ভারী পানির সংকেত কোনটি?
A
H2O
B
H2SO4
C
NH4
D
D2O
উত্তরের বিবরণ
ভারী পানি হলো এমন একটি পানি যার হাইড্রোজেন পরমাণু সাধারণ হাইড্রোজেন ¹H) নয়, বরং ডিউটেরিয়াম ²H বা D) নামে পরিচিত একটি হেভি আইসোটোপ। এর রাসায়নিক সংকেত D₂O ডিউটেরিয়াম অক্সাইড)। এটি স্বাভাবিক পানির H₂O) তুলনায় অধিক ঘন ও ভিন্ন ভৌত বৈশিষ্ট্যসম্পন্ন। ভারী পানি সাধারণত পারমাণবিক চুল্লিতে নিউট্রন স্লোয়ারের neutron moderator) হিসেবে ব্যবহৃত হয়।

0
Updated: 1 day ago