এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?
A
1 : 2
B
5 : 2
C
2 : 1
D
4 : 1
উত্তরের বিবরণ
প্রশ্ন: এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?
সমাধান:
ধরি,
একটি বর্গক্ষেত্রের এক বাহু = a; এর কর্ণ √2a
শর্তানুসারে,
অপর বর্গক্ষেত্রের এক বাহু = a/4; এর কর্ণ √2(a/4)
এদের অনুপাত, √2a : √2(a/4)
= 1 : 1/4
= 4 : 1

0
Updated: 3 days ago