DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবােধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
A
DE
B
ED
C
FG
D
GF
উত্তরের বিবরণ
প্রশ্ন: DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবােধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
সমাধান:
A, B, C, D, E, F, G, H, I

এখানে, প্রতি জোড়া ঘর নির্দিষ্ট একটি Letter এর জন্য বরাদ্দ, এবং পরবর্তী জোড়ার letter টি আগের জোড়ার নির্দিষ্ট Letter এর পরের Letter বাদ দিয়ে হবে। যেমন প্রথম জোড়া D এর জন্য, এর পরের জোড়া E বাদ দিয়ে F এর জন্য, এর পরের জোড়া G বাদ দিয়ে H এর জন্য।
অন্যদিকে,
প্রতি ১জোড়ার প্রথম ঘরটি নির্দিষ্ট Letter ও তার আগের Letter নিয়ে গঠিত। যেমন: DC
আর ২য় ঘরটি নির্দিষ্ট Letter ও তার পরের Letter নিয়ে গঠিত। যেমন: DE
তাহলে,
২য় জোড়ার ১ম ঘর হবে, FE
২য় জোড়ার ২য় ঘর হবে, FG, যা ‘??’ চিহ্নিত স্থানে বসবে।
এবং
৩য় জোড়ার ১ম ঘর হবে, HG
৩য় জোড়ার ২য় ঘর হবে, HI
অন্যভাবে,
DC → DE এর ক্ষেত্রে,
D অপরিবর্তনীয় C ও E এর মধ্যে পার্থক্য ১ [কারণ C এরপর D; D এরপর E;
C ও E এর মধ্যে পার্থক্য ১ টি বর্ণ - D]
FE → FG এর ক্ষেত্রে,
F অপরিবর্তনীয় E ও G এর মধ্যে পার্থক্য ১ [কারণ E এরপর F; F এরপর G;
E ও G এর মধ্যে পার্থক্য ১ টি বর্ণ - F]
HG → HI এর ক্ষেত্রে,
H অপরিবর্তনীয় G ও I এর মধ্যে পার্থক্য ১ [কারণ G এরপর H; H এরপর I;
G ও I এর মধ্যে পার্থক্য ১ টি বর্ণ - H]
সুতরাং প্রশ্নবোধক স্থানে FG বসবে।

0
Updated: 1 month ago
কোন শব্দযুগলটি ভিন্ন?
Created: 1 month ago
A
False, True
B
Sharp, Blunt
C
Love, Affection
D
Abundance, Scarcity
• অপশনে উল্লিখিত অপশনগুলোর মধ্যে -
- False- মিথ্যা.
- True- সত্য।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।
- Sharp- তীক্ষ্ণ,
- Blunt- ভোঁতা।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।
- Love- ভালোবাসা
- Affection - প্রেম।
- সমার্থক অর্থ প্রকাশ করছে।
- Abundance- প্রাচুর্য
- Scarcity- ঘাটতি।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।
• যেহেতু, (গ) অপশনে Synonym রয়েছে এবং অন্য অপশনগুলোতে Antonym রয়েছে তাই (গ) অপশনটি ভিন্ন।

0
Updated: 1 month ago
Created: 1 month ago
A
30 পাউন্ড
B
25 পাউন্ড
C
40 পাউন্ড
D
35 পাউন্ড
প্রশ্ন: লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবােধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?

সমাধান:
লিভারের বাম পার্শ্বে 20lb এর জন্য দূরত্ব d হলে, লিভারের ডান পার্শ্বেও ? lb এর জন্য দূরত্ব d হবে।
সুতরাং, লিভারের বাম পার্শ্বে 30lb এর জন্য দূরত্ব d/2
প্রশ্নানুসারে,
20d + 30 × d/2 = yd
⇒ 20d + 15d = yd
⇒ 35d = yd
∴ y = 35

0
Updated: 1 month ago