A
মাঝে মাঝে পানির উপর নাক তুলে
B
পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
C
পটকার মধ্যে জমানো বাতাস হতে
D
পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
উত্তরের বিবরণ
- জলাধারে পানিতে দ্রবীভূত অক্সিজেন সবচেয়ে বেশি থাকে পানির উপরিভাগে, এবং গভীরতার সাথে সাথে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে।
- কিন্তু মনে রাখতে হবে যে, পানিতে দ্রবীভূত অক্সিজেন পানির সকল স্তর তথা উপরিভাগ, মধ্যভাগ এবং তলদেশ সকল স্তরেই থাকে।
- না হলে মধ্য এবং তলদেশের জলজ প্রাণীদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো না।
- মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন।
- যারা বায়ুমণ্ডল থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে না তাদের বেঁচে থাকার জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন গুরুত্বপূর্ণ।
- মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।

0
Updated: 2 months ago