Which period is known as "The golden age of English literature?
A
The Victorian age
B
The Elizabethan age
C
The Restoration age
D
The Eighteenth Century
উত্তরের বিবরণ
এলিজাবেথীয় যুগকে ইংরেজি সাহিত্যের ‘সোনালি যুগ’ বলা হয়।
ইংরেজি সাহিত্যে Renaissance Period বা পুনর্জাগরণ যুগ শুরু হয় ১৫৫০ সাল থেকে ১৬৬০ সাল পর্যন্ত। এই সময়কালকে শাসকদের নাম অনুযায়ী চারটি ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম যুগটি হলো Elizabethan Age।
এই যুগের নামকরণ করা হয়েছে রানী এলিজাবেথ প্রথম-এর নামে, যিনি ১৫৫৮ সাল থেকে ১৬০৩ সাল পর্যন্ত ইংল্যান্ড শাসন করেন।
এই সময়েই ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেশি উন্নতি হয়। বিশেষ করে নাট্যজগতে এক বিশাল পরিবর্তন আসে। সাহিত্য তখন চার্চ বা ধর্মীয় নিয়ন্ত্রণ থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে স্বাধীনভাবে গড়ে উঠতে থাকে।
এই যুগের আগে সাহিত্য ছিল অনেকটা নিষ্প্রাণ ও অনুৎপাদনশীল। কিন্তু Elizabethan যুগে সাহিত্য নতুন প্রাণ ও গতি পায়। তাই একে বলা হয় The Golden Age of English Literature।
এই সময়ের বিখ্যাত লেখকরা হলেন:
-
Thomas More
-
Thomas Norton
-
Edmund Spenser
-
William Shakespeare
-
Thomas Kyd
-
Nicholas Udall
-
Robert Peele
-
Robert Greene
-
Sir Philip Sidney
-
John Lyly
উৎস: An ABC of English Literature — ড. এম. মোফিজার রহমান

0
Updated: 1 month ago
What task does Prospero assign to Ferdinand to test his love for Miranda?
Created: 1 week ago
A
To build them a new house
B
To solve a series of magical riddles
C
To hunt and kill a dangerous beast
D
To pile up thousands of logs
• ফার্দিনান্দ এবং মিরান্ডা প্রথম দর্শনেই প্রেমে পড়ার পর, প্রসপেরো রেগে যাওয়ার ভান করেন এবং ফার্দিনান্দকে গুপ্তচর হিসেবে অভিযুক্ত করেন। ফার্দিনান্দের চরিত্র এবং তার প্রেমের সততা পরীক্ষা করতে, প্রসপেরো তাকে দাসত্বে বাধ্য করেন এবং ভারী কাঠ বহন ও স্তূপ করার কঠোর ও নিম্নস্তরের কাজ অর্পণ করেন। এটি Act 3, Scene 1-এ দেখা যায়, যেখানে ফার্দিনান্দ একটি কাঠ বহন করছে। এই শ্রমের কষ্টের উদ্দেশ্য হলো প্রমাণ করা যে তার মিরান্ডার প্রতি অনুভূতি প্রকৃত এবং সে তার জন্য কষ্টও সহ্য করতে প্রস্তুত। মিরান্ডা তাকে এই কাজ করতে দেখে দয়া অনুভব করে এবং সাহায্য করার প্রস্তাব দেয়, যা তাদের পারস্পরিক এবং আন্তরিক প্রেমকে আরও প্রকাশ করে।

0
Updated: 1 week ago
Pun is -
Created: 2 days ago
A
A long descriptive passage
B
A type of metaphor
C
A narrative technique
D
A play on words that have similar sounds but different meanings
Pun (Paronomasia) হলো শব্দের চতুর ও মজার ব্যবহার, যেখানে একই শব্দ বা মিলধ্বনিসম্পন্ন শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সাহিত্যে এটি প্রায়শই শব্দখেলা বা রস সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহৃত হয়।
-
সংক্ষেপে বলা যায়: A pun is a play upon words which are similar in sound but different in meaning.
-
এর মাধ্যমে একই শব্দে একাধিক অর্থ প্রকাশ করা হয়, যা কখনও রসাত্মক, কখনও ব্যঙ্গাত্মক প্রভাব সৃষ্টি করে।
-
ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক তাদের রচনা এমনকি রচনার শিরোনামেও Pun ব্যবহার করেছেন।
-
উদাহরণ: Ernest Hemingway-এর বিখ্যাত উপন্যাস A Farewell to Arms–এ Arms শব্দটি দ্ব্যর্থক অর্থে ব্যবহার হয়েছে—
-
একদিকে যুদ্ধ/অস্ত্র বোঝাচ্ছে,
-
অন্যদিকে প্রেমিকার হাত বোঝাচ্ছে।
-
অতএব, Pun হলো সাহিত্যিক অলংকারের একটি বিশেষ রূপ, যা পাঠকের মনে ভাষার সৌন্দর্য ও কৌতুকের ভিন্ন মাত্রা যোগ করে।
Source:

0
Updated: 2 days ago
Choose the Singular Number.
Created: 3 weeks ago
A
People
B
Police
C
Cattle
D
Harry Potter
Singular and Plural Usage:
-
Harry Potter → Singular Number
-
কোনো বইয়ের নাম বা বিশেষ নাম সাধারণত Singular হিসেবে ধরা হয়।
-
-
কিছু শব্দ সবসময় Plural হিসেবে ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
People
-
Police
-
Cattle
-
-
Source: Applied English Grammar and Composition by P. C. Das

0
Updated: 3 weeks ago