদন।
-
অনুচ্ছেদ ৯২: হিসাব ও ঋণ সংক্রান্ত ভোটাধিকার।
-
অনুচ্ছেদ ৯৩: অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ৯৪: সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
-
অনুচ্ছেদ ৯৫: বিচারক নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৬: বিচারকের পদাধিকারী মেয়াদ।
-
অনুচ্ছেদ ৯৭: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৮: সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারক।
-
অনুচ্ছেদ ৯৯: অবসরের পর বিচারকের অক্ষমতা।
-
অনুচ্ছেদ ১০০: সুপ্রীম কোর্টের আসন।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
0
Updated: 1 month ago
অষ্টম সংশোধনীতে সংবিধানের ৩০নং অনুচ্ছেদে কী ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়?
Created: 2 months ago
A
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
B
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া রাজনৈতিক সংগঠন গঠনে নিষেধাজ্ঞা
C
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া বিদেশি খেতাব গ্রহণে নিষেধাজ্ঞা
D
৩০ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বিদেশি রাষ্ট্রের খেতাব, পুরস্কার, অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়।
অষ্টম সংশোধনী:
-
অষ্টম সংশোধনী আইন ১৯৮৮ সালের ৭ জুন পাস হয়।
-
এর দ্বারা সংবিধানের ২, ৩, ৫, ৩০ ও ১০০ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
এই সংশোধনী আইনবলে:
-
ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষিত হয়।
-
ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মাধ্যমে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করা হয়।
-
সংবিধানের ৩০ অনুচ্ছেদ সংশোধন করে বাংলাদেশের রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া এদেশের কোনো নাগরিক কর্তৃক কোনো বিদেশী রাষ্ট্রের প্রদত্ত খেতাব, সম্মাননা, পুরস্কার বা অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়।
উল্লেখযোগ্য তথ্য:
-
পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে, কারণ তার দ্বারা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তিত হয়েছে।
সূত্র: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
কোনাে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
Created: 1 month ago
A
৪৪
B
৪৭
C
১০২
D
১০৩
সংবিধানের তৃতীয় অধ্যায়ের অনুচ্ছেদগুলো মূলত মৌলিক অধিকার সম্পর্কিত। এর মধ্যে বিশেষভাবে অনুচ্ছেদ ৪৪ এবং অনুচ্ছেদ ১০২ মৌলিক অধিকার বলবৎ করার বিধান নির্ধারণ করেছে।
-
অনুচ্ছেদ ৪৪: মৌলিক অধিকার বলবৎকরণ
১. সংবিধানের এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করার জন্য অনুচ্ছেদ ১০২(১) অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা করার অধিকার নিশ্চিত করা হয়েছে।
২. সংসদ চাইলে আইনের মাধ্যমে অন্য আদালতকে তার এখতিয়ারভুক্ত এলাকায় হাইকোর্ট বিভাগের কিছু ক্ষমতা প্রয়োগের অধিকার প্রদান করতে পারবে। -
অনুচ্ছেদ ১০২: হাইকোর্ট বিভাগের ক্ষমতা
এই অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মনে করেন যে তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, তবে তিনি হাইকোর্ট বিভাগে রিট বা মামলা দায়ের করতে পারবেন।
সুতরাং, অনুচ্ছেদ ৪৪ নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার নিশ্চয়তা দিয়েছে এবং স্পষ্টভাবে উল্লেখ করেছে যে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে অনুচ্ছেদ ১০২(১) অনুযায়ী হাইকোর্ট বিভাগে মামলা করা যাবে।
এছাড়াও সংবিধানের সাথে সম্পর্কিত আরও কিছু অনুচ্ছেদ হলো:
-
অনুচ্ছেদ ৪৭: কতিপয় আইনের হেফাজত
-
অনুচ্ছেদ ১০৩: আপীল বিভাগের এখতিয়ার
0
Updated: 1 month ago