নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে?
A
ভাত
B
মাছ
C
দুধ
D
ফল
উত্তরের বিবরণ
দুধ-কে আদর্শ খাদ্য Ideal Food) বলা হয়, কারণ এতে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, খনিজ লবণ এবং ভিটামিন—এই পাঁচটি প্রধান পুষ্টি উপাদানই সুষমভাবে বিদ্যমান। এটি সহজে হজমযোগ্য এবং শিশু থেকে বৃদ্ধ—সবার জন্য উপযোগী। বিশেষ করে শিশুদের প্রথম খাদ্য হিসেবে দুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পুষ্টিগুণ ও উপকারিতার দিক থেকে দুধ আদর্শ খাদ্য হিসেবে পরিচিত।

0
Updated: 1 day ago
চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যম বাহিত রোগ?
Created: 1 day ago
A
পানিবাহিত
B
পতঙ্গবাহিত
C
বায়ুবাহিত
D
রক্তবাহিত
চিকনগুনিয়া একটি পতঙ্গবাহিত রোগ। এটি প্রধানত এডিস জাতীয় মশার মাধ্যমে ছড়ায়, বিশেষ করে Aedes aegypti এবং Aedes albopictus প্রজাতির মাধ্যমে। এই ভাইরাসজনিত রোগে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা এবং অস্থিসন্ধিতে তীব্র ব্যথা হয়ে থাকে।

0
Updated: 1 day ago
Iodine-131 is a:
Created: 1 week ago
A
Stable halogen
B
Radioiodine
C
Inert iodine
D
Iodate compound
Iodine-131 হলো একটি Radioiodine, অর্থাৎ এটি তেজস্ক্রিয় আয়োডিন সমজাতীয় পদার্থ। এটি প্রাকৃতিক আয়োডিনের মতো রাসায়নিকভাবে কাজ করে, তবে এর নিউক্লিয়াস অস্থিতিশীল এবং বিটা ও গামা রশ্মি নিঃসরণ করে। মেডিসিনে Iodine-131 প্রধানত থাইরয়েড রোগের নির্ণয় ও চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন হাইপারথাইরয়ডিজম বা থাইরয়েড ক্যান্সার। এটি শরীরে থাইরয়েড গ্রন্থিতে জমা হয় এবং স্থানীয়ভাবে বিকিরণ ছাড়ায় প্রভাবিত কোষ ধ্বংস করে। এজন্য Iodine-131 একটি গুরুত্বপূর্ণ রেডিওনুক্লিয়াইড ও থেরাপিউটিক উপাদান, যা স্বাস্থ্যসেবা ও গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
সঠিক উত্তর: খ) Radioiodine।
তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
-
শরীরের কোন স্থানে ক্ষতিকর ক্যান্সার টিউমার আছে তা তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়।
-
নিরাময়ের জন্য কোবাল্ট-60 থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা হয়।
-
থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি জনিত রোগের চিকিৎসায় Iodine-131 ব্যবহার করা হয়।
-
রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় ফসফরাস-32 এর ফসফেট ব্যবহৃত হয়।
-
দেহের হাড় বৃদ্ধি এবং ব্যাথার স্থান ও কারণ নির্ণয়ের জন্য টেকনেশিয়াম-99 আইসোটোপ ব্যবহার করা হয়।
-
ব্রেইন ক্যান্সার নিরাময়ে ইরিডিয়াম আইসোটোপ ব্যবহৃত হয়।

0
Updated: 1 week ago
পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
Created: 5 days ago
A
স্বর্ণ
B
হীরা
C
সিলভার
D
প্লাটিনাম
প্লাটিনাম স্বর্ণের তুলনায় কম উৎপাদিত হয় বার্ষিক মাত্র ~১৯০ টন), ফলে এর বাজারমূল্য বেশি। এটি রাসায়নিকভাবে স্থিতিশীল, ১৭৭০°C গলনাঙ্কবিশিষ্ট এবং প্রধানত গাড়ির ক্যাটালাইটিক কনভার্টার, চিকিৎসা যন্ত্র ও ইলেকট্রনিকস তৈরিতে ব্যবহৃত হয়।

0
Updated: 5 days ago