যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কিরূপ?
A
রাষ্ট্রপতি শাসিত
B
সাংবিধানিক রাজতন্ত্র
C
সংসদীয় সরকার
D
রাজতন্ত্র
উত্তরের বিবরণ
যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত। এখানে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন এবং তিনি রাষ্ট্র ও সরকারের প্রধান। নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগ একে অপরের থেকে স্বাধীনভাবে পরিচালিত হয়। সরকার ব্যবস্থা সংসদীয় নয়, সংসদ ও রাষ্ট্রপতি পরস্পরের উপর নির্ভরশীল নন।

0
Updated: 1 day ago
Who was the proponent of the United States' "Strategic Defense Initiative"?
Created: 1 month ago
A
Lyndon B. Johnson
B
Ronald Reagan
C
John F. Kennedy
D
Henry Kissinger
- "Strategic Defense Initiative" (এসডিআই), এটি সাধারণত "স্টার ওয়ারস বা তারকা যুদ্ধ" নামে পরিচিত।
- এর প্রবক্তা ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান।
যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- আকারের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হলো আলাস্কা, আর জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হলো ক্যালিফোর্নিয়া।
- যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে,
- এটি ‘স্বাধীনতা দিবস’ হিসেবে জাতীয়ভাবে উদযাপিত হয়।
- দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি স্বাধীনতার পর নেতৃত্ব দেন নবগঠিত রাষ্ট্রকে।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আব্রাহাম লিংকন, তিনি ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করেন।

0
Updated: 1 month ago
কোন দুইটি দেশের মাঝে বিশ্বের দীর্ঘতম সীমান্ত অবস্থিত?
Created: 1 month ago
A
আর্জেন্টিনা-চিলি
B
চীন-রাশিয়া
C
যুক্তরাষ্ট্র-কানাডা
D
রাশিয়া-কাজাখস্তান
বিশ্বের দীর্ঘতম সীমান্ত
-
যুক্তরাষ্ট্র ও কানাডা: বিশ্বের দীর্ঘতম সীমান্ত, প্রায় ৮,৮৯৩ কিলোমিটার দীর্ঘ।
অন্যান্য উল্লেখযোগ্য দীর্ঘ সীমান্তরেখা:
-
রাশিয়া-কাজাখস্তান: বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত।
-
আর্জেন্টিনা-চিলি: বিশ্বের তৃতীয় দীর্ঘতম সীমান্ত।
-
চীন-রাশিয়া: বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম সীমান্ত।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।

0
Updated: 1 month ago
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি?
Created: 1 month ago
A
৪৯টি
B
৫০টি
C
৫১টি
D
৫২টি
মার্কিন যুক্তরাষ্ট্র:
-
স্বাধীনতা লাভ: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে
-
জাতীয় দিবস: ৪ জুলাই
-
অঙ্গরাজ্য: ৫০টি
-
সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই
-
পতাকায় তারকা সংখ্যা: ৫০টি
আইনসভা:
-
কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)
-
নিম্নকক্ষ: হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
-
উচ্চকক্ষ: সিনেট
-
রাষ্ট্রপতি:
-
বর্তমান প্রেসিডেন্ট (আগস্ট ২০২৫): ডোনাল্ড ট্রাম্প (৪৭তম)
-
প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন
-
যিনি কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি: জর্জ ওয়াশিংটন
ঐতিহাসিক তথ্য:
-
স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছে ফ্রান্স
-
ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট: আব্রাহাম লিংকন (১৬তম প্রেসিডেন্ট)
-
ক্রীতদাস প্রথা বিলোপের সাল: ১৮৬৩
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago