'বীরবল' কোন লেখকের ছদ্মনাম?
A
আবু ইসহাক
B
সুনীল গঙ্গোপাধ্যায়
C
প্রমথনাথ বিশী
D
প্রমথ চৌধুরী
উত্তরের বিবরণ
● প্রমথ চৌধুরী
-
প্রমথ চৌধুরী বাংলা ভাষার সাধু আর চলিত রীতির মধ্যে পার্থক্য নিয়ে গবেষণা করেছিলেন।
-
তিনিই বাংলা গদ্যে চলিত ভাষার প্রচলন শুরু করেন এবং বিদ্রূপধর্মী প্রবন্ধ লেখার জন্য পরিচিত।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘বীরবল’।
-
‘বীরবলের হালখাতা’ নামে তাঁর একটি বিখ্যাত প্রবন্ধ ১৯০২ সালে ভারতী পত্রিকায় ছাপা হয়েছিল।
-
এই প্রবন্ধেই তিনি প্রথম চলিত ভাষার ব্যবহার করেন।
-
তিনি বাংলা কবিতায় ইতালীয় সনেটের রীতিও প্রথম চালু করেন।
● প্রমথ চৌধুরীর প্রবন্ধগ্রন্থগুলো
-
নানা কথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
প্রবন্ধ সংগ্রহ
-
বীরবলের হালখাতা
-
তেল-নুন-লকড়ি
● তাঁর লেখা গল্পগ্রন্থ
-
চার ইয়ারী কথা
-
নীল্লোহিত
-
আহুতি
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত ছদ্মনাম নয় কোনটি?
Created: 3 weeks ago
A
ষষ্ঠীচরণ দেবশর্মা
B
অকপটচন্দ্র ভাস্কর
C
শ্রীমতি শর্মণঃ
D
শ্রীমতি মধ্যমা
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামসমূহ:
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনায় মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। এগুলো হলো—
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূণ্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মা
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি কনিষ্ঠা
-
শ্রীমতি মধ্যমা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 3 weeks ago
কায়কোবাদের প্রকৃত নাম কী?
Created: 1 month ago
A
কাজেম আল কোরেশী
B
আবু নাসের কায়কোবাদ
C
কায়কোবাদ ইসলাম
D
আবুল হোসেন কায়কোবাদ
কায়কোবাদের প্রকৃত নাম হলো:
ঘ) আবুল হোসেন কায়কোবাদ ✅
তিনি বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য মুসলিম কবি ছিলেন।

0
Updated: 1 month ago
'কাব্যভূষণ' কোন কবির উপাধি?
Created: 1 month ago
A
মুকুন্দরাম চক্রবর্তী
B
ভারতচন্দ্র
C
বিদ্যাপতি
D
কায়কোবাদ
কাজেম আল কোরায়েশী / কায়কোবাদ
-
উপাধি: কাব্যভূষণ
-
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন।
-
প্রকৃত নাম: মোহাম্মদ কাজেম আল কোরেশী
-
সাহিত্যিক ছদ্মনাম: কায়কোবাদ
-
বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা।
-
মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়।
-
নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কবি কায়কোবাদকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করা হয়।
অন্য কবিদের উপাধি:
-
মধ্যযুগের কবি বিদ্যাপতি – ‘কবিকন্ঠহার’
-
ভারতেন্দ্র – ‘রায়গুণাকর’
-
মুকুন্দরাম চক্রবর্তী – ‘কবিকঙ্কন’
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago