"For God’s sake, hold your tongue and let me love” occurs in a novel by -
A
Jane Austin
B
Syed Waliullah
C
Somerset Maugham
D
Rabindranath Tagore
উত্তরের বিবরণ
‘‘দোহাই তোদের, একটুকু চুপ কর্।
ভালোবাসিবারে দে আমারে অবসর।’’
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর উপন্যাস ‘শেষের কবিতা’-তে এই লাইন দুটি ব্যবহার করেছেন।
-
উপন্যাসে চরিত্র অমিত, লাবণ্যকে এই কথাগুলো বলে।
-
এই লাইনটি মূলত অনুপ্রাণিত John Donne-এর বিখ্যাত কবিতা The Canonization থেকে।
-
সেখানে কবিতার প্রথম লাইনে বলা হয়েছে:
“For God’s sake hold your tongue, and let me love.”
(অর্থাৎ, “ঈশ্বরের দোহাই, চুপ করো — আমাকে ভালোবাসতে দাও।”)
• The Canonization কবিতা
-
John Donne এই কবিতাটি লেখেন প্রায় ১৫৯০ সালে, আর এটি প্রকাশিত হয় ১৬৩৩ সালে।
-
এটি তাঁর Songs and Sonnets সংকলনের অন্তর্ভুক্ত।
-
কবিতাটিতে প্রেমকে ধর্মীয় রূপ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে — যেন প্রেম একটা পবিত্র সাধনা।
কবিতার কিছু বিখ্যাত লাইন
-
“For God's sake hold your tongue, and let me love”
-
“As well a well-wrought urn becomes
The greatest ashes, as half-acre tombs.”
John Donne
-
John Donne (১৫৭২–১৬৩১) ছিলেন ইংরেজ রেনেসাঁস যুগের একজন বিখ্যাত কবি।
-
তাঁকে Metaphysical poetry-এর জনক বলা হয়।
তিনি গভীর ভাবসম্পন্ন, যুক্তিনির্ভর ও আধ্যাত্মিক কবিতা লিখতেন। -
এজন্য তিনি পরিচিত "Father of Metaphysical Poetry" এবং "Poet of Love and Religion" নামে।
-
রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর কবিতায় প্রভাবিত হয়েছিলেন।
John Donne-এর বিখ্যাত কবিতাগুলো
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning
তথ্যসূত্র: Encyclopedia Britannica

0
Updated: 1 month ago
Wuthering Heights is a ______ by Emily Bronte.
Created: 3 weeks ago
A
satire
B
poem
C
short story
D
novel
Wuthering Heights
Novelist: Emily Brontë
-
Wuthering Heights উপন্যাসটি লেখা হয়েছে Emily Brontë দ্বারা।
-
প্রকাশকাল: ১৮৪৭ সালে।
-
লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাস।
Summary
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম বালক।
-
Heathcliff অন্যের আশ্রয়ে বেড়ে ওঠে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সাথে প্রেমে পড়েন।
-
Catherine অন্যের সঙ্গে বিয়ে করলে Heathcliff হারানো এবং ক্ষোভপূর্ণ হয়ে ফিরে আসে।
-
ফিরে আসার পর Heathcliff ধন সম্পদ অর্জন করে এবং Wuthering Heights ক্রয় করে।
-
সে Catherine-এর পরিবার এবং প্রাক্তন প্রেমিকদের প্রতি প্রতিশোধ নেয়।
-
পরবর্তীতে Catherine মারা যায়, তার ভাই Hindley ও মারা যায়।
-
কাহিনী প্রজন্মের মাধ্যমে এগিয়ে যায়, এবং Heathcliff-এর সন্তানও শেষ পর্যায়ে গল্পে যুক্ত হয়।
Main Characters
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (central character)
-
Lockwood
Emily Brontë (1818–1848)
-
Charlotte Brontë-এর ছোট বোন।
-
Wuthering Heights তার একমাত্র উপন্যাস, যা মূলত তার পরিচয় স্থাপন করে।
-
মাত্র ৩০ বছর বয়সে মারা যান।
Notable Works
-
Wuthering Heights
-
Poems by Currer, Ellis, and Acton Bell
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 3 weeks ago
Lord of the Flies is a/an -
Created: 1 week ago
A
play
B
novel
C
poem
D
short story
Lord of the Flies
-
লেখক: William Gerald Golding
-
প্রকাশ: 1954 (লেখকের প্রথম উপন্যাস)
-
মূল বিষয়: মানব প্রকৃতির অন্ধকার দিক, নীতি-নৈতিকতার পতন, বিশৃঙ্খলার মধ্যে বুদ্ধি ও যুক্তির গুরুত্ব
-
কাহিনী:
-
পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় ব্রিটিশ কিশোরদের একটি দ্বীপে পাঠানো হয়
-
প্লেন দুর্ঘটনায় প্রাপ্তবয়স্করা মারা যায়
-
শিশুদের মধ্যে ভয়, নিষ্ঠুরতা ও বর্বরতা জন্ম নেয়
-
ভাল-মন্দের দ্বন্দ্ব ও মানবতার লুকানো বর্বরতা প্রকাশিত হয়
-
-
এই উপন্যাস 1983 সালে লেখকের নোবেল পুরস্কার অর্জনে বিশেষ ভূমিকা রাখে
William Gerald Golding
-
British novelist, dramatist, poet
-
Nobel Prize in Literature: 1983
Other Novels:
-
Pincher Martin
-
Darkness Visible
-
Free Fall
-
The Spire
-
The Inheritors

0
Updated: 1 week ago
'Tom Jones' by Henry Fielding was first published in-
Created: 3 months ago
A
the 1st half of 19th century
B
the 2nd half of 18th century
C
the 1st half of 18th century
D
the 2nd half of 19th century
Tom Jones by Henry Fielding
-
‘Tom Jones’, in full The History of Tom Jones, a Foundling, একটি বিখ্যাত comic novel যা Henry Fielding রচিত।
-
এই উপন্যাসটি ১৭৪৯ সালে প্রথম প্রকাশিত হয়, যা ১৮শ শতাব্দীর প্রথমার্ধে পড়ে।
-
এটি একটি রোমান্স প্লটের উপর ভিত্তি করে লেখা।
-
Tom Jones কে Picaresque Novel ধারার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।
চরিত্রসমূহ
এই উপন্যাসে বিভিন্ন ধরনের জীবন্ত চরিত্র দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
-
Squire Allworthy
-
Bridget Allworthy
-
Mrs. Wilkins
-
Tom Jones
-
Sophia
-
Jenny Jones
-
Dr. Blifil
-
Captain Blifil
-
Partridge
-
Molly Seagrim
-
ইত্যাদি।
Henry Fielding সম্পর্কে
-
Henry Fielding এবং Samuel Richardson-কে একসাথে "Father of the Modern English Novel" হিসেবে গণ্য করা হয়।
-
তিনি মূলত Picaresque Novel এর জন্য বিখ্যাত।
-
তার ছদ্মনাম ছিল Captain Hercules Vinegar।
তাঁর অন্যান্য বিখ্যাত উপন্যাসসমূহ
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews
📚 Sources:
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
-
Britannica
-
SparkNotes

0
Updated: 3 months ago