SALT (Sloping Agricultural Land Technology) পদ্ধতির মূলনীতি কোনটি?
A
ঢাল বরাবর গাছ ও নালা ব্যবহার করে জলের প্রবাহ নিয়ন্ত্রণ
B
ঢাল বরাবর নালা কাটা
C
ঢাল বরাবর গাছ লাগানো
D
ঢাল বরাবর বাঁধ তৈরী করা
উত্তরের বিবরণ
SALT পদ্ধতি (Sloping Agricultural Land Technology) হলো ফিলিপাইনে উদ্ভাবিত একটি অ্যাগ্রোফরেস্ট্রি বা কৃষিবনবিদ্যা মডেল, যা বিশেষভাবে পাহাড়ি ও ঢালু জমিতে মৃত্তিকা সংরক্ষণ এবং টেকসই কৃষি নিশ্চিত করতে ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে মাটিক্ষয় রোধের পাশাপাশি কৃষি ও বৃক্ষ উভয়কেই সমন্বিতভাবে উৎপাদন ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়।
SALT পদ্ধতির ধাপগুলো সংক্ষেপে:
-
একটি A-frame তৈরি করা।
-
Contour line বা ঢাল বরাবর রেখা চিহ্নিত করা, যেখানে হেজ রো (hedgerow) লাগানো হবে।
-
ঐ contour line বরাবর জমি প্রস্তুত করা।
-
বীজ বপন বা চারা রোপণ করা contour line বরাবর।
-
প্রতিটি বিকল্প আলিতে (alley বা strip) জমি প্রস্তুত করা।
-
প্রতি তৃতীয় strip-এ স্থায়ী ফসল রোপণ করা।
-
প্রতি তৃতীয় strip-এর মাঝের দুটি সারিতে দ্রুত ফসলযোগ্য ফসল রোপণ করা।
-
নিয়মিত hedgerow ছাঁটাই (trimming) করা।
-
ফসল পর্যায়ক্রম (crop rotation) চর্চা করা।
-
শেষে সবুজ টেরেস (green terraces) রক্ষণাবেক্ষণ করা, যাতে মাটিক্ষয় রোধ হয় ও উৎপাদন স্থিতিশীল থাকে।

0
Updated: 1 day ago