G-7-এর একমাত্র এশিয়া দেশ কোনটি?
A
চীন
B
ভারত
C
জাপান
D
বার্মা
উত্তরের বিবরণ
G-7 (Group of Seven) হলো বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশের একটি মঞ্চ। এর সদস্য দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপান। এই তালিকায় একমাত্র এশিয়ার দেশ হিসেবে জাপান রয়েছে। জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং প্রযুক্তি ও শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0
Updated: 1 day ago