'To be or not to be that is the question', -is a famous soliloquy from-
A
Macbeth
B
King Lear
C
Othello
D
Hamlet
উত্তরের বিবরণ
Hamlet – একটি বিখ্যাত ট্র্যাজেডি
লিখেছেন: উইলিয়াম শেকসপিয়ার
-
Hamlet শেকসপিয়ারের লেখা একটি বিশ্ববিখ্যাত ট্র্যাজেডি। এতে আছে একটি বিখ্যাত সংলাপ – "To be, or not to be, that is the question", যা আজও খুব পরিচিত।
-
শেকসপিয়ারের সব ট্র্যাজেডির মধ্যে Hamlet সবচেয়ে বেশি প্রশংসিত। এটি মোট ৫টি অঙ্ক (act) নিয়ে গঠিত এবং লেখা হয়েছিল ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে। প্রথমবার এটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
কাহিনীতে দেখা যায়, Prince Hamlet জার্মানি থেকে নিজ দেশে ফেরে তাঁর বাবার মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে। ফিরে এসে সে জানতে পারে, তার চাচা Claudius, তার মা Gertrude-কে বিয়ে করেছে এবং মূলত এই Claudius-ই তার বাবাকে হত্যা করেছে।
-
এরপর হ্যামলেট তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নানা পরিকল্পনা করতে থাকে। গল্পে একের পর এক নাটকীয় ঘটনা ঘটতে থাকে, আর সেখান থেকেই নাটকের ট্র্যাজেডি রূপ স্পষ্ট হয়।
-
এই নাটকে Claudius-কে মূল খলনায়ক (villain) হিসেবে দেখানো হয়েছে।
-
নাটকের শেষে হ্যামলেট মারা যায়, আর এখানেই এর করুণ সমাপ্তি ঘটে।
Hamlet নাটকের প্রধান চরিত্রগুলো
-
Hamlet – নাটকের নায়ক
-
Ophelia – হ্যামলেটের ভালোবাসার মানুষ
-
Claudius – হ্যামলেটের চাচা ও খলনায়ক
-
Gertrude – হ্যামলেটের মা
-
Horatio – হ্যামলেটের সবচেয়ে কাছের বন্ধু
-
Polonius – Ophelia-র বাবা
-
Laertes – Ophelia-র ভাই
Hamlet নাটকের কিছু বিখ্যাত উক্তি
-
“Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.”
(ধার দিও না, ধার নিও না – কারণ এতে বন্ধু ও টাকা দুইই হারায়।) -
“To be or not to be, that is the question.”
(বাঁচা না মরার মধ্যেই আসল প্রশ্ন।) -
“Frailty, thy name is woman.”
(দুর্বলতার আরেক নাম নারী।) -
“Brevity is the soul of wit.”
(সংক্ষিপ্ততাই বুদ্ধিমত্তার মূল।) -
“Listen to many, speak to a few.”
(অনেককে শোনো, কিন্তু অল্প কিছু বলো।) -
“Though this be madness, yet there is method in't.”
(এটি পাগলামি হলেও এর মধ্যে একটি পরিকল্পনা আছে।) -
“Conscience doth make cowards of us all.”
(অন্তরাত্মার ভয় আমাদের সবাইকে কাপুরুষ বানায়।) -
“There is divinity that shapes our end.”
(ঈশ্বরই আমাদের জীবনের শেষ পরিণতি নির্ধারণ করেন।)
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 month ago
In which of the following plays do we find the famous soliloquy “Tomorrow, and tomorrow, and tomorrow”?
Created: 1 week ago
A
Hamlet
B
Macbeth
C
King Lear
D
Othello
Soliloquy হলো নাটকে চরিত্রের একক বক্তৃতা, যেখানে সে নিজের মনের অবস্থা দর্শকের সামনে প্রকাশ করে। Shakespeare নাটকে Soliloquy বারবার ব্যবহার করেছেন। Macbeth-এর “Tomorrow, and tomorrow, and tomorrow” হলো ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত soliloquy। এখানে Macbeth জীবনের অর্থহীনতা এবং ক্ষণস্থায়ীতা নিয়ে হতাশা প্রকাশ করে। সে বলে জীবন শুধু “walking shadow” বা “a tale told by an idiot”। Hamlet-এর বিখ্যাত soliloquy হলো “To be, or not to be”। King Lear এবং Othello-তেও soliloquy আছে, তবে Macbeth-এর উক্তিটি জীবনের শূন্যতা ও নিরাশার এক শক্তিশালী রূপক। Shakespeare soliloquy ব্যবহার করে চরিত্রের অন্তর্দ্বন্দ্ব উন্মোচন করেন এবং দর্শককে তার মানসিক জগতে নিয়ে যান।

2
Updated: 1 week ago