বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
A
ময়মনসিংহ
B
ঢাকা
C
ফরিদপুর
D
খুলনা
উত্তরের বিবরণ
বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে অবস্থিত। এটি দেশের মৎস্য চাষ ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণা, প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে।

0
Updated: 1 day ago
চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যম বাহিত রোগ?
Created: 1 day ago
A
পানিবাহিত
B
পতঙ্গবাহিত
C
বায়ুবাহিত
D
রক্তবাহিত
চিকনগুনিয়া একটি পতঙ্গবাহিত রোগ। এটি প্রধানত এডিস জাতীয় মশার মাধ্যমে ছড়ায়, বিশেষ করে Aedes aegypti এবং Aedes albopictus প্রজাতির মাধ্যমে। এই ভাইরাসজনিত রোগে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা এবং অস্থিসন্ধিতে তীব্র ব্যথা হয়ে থাকে।

0
Updated: 1 day ago
বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
Created: 1 day ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
সৌদি আরব
D
ইরা
বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে বর্তমানে যুক্তরাষ্ট্র শীর্ষস্থান অধিকার করছে। যুক্তরাষ্ট্রে শেল অয়েলের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় এটি বিশ্বে তেলের প্রধান উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। সৌদি আরব ও রাশিয়াও বৃহৎ তেল উৎপাদনকারী দেশ হলেও, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের উৎপাদন ক্ষমতা এগিয়ে গেছে।

0
Updated: 1 day ago
করোনারী থ্রম্বসিস অসুখটি-
Created: 1 day ago
A
যকৃতের
B
হৃৎপিন্ডের
C
অগ্ন্যাশয়ের
D
কিডনীর
করোনারী থ্রম্বসিস Coronary Thrombosis) হলো হৃৎপিণ্ডের একটি গুরুতর রোগ, যেখানে হৃৎপিণ্ডের ধমনীতে (coronary artery) রক্ত জমাট বাঁধে থ্রম্বাস), যা রক্তপ্রবাহ বন্ধ করে দেয়। এর ফলে হৃৎপিণ্ডের পেশিতে অক্সিজেনের ঘাটতি হয় এবং হার্ট অ্যাটাক myocardial infarction) হতে পারে। এটি হৃদরোগজনিত মৃত্যুর অন্যতম কারণ।

0
Updated: 1 day ago