কোন শব্দযুগলটি ভিন্ন?
A
False, True
B
Sharp, Blunt
C
Love, Affection
D
Abundance, Scarcity
উত্তরের বিবরণ
• অপশনে উল্লিখিত অপশনগুলোর মধ্যে -
- False- মিথ্যা.
- True- সত্য।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।
- Sharp- তীক্ষ্ণ,
- Blunt- ভোঁতা।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।
- Love- ভালোবাসা
- Affection - প্রেম।
- সমার্থক অর্থ প্রকাশ করছে।
- Abundance- প্রাচুর্য
- Scarcity- ঘাটতি।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।
• যেহেতু, (গ) অপশনে Synonym রয়েছে এবং অন্য অপশনগুলোতে Antonym রয়েছে তাই (গ) অপশনটি ভিন্ন।
0
Updated: 3 months ago
Created: 3 months ago
A
30 পাউন্ড
B
25 পাউন্ড
C
40 পাউন্ড
D
35 পাউন্ড
প্রশ্ন: লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবােধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?

সমাধান:
লিভারের বাম পার্শ্বে 20lb এর জন্য দূরত্ব d হলে, লিভারের ডান পার্শ্বেও ? lb এর জন্য দূরত্ব d হবে।
সুতরাং, লিভারের বাম পার্শ্বে 30lb এর জন্য দূরত্ব d/2
প্রশ্নানুসারে,
20d + 30 × d/2 = yd
⇒ 20d + 15d = yd
⇒ 35d = yd
∴ y = 35
0
Updated: 3 months ago
নদী ছাড়া ‘মহানন্দা’ কী?
Created: 2 weeks ago
A
তরমুজ
B
সরিষা
C
আম
D
কলা
নদী ছাড়াও ‘মহানন্দা’ একটি জনপ্রিয় আমের জাত হিসেবে পরিচিত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সুস্বাদু ও বৈচিত্র্যময় জাতের আম উৎপন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি জাত হলো—হাড়িভাঙা, আম্রপালি, ফজলি, সূর্যপরি ও মোহনভোগ।
এসব জাত স্বাদ, রঙ, আঁশ ও সংরক্ষণক্ষমতার দিক থেকে ভিন্নতর এবং দেশের অভ্যন্তরে ও রপ্তানির বাজারে অত্যন্ত চাহিদাসম্পন্ন। আম বাংলাদেশের অন্যতম অর্থকরী ফল হিসেবেও বিবেচিত।
0
Updated: 2 weeks ago
বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
কক্সবাজার
B
নোয়াখালী
C
বরগুনা
D
ভোলা
বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। কক্সবাজারের খুরুশকুলে। উৎপাদন ক্ষমতা ৬০ মেগাওয়াট। ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
0
Updated: 3 weeks ago