A
Macbeth
B
King Lear
C
Othello
D
Hamlet
উত্তরের বিবরণ
Hamlet – একটি বিখ্যাত ট্র্যাজেডি
লিখেছেন: উইলিয়াম শেকসপিয়ার
-
Hamlet শেকসপিয়ারের লেখা একটি বিশ্ববিখ্যাত ট্র্যাজেডি। এতে আছে একটি বিখ্যাত সংলাপ – "To be, or not to be, that is the question", যা আজও খুব পরিচিত।
-
শেকসপিয়ারের সব ট্র্যাজেডির মধ্যে Hamlet সবচেয়ে বেশি প্রশংসিত। এটি মোট ৫টি অঙ্ক (act) নিয়ে গঠিত এবং লেখা হয়েছিল ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে। প্রথমবার এটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
কাহিনীতে দেখা যায়, Prince Hamlet জার্মানি থেকে নিজ দেশে ফেরে তাঁর বাবার মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে। ফিরে এসে সে জানতে পারে, তার চাচা Claudius, তার মা Gertrude-কে বিয়ে করেছে এবং মূলত এই Claudius-ই তার বাবাকে হত্যা করেছে।
-
এরপর হ্যামলেট তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নানা পরিকল্পনা করতে থাকে। গল্পে একের পর এক নাটকীয় ঘটনা ঘটতে থাকে, আর সেখান থেকেই নাটকের ট্র্যাজেডি রূপ স্পষ্ট হয়।
-
এই নাটকে Claudius-কে মূল খলনায়ক (villain) হিসেবে দেখানো হয়েছে।
-
নাটকের শেষে হ্যামলেট মারা যায়, আর এখানেই এর করুণ সমাপ্তি ঘটে।
Hamlet নাটকের প্রধান চরিত্রগুলো
-
Hamlet – নাটকের নায়ক
-
Ophelia – হ্যামলেটের ভালোবাসার মানুষ
-
Claudius – হ্যামলেটের চাচা ও খলনায়ক
-
Gertrude – হ্যামলেটের মা
-
Horatio – হ্যামলেটের সবচেয়ে কাছের বন্ধু
-
Polonius – Ophelia-র বাবা
-
Laertes – Ophelia-র ভাই
Hamlet নাটকের কিছু বিখ্যাত উক্তি
-
“Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.”
(ধার দিও না, ধার নিও না – কারণ এতে বন্ধু ও টাকা দুইই হারায়।) -
“To be or not to be, that is the question.”
(বাঁচা না মরার মধ্যেই আসল প্রশ্ন।) -
“Frailty, thy name is woman.”
(দুর্বলতার আরেক নাম নারী।) -
“Brevity is the soul of wit.”
(সংক্ষিপ্ততাই বুদ্ধিমত্তার মূল।) -
“Listen to many, speak to a few.”
(অনেককে শোনো, কিন্তু অল্প কিছু বলো।) -
“Though this be madness, yet there is method in't.”
(এটি পাগলামি হলেও এর মধ্যে একটি পরিকল্পনা আছে।) -
“Conscience doth make cowards of us all.”
(অন্তরাত্মার ভয় আমাদের সবাইকে কাপুরুষ বানায়।) -
“There is divinity that shapes our end.”
(ঈশ্বরই আমাদের জীবনের শেষ পরিণতি নির্ধারণ করেন।)
তথ্যসূত্র: Britannica

0
Updated: 3 days ago