Who is the author of 'Man and Superman'?
A
G.B. Shaw
B
Thomas Hardy
C
Ernest Hemingway
D
Charles Dickens
উত্তরের বিবরণ
‘Man and Superman’ নাটক
-
‘Man and Superman’ নাটকটি George Bernard Shaw (জি. বি. শ)’র লেখা।
-
এটি চার অঙ্ক (4 acts) বিশিষ্ট একটি নাটক, যা ১৯০৩ সালে প্রকাশিত হয়।
-
এই নাটকে লেখক দেখাতে চেয়েছেন, পুরুষ হচ্ছে সৃষ্টিশীল আত্মার প্রতীক এবং নারী হচ্ছে মানবজাতির বংশধারার ধারক।
-
নাটকটিতে “Life Force” (জীবন শক্তি) ধারণা তুলে ধরা হয়েছে এবং নারী-পুরুষের সম্পর্ককে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
John Tanner
-
Hector Malone
-
Ann Whitefield
-
Mendoza
-
Roebuck Ramsden
-
Octavius Robinson
-
Violet Robinson
-
Susan Ramsden
George Bernard Shaw (১৮৫৬-১৯৫০)
-
তিনি একজন আইরিশ নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
-
তাকে আধুনিক ইংরেজি নাটকের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে ধরা হয়।
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।
জি. বি. শ’র বিখ্যাত কিছু নাটক
-
Pygmalion
-
Mrs. Warren’s Profession
-
Arms and the Man
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman
-
The Doctor’s Dilemma
-
St. Joan of Arc
তথ্যসূত্র: An ABC of English Literature – ড. এম. মোফিজার রহমান

0
Updated: 1 month ago
The play 'The Birthday Party' is written by-
Created: 1 week ago
A
Samel Beckett
B
Henry Livings
C
Harold Pinter
D
Arthur Miller
‘The Birthday Party’ নাটক
-
লেখক: Harold Pinter
-
ধরন: Comedy of Menace (হাস্যরস ও হুমকির মিশ্রণ)
-
উল্লেখযোগ্যতা: ‘The Birthday Party’ হলো Harold Pinter-এর প্রথম full-length নাটক, যা তাঁকে সাহিত্য জগতে তাঁর trademark ‘comedy of menace’-এর জন্য পরিচিতি দেয়।
কাহিনী সংক্ষেপ:
-
নাটকের কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি একজন ব্যক্তি, যে একটি সস্তা ও অপরিচ্ছন্ন বাড়িতে ভাড়া থাকে।
-
সে সারাক্ষণ উদ্বিগ্ন ও আতঙ্কিত থাকে এবং বিশ্বাস করে যে Goldberg এবং McCann নামে দুই ব্যক্তি তার ক্ষতি করতে চায়।
-
বাড়িওয়ালা মহিলা তার জন্য একটি জন্মদিনের পার্টি আয়োজন করে।
-
পুরো নাটক জুড়ে স্ট্যানলির মানসিক অবস্থা, ভয় ও বিভ্রান্তির বিষয়বস্তু প্রধান।
লেখকের পরিচিতি:
-
Harold Pinter একজন ইংরেজ নাট্যকার, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের অন্যতম জটিল ও চ্যালেঞ্জিং নাট্যকার হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
Harold Pinter-এর উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
The Birthday Party
-
The Caretaker
-
The Dumb Waiter
-
The Homecoming
-
The Room
-
Moonlight
তুলনামূলক নাটকসমূহ:
-
T.S. Eliot — The Cocktail Party
-
K. Mansfield — The Garden Party
-
Harold Pinter — The Birthday Party
সূত্র: Britannica, Live MCQ Lecture

0
Updated: 1 week ago
The Taming of the Shrew is famous _______ written by ________.
Created: 1 month ago
A
comedy, Edmund Spenser
B
tragedy, Edmund Spenser
C
comedy, Shakespeare
D
tragedy, Shakespeare
"The Taming of the Shrew" হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি কমেডি নাটক।
• The Taming of the Shrew
- এটি 5 acts বিশিষ্ট একটি কমেডি।
- 1590-94 সালে কোনো এক সময়ে লেখা এবং 1623 সালে 'First Folio' তে প্রথম মুদ্রিত হয়েছিল।
- এই Comedy টি Shrewish Katharina এবং the Canny Petruchio এর মধ্যকার volatile courtship এর বর্ণনা দেয় যে কিনা determined to subdue Katharina’s legendary temper and win her dowry.
• Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' এবং Swan of Avon বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.

0
Updated: 1 month ago
“Shylock” is a character in the play-
Created: 1 month ago
A
Twelfth Night
B
The Merchant of Venice
C
Romeo and Juliet
D
Measure for Measure
“Shylock” is a character in the play - The Merchant of Venice.
• 'The Merchant of Venice' is a tragi-comedy by William Shakespeare.
- It is a play about a Jew অর্থাৎ এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত।
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
- এটি একটি five acts বিশিষ্ট tragy-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।
• এই Tragicomedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.
• Some important quotes of The Merchant of Venice:
- All that glisters is not gold
- The devil can cite Scripture for his purpose.
- It is a wise father that knows his own child.
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.
Source: Britannica.

0
Updated: 1 month ago