কৃষি বনায়নে (Agroforestry) ব্যবহৃত Taungya পদ্ধতি কী নামে পরিচিত?
A
Hill Cultivation
B
Jumming System
C
Multiple Cropping
D
Shifting Cultivation
উত্তরের বিবরণ
Taungya পদ্ধতি হলো একটি বিশেষ ধরনের Agroforestry (কৃষি বনায়ন) পদ্ধতি, যা মূলত Shifting Cultivation বা জুমচাষের একটি পরিবর্তিত ও উন্নত রূপ হিসেবে পরিচিত।
তথ্যগুলো হলো:
-
এই পদ্ধতিতে একই জমিতে বনজ ও কৃষি ফসল একসাথে চাষ করা হয়।
-
প্রাথমিক পর্যায়ে কৃষকরা ধান, ভুট্টা বা সবজি জাতের ফসল চাষ করে, পরবর্তীতে সেখানে গাছের চারা বেড়ে উঠলে কৃষি ফসল বন্ধ করে দেওয়া হয়।
-
এর ফলে জমির সর্বোত্তম ব্যবহার, মাটির উর্বরতা সংরক্ষণ, এবং বনসম্পদ বৃদ্ধি সম্ভব হয়।
-
এটি পরিবেশবান্ধব ও টেকসই কৃষি পদ্ধতি, যা প্রচলিত জুমচাষের ক্ষতিকর দিকগুলো দূর করে।
উ. (ঘ) Shifting Cultivation

0
Updated: 1 day ago