Who is the author of 'Man and Superman'?
A
G.B. Shaw
B
Thomas Hardy
C
Ernest Hemingway
D
Charles Dickens
উত্তরের বিবরণ
‘Man and Superman’ নাটক
-
‘Man and Superman’ নাটকটি George Bernard Shaw (জি. বি. শ)’র লেখা।
-
এটি চার অঙ্ক (4 acts) বিশিষ্ট একটি নাটক, যা ১৯০৩ সালে প্রকাশিত হয়।
-
এই নাটকে লেখক দেখাতে চেয়েছেন, পুরুষ হচ্ছে সৃষ্টিশীল আত্মার প্রতীক এবং নারী হচ্ছে মানবজাতির বংশধারার ধারক।
-
নাটকটিতে “Life Force” (জীবন শক্তি) ধারণা তুলে ধরা হয়েছে এবং নারী-পুরুষের সম্পর্ককে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
John Tanner
-
Hector Malone
-
Ann Whitefield
-
Mendoza
-
Roebuck Ramsden
-
Octavius Robinson
-
Violet Robinson
-
Susan Ramsden
George Bernard Shaw (১৮৫৬-১৯৫০)
-
তিনি একজন আইরিশ নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
-
তাকে আধুনিক ইংরেজি নাটকের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে ধরা হয়।
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।
জি. বি. শ’র বিখ্যাত কিছু নাটক
-
Pygmalion
-
Mrs. Warren’s Profession
-
Arms and the Man
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman
-
The Doctor’s Dilemma
-
St. Joan of Arc
তথ্যসূত্র: An ABC of English Literature – ড. এম. মোফিজার রহমান
0
Updated: 3 months ago
The play "Englishmen for My Money" was written by-
Created: 2 weeks ago
A
Christopher Marlowe
B
Thomas Kyd
C
William Haughton
D
Ben Jonson
এই নাটকটি এলিজাবেথীয় যুগের অন্যতম গুরুত্বপূর্ণ কমেডি হিসেবে বিবেচিত। William Haughton তার “Englishmen For My Money: Or A Woman Will Have Her Will” নাটকের মাধ্যমে শুধু হাস্যরসই সৃষ্টি করেননি, বরং সমাজের রীতিনীতি ও নারী-পুরুষ সম্পর্কের ক্ষমতার ভারসাম্য নিয়েও গভীরভাবে আলোচনার সুযোগ সৃষ্টি করেছেন। এটি পরবর্তীকালে “city comedy” ধারার সূচনা ঘটায়, যা ইংরেজি নাট্য সাহিত্যে এক নতুন ধারা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
মূল ব্যাখ্যা:
-
“Englishmen For My Money” (1598) ছিল William Haughton রচিত একটি Elizabethan comedy, যেখানে সামাজিক শ্রেণি, প্রেম, ও নারীর স্বাধীন সিদ্ধান্তগ্রহণের বিষয়গুলো হালকা হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়।
-
এই নাটকটি ইংরেজি সাহিত্যে প্রথম City Comedy হিসেবে স্বীকৃত, যা পরবর্তীতে Thomas Dekker, Thomas Middleton, এবং Ben Jonson-এর মতো নাট্যকারদের দ্বারা আরও বিকশিত হয়।
-
গল্পের কেন্দ্রীয় চরিত্র মিসেস ফ্লাওয়ারডেল এক ধনী বিধবা, যিনি তিনজন পুরুষের ভালোবাসা ও লোভের মধ্যে নিজের ইচ্ছা ও স্বাধীনতাকে প্রাধান্য দেন। তার এই অবস্থান নারী চরিত্রের আত্মনির্ভরতা ও সেই সময়ের সামাজিক রীতির প্রতি এক সূক্ষ্ম ব্যঙ্গ তৈরি করে।
-
নাটকের সংলাপগুলোতে বুদ্ধিদীপ্ত রসবোধ এবং সামাজিক ব্যঙ্গ মিলিত হয়েছে, যা এলিজাবেথীয় সমাজের নাগরিক জীবনের প্রতিফলন ঘটায়।
-
William Haughton (১৫৭৫–১৬০৫) Admiral’s Men নাট্যদলের সঙ্গে যুক্ত থেকে একাধিক নাটক রচনা করেছিলেন এবং Henry Chettle ও Thomas Dekker-এর মতো লেখকদের সঙ্গে সহ-রচনায় অংশ নিয়েছিলেন।
-
তার অন্যান্য পরিচিত রচনা হলো The Devil and His Dame এবং The English Moor। তবে Englishmen For My Money তাঁকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়, কারণ এটিই ইংরেজি নাটকে “urban satire” এবং “city life” থিমের সূচনা ঘটিয়েছিল।
0
Updated: 2 weeks ago
“Shylock” is a character in the play-
Created: 2 months ago
A
Twelfth Night
B
The Merchant of Venice
C
Romeo and Juliet
D
Measure for Measure
“Shylock” is a character in the play - The Merchant of Venice.
• 'The Merchant of Venice' is a tragi-comedy by William Shakespeare.
- It is a play about a Jew অর্থাৎ এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত।
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
- এটি একটি five acts বিশিষ্ট tragy-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।
• এই Tragicomedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.
• Some important quotes of The Merchant of Venice:
- All that glisters is not gold
- The devil can cite Scripture for his purpose.
- It is a wise father that knows his own child.
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.
Source: Britannica.
1
Updated: 2 months ago
The Taming of the Shrew is famous _______ written by ________.
Created: 2 months ago
A
comedy, Edmund Spenser
B
tragedy, Edmund Spenser
C
comedy, Shakespeare
D
tragedy, Shakespeare
"The Taming of the Shrew" হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি কমেডি নাটক।
• The Taming of the Shrew
- এটি 5 acts বিশিষ্ট একটি কমেডি।
- 1590-94 সালে কোনো এক সময়ে লেখা এবং 1623 সালে 'First Folio' তে প্রথম মুদ্রিত হয়েছিল।
- এই Comedy টি Shrewish Katharina এবং the Canny Petruchio এর মধ্যকার volatile courtship এর বর্ণনা দেয় যে কিনা determined to subdue Katharina’s legendary temper and win her dowry.
• Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' এবং Swan of Avon বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
0
Updated: 2 months ago