সেঁচের পানির উচ্চ লবনাক্ততা (Salinity) কোন ধরনের সমস্যা সৃষ্টি করে?
A
মাটির উর্বরতা হ্রাস করে
B
রোগের প্রকোপ বৃদ্ধি করে
C
ফসলের পানি শোষণ বাঁধাগ্রস্থ করে
D
আগাছার প্রকোপ বৃদ্ধি পায়
উত্তরের বিবরণ
সেচের পানিতে উচ্চ লবণাক্ততা থাকলে ফসলের শিকড় পানি শোষণে বাধার সম্মুখীন হয়, যাকে অসমোটিক স্ট্রেস (Osmotic Stress) বলা হয়। এটি লবণাক্ততার কারণে ফসলের ফলন কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ।
তথ্যগুলো সংক্ষেপে:
-
লবণাক্ত মাটিতে দ্রবণে লবণের পরিমাণ বেড়ে যায়, ফলে শিকড়ের চারপাশে পানির ঘনত্বের ভারসাম্য নষ্ট হয়।
-
অভিস্রবণের ফলে শিকড়ের কোষ থেকে পানি বাইরে চলে যেতে চায়, ফলে উদ্ভিদ পর্যাপ্ত পানি শোষণ করতে পারে না।
-
বাইরের পরিবেশে পানি থাকলেও, গাছটি প্রকৃতপক্ষে জলের অভাবে (Physiological Drought) ভোগে।
-
এই অবস্থাকে বলা হয় “খরা-সদৃশ পরিস্থিতি”, যেখানে গাছটি খরার মতোই কষ্ট পায় যদিও চারপাশে পানি উপস্থিত থাকে।

0
Updated: 1 day ago