বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
A
রাষ্ট্রপতি
B
জাতীয় সংসদ
C
প্রধানমন্ত্রী
D
স্পীকার
উত্তরের বিবরণ
প্রধান বিচারপতি
-
বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়ে থাকেন।
-
এরপর, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন।
কে কে বিচারপতি হতে পারবেন না
কোন ব্যক্তি বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না যদি—
১. তিনি বাংলাদেশের নাগরিক না হন; অথবা
২.
-
(ক) সুপ্রিম কোর্টে কমপক্ষে ১০ বছর আইনজীবী হিসেবে কাজ না করেন, অথবা
-
(খ) বাংলাদেশের ভেতরে ১০ বছর কোনো বিচার বিভাগীয় পদে কাজ না করেন, অথবা
-
(গ) আইনে নির্ধারিত যোগ্যতা পূরণ না করেন।
“সুপ্রিম কোর্ট”
এই অনুচ্ছেদে "সুপ্রিম কোর্ট" বলতে এমন সব আদালতকে বোঝানো হয়েছে, যারা সংবিধান কার্যকর হওয়ার আগে বাংলাদেশের মধ্যে হাইকোর্ট হিসেবে কাজ করেছে।
0
Updated: 3 months ago
রাষ্ট্রপতির কতদিনের জন্য তহবিল থেকে অর্থ অনুমোদনের ক্ষমতা আছে?
Created: 1 month ago
A
৯০ দিন
B
৩০ দিন
C
৪৫ দিন
D
৬০ দিন
রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বসমূহ
১. নিয়োগ সংক্রান্ত ক্ষমতা:
-
প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ।
-
শীর্ষ কর্মকর্তা যেমন মহাহিসাব রক্ষক, রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ।
-
প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক ও সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ।
-
প্রধান বিচারপতি নিয়োগ (প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত)।
২. সংসদ সংক্রান্ত ক্ষমতা:
-
জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভেঙে দেওয়া (প্রধানমন্ত্রীর পরামর্শে)।
-
সংসদে ভাষণ ও বাণী প্রদান।
-
সংসদে পাস হওয়া বিলে সম্মতি দিয়ে আইন কার্যকর করা।
-
সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে অধ্যাদেশ জারি।
৩. আর্থিক ক্ষমতা:
-
রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অর্থ বিল উত্থাপন সম্ভব নয়।
-
সংসদ অর্থ মঞ্জুর করতে ব্যর্থ হলে সর্বোচ্চ ৬০ দিনের জন্য তহবিল থেকে অর্থ অনুমোদন।
৪. বিচার বিভাগীয় ক্ষমতা:
-
প্রধান বিচারপতির পরামর্শে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়োগ।
-
আদালত বা ট্রাইব্যুনালের প্রদত্ত দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা।
৫. জরুরি অবস্থা ঘোষণা:
-
যুদ্ধ, বিদেশি আগ্রাসন বা অভ্যন্তরীণ গোলযোগের ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা (প্রধানমন্ত্রীর সম্মতিতে)।
৬. অন্যান্য দায়িত্ব:
-
জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব।
-
খেতাব, পদক ও সম্মাননা প্রদান।
-
নাগরিকদের বিদেশি উপাধি গ্রহণের অনুমতি।
-
রাষ্ট্রীয় চুক্তি ও দলিল সম্পাদন।
-
বিদেশি কূটনীতিকদের পরিচয়পত্র গ্রহণ।
-
প্রধানমন্ত্রী, মন্ত্রী ও বিচারপতিদের শপথ বাক্য পাঠ করানো।
৭. জবাবদিহিতা:
-
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করবেন।
0
Updated: 1 month ago