করোনারী থ্রম্বসিস অসুখটি-
A
যকৃতের
B
হৃৎপিন্ডের
C
অগ্ন্যাশয়ের
D
কিডনীর
উত্তরের বিবরণ
করোনারী থ্রম্বসিস Coronary Thrombosis) হলো হৃৎপিণ্ডের একটি গুরুতর রোগ, যেখানে হৃৎপিণ্ডের ধমনীতে (coronary artery) রক্ত জমাট বাঁধে থ্রম্বাস), যা রক্তপ্রবাহ বন্ধ করে দেয়। এর ফলে হৃৎপিণ্ডের পেশিতে অক্সিজেনের ঘাটতি হয় এবং হার্ট অ্যাটাক myocardial infarction) হতে পারে। এটি হৃদরোগজনিত মৃত্যুর অন্যতম কারণ।

0
Updated: 1 day ago
বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরষ্কার কোনটি?
Created: 1 day ago
A
শিশু একাডেমি পুরষ্কার
B
স্বাধীনতা দিবস পুরষ্কার
C
বাংলা একাডেমি পুরষ্কার
D
২১শে পদক
বাংলাদেশে সাহিত্যে প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা হলো ২১শে পদক।
এটি ১৯৭৬ সালে প্রবর্তিত হয়।
ভাষা আন্দোলন ও জাতীয় সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ এটি প্রদান করা হয়।
সাহিত্যের পাশাপাশি শিল্প, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা প্রভৃতি ক্ষেত্রেও এই পদক প্রদান করা হয়।

0
Updated: 1 day ago
বরেন্দ্র বলতে বুঝায় কোনটি?
Created: 1 day ago
A
পূর্ববঙ্গ
B
পশ্চিমবঙ্গ
C
উত্তর বঙ্গ
D
দক্ষিণবঙ্গ
বরেন্দ্র অঞ্চল উত্তর বঙ্গের একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল। এটি বর্তমান বাংলাদেশের রাজশাহী, রংপুর ও ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশে বিস্তৃত। বরেন্দ্র অঞ্চল মাটির উর্বরতা ও কৃষিকাজের জন্য প্রসিদ্ধ। ঐতিহাসিক দিক থেকে এটি বাংলার অন্যতম প্রাচীন অঞ্চল।

0
Updated: 1 day ago
বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কোনটি?
Created: 1 day ago
A
কিউবা
B
ফিলিস্তিন
C
ইরান
D
চীন
কিউবা হলো একমাত্র দেশ, যারা আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহার করে। ১৯৬০ সালে, ফিদেল কাস্ত্রোর নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক সরকারের সঙ্গে মতানৈক্যের কারণে কিউবা বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)– উভয় সংস্থা থেকেই সরে আসে। এই পদক্ষেপ ছিল মার্কিন প্রভাবিত আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিউবার স্বাধীন অবস্থান প্রকাশের অংশ। এখনও কিউবা বিশ্বব্যাংকের সদস্য নয়।

0
Updated: 1 day ago