Tennyson's ‘In Memoriam' is an elegy on the death of -
A
John Milton
B
John Keats
C
Arthur Henry Hallam
D
Sydney Smith
উত্তরের বিবরণ
"In Memoriam" কবিতাটি লিখেছেন ইংল্যান্ডের বিখ্যাত কবি Alfred Lord Tennyson। এটি একটি Elegy বা শোকগাথা। কবি এই কবিতাটি লিখেছেন তাঁর প্রিয় বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর পর, যিনি ২২ বছর বয়সে হঠাৎ মারা যান। তাঁর মৃত্যুতে তীব্র শোক পেয়ে কবি দীর্ঘ ১৭ বছর ধরে এই কবিতা লেখেন (১৮৩৩-১৮৫০)। এটি ১৮৫০ সালে নাম প্রকাশ না করে প্রকাশিত হয়।
এই কবিতাটিতে মোট ১৩১টি অংশ, একটি Prologue (ভূমিকা) এবং একটি Epilogue (সমাপ্তি) রয়েছে।
এই কবিতায় Tennyson তাঁর বন্ধুর মৃত্যুর পর শোকের বিভিন্ন ধাপ তুলে ধরেছেন। এটি শুধু ব্যক্তিগত শোক নয়, বরং ভিক্টোরিয়ান যুগের মানুষের ধর্মীয় বিশ্বাস ও আধুনিক বিজ্ঞানের (যেমন: বিবর্তন ও ভূতত্ত্ব) মধ্যে দ্বন্দ্ব বোঝাতেও সাহায্য করে।
কবিতার একটি বিখ্যাত লাইন হলো:
"Tis better to have loved and lost
Than never to have loved at all."
(ভালোবেসে হারানো ভালো, না ভালোবাসার চেয়ে।)
Alfred Lord Tennyson (১৮০৯–১৮৯২)
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি, যাঁকে এই যুগের অন্যতম মুখ হিসেবে ধরা হয়।
-
তাঁর কবিতাগুলো সুরেলা ও আবেগপূর্ণ ভাষায় লেখা, এজন্য তাঁকে এক Lyric Poet হিসেবে প্রশংসা করা হয়।
-
১৮৫০ সালে তিনি Poet Laureate (রাষ্ট্রীয় কবি) হিসেবে নিযুক্ত হন।
Alfred Tennyson-এর কিছু বিখ্যাত কবিতা
-
The Charge of the Light Brigade
-
The Lady of Shalott
-
Crossing the Bar
-
In Memoriam A.H.H.
-
The Lotos-Eaters
-
Tithonus
-
Ulysses
-
Break, Break, Break
-
Mariana
-
The Kraken
-
Tears, Idle Tears
-
The Eagle
-
Oenone
-
Locksley Hall
-
Idylls of the King
-
Enoch Arden
-
The Two Voices
-
Godiva
-
The Princess
-
Lady Clara Vere de Vere, ইত্যাদি।
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 3 months ago
"To err is human, to forgive, divine" - Who wrote this line?
Created: 1 month ago
A
William Shakespeare
B
Samuel Johnson
C
John Milton
D
Alexander Pope
উক্তিটির রচয়িতা হলেন Alexander Pope। এটি তাঁর বিখ্যাত কবিতা "An Essay on Criticism" থেকে গৃহীত। কবিতাটি সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে, কারণ এটি শুধু কবিতার শৈলী নয়, বরং সমগ্র Neoclassical যুগের সাহিত্য-চেতনা প্রতিফলিত করে। নিচে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হলো।
-
"An Essay on Criticism" একটি Didactic poem in heroic couplets।
-
এটি ১৭১১ সালে, Pope-এর বয়স যখন মাত্র ২২, তখন anonymously প্রকাশিত হয়।
-
কবিতাটি আংশিকভাবে Horace-এর Ars Poetica দ্বারা অনুপ্রাণিত হলেও, এতে Augustan যুগের লেখকদের ধারণাও প্রতিফলিত হয়েছে।
-
এই রচনায় Pope কাব্যচর্চার নিয়মাবলি তুলে ধরেছেন। এটি Neoclassical যুগের নীতিগুলোর একটি সংকলন, যেখানে যুক্তি, শৈল্পিকতা ও দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশিত।
-
প্রকাশের পর কবিতাটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করে এবং এর ফলে Pope-এর পরিচিতি বাড়ে। বিশেষত, তিনি ঘনিষ্ঠ হন Joseph Addison এবং Richard Steele-এর সঙ্গে, যারা তখন The Spectator প্রকাশ করছিলেন।
-
কবিতার বিখ্যাত উদ্ধৃতি:
-
Fools rush in where angels fear to tread.
-
To err is human; to forgive, divine.
-
An honest man is the noblest work of God.
-
A little learning is a dangerous thing.
-
Amusement is the happiness of those who cannot think.
-
-
Alexander Pope:
-
তিনি ছিলেন The Augustan Age-এর সবচেয়ে খ্যাতনামা কবি।
-
এই যুগকে The Age of the Pope-ও বলা হয়, কারণ তাঁর সাহিত্যকর্ম এই সময়কে বিশেষভাবে প্রভাবিত করেছিল।
-
তিনি একজন Mock Heroic Poet হিসেবেও পরিচিত।
-
-
Pope-এর বিখ্যাত রচনা:
-
The Rape of the Lock (Mock-Heroic poem)
-
Dunciad
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Epistle to the Right Honourable Richard Earl of Burlington
-
Memoirs of Martinus Scriblerus প্রভৃতি।
-
0
Updated: 1 month ago
Choose the correct spelling:
Created: 2 months ago
A
Proceding
B
Proclamation
C
Proffession
D
Protactor
Correct Spelling: Proclamation
• Answer:
-
খ) Proclamation
• Proclamation (Noun)
-
English Meaning: A public or official announcement dealing with a matter of great importance.
-
Bangla Meaning: ঘোষণা-পত্র; ইশতাহার; প্রচার
• Other Options:
-
ক) Proceding → Proceeding — কর্মপন্থা; কাজের ধারা; আচরণ
-
গ) Proffession → Profession — পেশা; জীবিকা (বিশেষত যে জীবিকায় উচ্চমানের শিক্ষাদীক্ষা ও বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন; যেমন আইন, স্থাপত্য, চিকিৎসা)
-
ঘ) Protactor → Protector — রক্ষক; সংরক্ষক; রক্ষাকারী বস্তু বা ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago
Hemingway's "For Whom the Bell Tolls" is -
Created: 2 months ago
A
novel
B
poem
C
play
D
short story
For Whom the Bell Tolls (উপন্যাস)
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯৪০
-
ধরণ: Novel
-
প্রেক্ষাপট: স্পেনের Segovia শহর, Spanish Civil War-এর পটভূমিতে
-
প্রধান চরিত্রসমূহ:
-
Robert Jordan
-
Maria
-
Pablo
-
Pilar
-
✦ Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
পরিচয়: American novelist এবং short-story writer
-
পুরস্কার: ১৯৫৪ সালে The Old Man and the Sea উপন্যাসের জন্য Nobel Prize in Literature
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
For Whom the Bell Tolls
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises
-
Death in the Afternoon
-
উল্লেখ্য: ‘For Whom the Bell Tolls’ নামে একটি কবিতা লিখেছিলেন John Donne, তবে Hemingway-এর কাহিনীটি উপন্যাস।
0
Updated: 2 months ago