বরেন্দ্র বলতে বুঝায় কোনটি?
A
পূর্ববঙ্গ
B
পশ্চিমবঙ্গ
C
উত্তর বঙ্গ
D
দক্ষিণবঙ্গ
উত্তরের বিবরণ
বরেন্দ্র অঞ্চল উত্তর বঙ্গের একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল। এটি বর্তমান বাংলাদেশের রাজশাহী, রংপুর ও ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশে বিস্তৃত। বরেন্দ্র অঞ্চল মাটির উর্বরতা ও কৃষিকাজের জন্য প্রসিদ্ধ। ঐতিহাসিক দিক থেকে এটি বাংলার অন্যতম প্রাচীন অঞ্চল।

0
Updated: 1 day ago
২০১৭ সালে আই.সি. সি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 day ago
A
ভারত
B
ইংল্যান্ড
C
অষ্ট্রেলিয়া
D
নিউজিল্যান্
২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতাটি ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত তিনটি ভেন্যুতে—লন্ডনের কেনিংটন ওভাল, বার্মিংহামের এজবাস্টন এবং কার্ডিফের সোফিয়া গার্ডেনসে—আয়োজিত হয়।

0
Updated: 1 day ago
নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে?
Created: 1 day ago
A
ভাত
B
মাছ
C
দুধ
D
ফল
দুধ-কে আদর্শ খাদ্য Ideal Food) বলা হয়, কারণ এতে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, খনিজ লবণ এবং ভিটামিন—এই পাঁচটি প্রধান পুষ্টি উপাদানই সুষমভাবে বিদ্যমান। এটি সহজে হজমযোগ্য এবং শিশু থেকে বৃদ্ধ—সবার জন্য উপযোগী। বিশেষ করে শিশুদের প্রথম খাদ্য হিসেবে দুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পুষ্টিগুণ ও উপকারিতার দিক থেকে দুধ আদর্শ খাদ্য হিসেবে পরিচিত।

0
Updated: 1 day ago
ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি?
Created: 1 day ago
A
CO2
B
SO2
C
CO
D
CFC
ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাস হলো CFC, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। এই গ্যাস বায়ুমণ্ডলে গিয়ে ওজন অণুর সাথে বিক্রিয়া করে ওজন স্তরকে ধ্বংস করে দেয়।

0
Updated: 1 day ago