বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
A
রাশিয়া
B
ব্রাজিল
C
লণ্ডন
D
বেলজিয়াম
উত্তরের বিবরণ
ওয়াটারলু যুদ্ধ ১৮১৫ সালে সংঘটিত একটি বিখ্যাত যুদ্ধ, যেখানে নেপোলিয়ন বোনাপার্টের বাহিনী ব্রিটিশ ও প্রুশিয়ান জোট বাহিনীর কাছে পরাজিত হয়। এই যুদ্ধক্ষেত্রটি বেলজিয়ামের একটি ছোট শহর ওয়াটারলুতে অবস্থিত।
বিশেষ দ্রষ্টব্যঃ [তৎকালীন সাম্প্রতিক, বর্তমানে গুরুত্বহীন]

0
Updated: 1 day ago
করোনারী থ্রম্বসিস অসুখটি-
Created: 1 day ago
A
যকৃতের
B
হৃৎপিন্ডের
C
অগ্ন্যাশয়ের
D
কিডনীর
করোনারী থ্রম্বসিস Coronary Thrombosis) হলো হৃৎপিণ্ডের একটি গুরুতর রোগ, যেখানে হৃৎপিণ্ডের ধমনীতে (coronary artery) রক্ত জমাট বাঁধে থ্রম্বাস), যা রক্তপ্রবাহ বন্ধ করে দেয়। এর ফলে হৃৎপিণ্ডের পেশিতে অক্সিজেনের ঘাটতি হয় এবং হার্ট অ্যাটাক myocardial infarction) হতে পারে। এটি হৃদরোগজনিত মৃত্যুর অন্যতম কারণ।

0
Updated: 1 day ago
বরেন্দ্র বলতে বুঝায় কোনটি?
Created: 1 day ago
A
পূর্ববঙ্গ
B
পশ্চিমবঙ্গ
C
উত্তর বঙ্গ
D
দক্ষিণবঙ্গ
বরেন্দ্র অঞ্চল উত্তর বঙ্গের একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল। এটি বর্তমান বাংলাদেশের রাজশাহী, রংপুর ও ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশে বিস্তৃত। বরেন্দ্র অঞ্চল মাটির উর্বরতা ও কৃষিকাজের জন্য প্রসিদ্ধ। ঐতিহাসিক দিক থেকে এটি বাংলার অন্যতম প্রাচীন অঞ্চল।

0
Updated: 1 day ago
Which disease is bacterial in nature?
Created: 1 week ago
A
Malaria
B
Ringworm
C
Anthrax
D
AIDS
Anthrax হলো একটি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট রোগ। এটি সংক্রামক এবং প্রাণী ও মানুষ উভয়কেই প্রভাবিত করে। রোগটি Bacillus anthracis ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। Anthrax প্রধানত পশুর চামড়া, পশুর মাংস বা সংক্রমিত পরিবেশ থেকে মানুষকে সংক্রমিত করে। অন্যদিকে, Malaria হলো পরজীবী দ্বারা সৃষ্ট রোগ, Ringworm হলো ছত্রাকজনিত রোগ, এবং AIDS হলো ভাইরাসজনিত রোগ। তাই প্রদত্ত চারটির মধ্যে শুধুমাত্র Anthrax ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট। দ্রুত শনাক্ত ও চিকিৎসা না করলে এটি গুরুতর সমস্যা তৈরি করতে পারে।
ব্যাকটেরিয়াজনিত রোগ সম্পর্কিত তথ্য:
-
ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়াজনিত রোগ বলা হয়।
-
উল্লেখযোগ্য ব্যাকটেরিয়াজনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।
ভাইরাসজনিত রোগ সম্পর্কিত তথ্য:
-
ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাসজনিত রোগ বলা হয়।
-
উল্লেখযোগ্য ভাইরাসজনিত রোগ: জন্ডিস, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

0
Updated: 1 week ago