উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে জড়িত?
A
IMF
B
WTO
C
NATO
D
OIC
উত্তরের বিবরণ
উরুগুয়ে রাউন্ড হলো একটি আন্তর্জাতিক বাণিজ্য আলোচনার পর্ব, যা গ্যাটের আওতায় অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ১৯৯৫ সালে WTO (বিশ্ব বাণিজ্য সংস্থা)-এর সৃষ্টি হয়। তাই উরুগুয়ে রাউন্ড WTO-র সাথে সংশ্লিষ্ট।

0
Updated: 1 day ago
জাপানের পার্লামেন্টের নাম-
Created: 5 months ago
A
ডায়েট
B
পিনসাস
C
নেসেট
D
শুরা
জাপানের আইনসভার নাম ডায়েট।
জাপান:
- জাপানের পূর্বনাম নিপ্পন।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
- জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও।
- জাপানের আইনসভার নাম ডায়েট।
- জাপানের প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনসু।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- পতাকায় সাদা পটভূমির উপর মাঝে লাল চাকতি (উদীয়মান সূর্যের প্রতিনিধিত্বকারী) পতাকার প্রধান বৈশিষ্ট্য।
⇒বিভিন্ন দেশের আইনসভা:
- জাতীয় সংসদ: বাংলাদেশের আইনসভা।
- সংসদ: ভারতের আইনসভা।
- সোংডু: ভুটানের আইনসভা।
- কংগ্রেস: যুক্তরাষ্ট্রের আইনসভা।
- পার্লামেন্ট: যুক্তরাজ্যের আইনসভা।
- ডেল আয়ারম্যান বা ওয়ারেখটাস: আয়ারল্যান্ডের আইনসভা।
- চেম্বার অব ডেপুটিজ: গ্রিসের আইনসভা।
- পিথু ইটার্ড: মায়ানমারের আইনসভা।
- মজলিশ: ইরানের আইনসভা।
- লয়াজিরগা: আফগানিস্তানের আইনসভা।
- মজলিস-ই-শূরা: পাকিস্তানের আইনসভা।
- নেসেট: ইসরায়েলের আইনসভা।
- ফেডারেল অ্যাসেম্বলি (স্টেট ডুমা): রাশিয়ার আইনসভা।
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
- স্টারটিং: নরওয়ের আইনসভা।
- রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা।
- এডুসকুন্ডা: ফিনল্যান্ডের আইনসভা।
- সাবোর: ক্রোয়েশিয়ার আইনসভা।
উৎস: i) WorldAtlas.
ii) Central Intelligence Agency (.gov).

0
Updated: 5 months ago
গ্রিনপিস কী?
Created: 5 months ago
A
জাতীয়তাবাদী সংগঠন
B
রাজনৈতিক সংগঠন
C
মানবতাবাদী সংগঠন
D
পরিবেশবাদী সংগঠন
১৯৭১ সালে পরিবেশবাদী কর্মীদের দ্বারা কানাডায় ‘গ্রিনপিস’ প্রতিষ্ঠিত হয়। এটি একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। এর মূল উদ্দেশ্য পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা করা এবং প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করা। গ্রিনপিস পৃথিবীর বন সংরক্ষণ, গ্লোবাল ওয়ার্মিং, অতিরিক্ত মাছ ধরা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যুদ্ধবিরোধী বাণিজ্যিক তিমি শিকার এবং পারমাণবিক শক্তির বিরুদ্ধে প্রচারণা চালায়। গ্রিনপিস ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫৫টি দেশজুড়ে ২৬টি স্বাধীন জাতীয়/আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে একটি বৈশ্বিক নেটওয়ার্ক গঠন করেছে।
উৎস: Greenpeace, উইকিপিডিয়া।

0
Updated: 5 months ago
সাউথ কমিশনের চেয়ারম্যন-
Created: 5 months ago
A
জেনারেল সুহার্তো
B
রবার্ট মুগাবে
C
জুলিয়াস নায়ারে
D
ফিডেল ক্যাস্ট্রো
এটি তৎকালীন প্রশ্ন যা পরিবর্তনশীল।
❖ ‘সাউথ কমিশন’ ছিল উন্নয়নশীল দেশগুলোর অগ্রযাত্রা ও স্বার্থরক্ষায় গঠিত একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এর প্রথম চেয়ারম্যান ছিলেন তাঞ্জানিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট জুলিয়াস নায়ারে। এই কমিশনের কার্যক্রম পরবর্তীতে একটি স্থায়ী কাঠামোতে রূপান্তরিত হয় — যার নাম ‘সাউথ সেন্টার’।
সাউথ সেন্টার: একটি আন্তঃসরকারি প্রতিষ্ঠান
-
‘সাউথ সেন্টার’ হলো উন্নয়নশীল দেশগুলোর একটি আন্তঃসরকারি সংস্থা, যা ঐক্যবদ্ধভাবে তাদের নীতিগত স্বার্থ ও উন্নয়নচিন্তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য প্রতিষ্ঠিত হয়।
-
এটি ৩১ জুলাই, ১৯৯৫ সালে একটি আন্তঃসরকারি চুক্তির ভিত্তিতে গঠিত হয়।
-
এর সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে।
-
বর্তমানে এর সদস্যসংখ্যা ৫৫টি দেশ।
-
বর্তমান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডাঃ কার্লোস।
📚 তথ্যসূত্র: South Centre-এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 5 months ago