BARD- এর প্রতিষ্ঠাতা কে?
A
জনাব আব্দুল হামিদ খান
B
ড. আখতার হামিদ খান
C
জনাব আলতাফ হামিদ খান
D
অধ্যক্ষ আব্দুল লতিফ খান
উত্তরের বিবরণ
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড)-এর প্রতিষ্ঠাতা ছিলেন ড. আখতার হামিদ খান। তিনি ১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লায় পাকিস্তান একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট পরে বার্ড নামে পরিচিত) প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন । ড. খান কুমিল্লা মডেল নামে একটি অংশগ্রহণমূলক পল্লী উন্নয়ন পদ্ধতি উদ্ভাবন করেন, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং প্রশংসিত হয়েছে ।

0
Updated: 1 day ago
চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যম বাহিত রোগ?
Created: 1 day ago
A
পানিবাহিত
B
পতঙ্গবাহিত
C
বায়ুবাহিত
D
রক্তবাহিত
চিকনগুনিয়া একটি পতঙ্গবাহিত রোগ। এটি প্রধানত এডিস জাতীয় মশার মাধ্যমে ছড়ায়, বিশেষ করে Aedes aegypti এবং Aedes albopictus প্রজাতির মাধ্যমে। এই ভাইরাসজনিত রোগে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা এবং অস্থিসন্ধিতে তীব্র ব্যথা হয়ে থাকে।

0
Updated: 1 day ago
বরেন্দ্র বলতে বুঝায় কোনটি?
Created: 1 day ago
A
পূর্ববঙ্গ
B
পশ্চিমবঙ্গ
C
উত্তর বঙ্গ
D
দক্ষিণবঙ্গ
বরেন্দ্র অঞ্চল উত্তর বঙ্গের একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল। এটি বর্তমান বাংলাদেশের রাজশাহী, রংপুর ও ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশে বিস্তৃত। বরেন্দ্র অঞ্চল মাটির উর্বরতা ও কৃষিকাজের জন্য প্রসিদ্ধ। ঐতিহাসিক দিক থেকে এটি বাংলার অন্যতম প্রাচীন অঞ্চল।

0
Updated: 1 day ago
বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Created: 1 day ago
A
রাশিয়া
B
ব্রাজিল
C
লণ্ডন
D
বেলজিয়াম
ওয়াটারলু যুদ্ধ ১৮১৫ সালে সংঘটিত একটি বিখ্যাত যুদ্ধ, যেখানে নেপোলিয়ন বোনাপার্টের বাহিনী ব্রিটিশ ও প্রুশিয়ান জোট বাহিনীর কাছে পরাজিত হয়। এই যুদ্ধক্ষেত্রটি বেলজিয়ামের একটি ছোট শহর ওয়াটারলুতে অবস্থিত।
বিশেষ দ্রষ্টব্যঃ [তৎকালীন সাম্প্রতিক, বর্তমানে গুরুত্বহীন]

0
Updated: 1 day ago