A
Madhusudan Dutt
B
Allen Ginsberg
C
Kaisar Hoq
D
Vikram Seth
উত্তরের বিবরণ
September on Jessore Road
এটি একটি poem.
- রচনা করেন American poet ও activist Allen Ginsberg.
- তিনি 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের পূর্ব বাংলা শরণার্থীদের দুর্দশা দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- গিন্সবার্গ এটি লিখেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের যশোর সড়কের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করার পর।
• Allen Ginsberg:
- তিনি একজন American poet.
- তিনি জন্মগ্রহণ করেন June 3, 1926, Newark, New Jersey, U.S.
- তিনি মৃত্যুবরণ করেন April 5, 1997, New York, New York.
Notable works:
- Howl,
- Jack Kerouac and Allen Ginsberg: The Letters,
- Mind Breaths: Poems 1972-1977,
- Planet News,
- Reality Sandwiches,
- The Fall of America: Poems of These States, 1965-1971.

0
Updated: 3 days ago
What was the real name of the great American short writer, 'O Henry'?
Created: 2 months ago
A
Samuel L. Clemen
B
William Sydney Porter
C
Fitz-James O'Brien
D
William Huntington Wright
O’ Henry ছিলো একজন প্রখ্যাত মার্কিন ছোটগল্পকার, যার প্রকৃত নাম ছিল William Sidney (বা Sydney) Porter। "O’ Henry" নামটি ছিল তার সাহিত্যিক ছদ্মনাম।
তিনি যুক্তরাষ্ট্রের সাহিত্যে অন্যতম সেরা ছোটগল্প লেখক হিসেবে বিবেচিত। তার গল্পগুলোর মূল উপজীব্য ছিল নিউইয়র্ক শহরের সাধারণ মানুষের জীবনযাপন, আবেগ, সংগ্রাম ও সম্পর্কের বাস্তবচিত্র।
তার রচনার অন্যতম বৈশিষ্ট্য হলো—
-
হাস্যরসাত্মক ও নাটকীয় বর্ণনা,
-
এবং বিশেষভাবে Surprise Ending বা আকস্মিক সমাপ্তির ব্যবহার, যা ছোটগল্প সাহিত্যে এক নতুন ধারা হিসেবে তিনিই প্রথম শুরু করেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
The Last Leaf
-
The Gift of the Magi
-
Cabbages and Kings
-
Roads of Destiny
-
Sixes and Sevens
তথ্যসূত্র: Encyclopedia Britannica, Live MCQ Lecture

0
Updated: 2 months ago
'The Rainbow' is-
Created: 2 months ago
A
a poem by Wordsworth
B
a short story by Somerst Maugham
C
a novel by D. H. Lawrence
D
a verse by Coleridge
The Rainbow
-
D. H. Lawrence-এর লেখা The Rainbow উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের অল্প সময়ের মধ্যেই উপন্যাসটি তীব্র বিতর্কের সৃষ্টি করে, কারণ এতে যৌন উপাদানের বিস্তার ছিল। এই কারণে উপন্যাসটিকে Obscene (অশ্লীল) এবং আপত্তিকর হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে এটি নিষিদ্ধ করা হয়।
-
উপন্যাসটিতে আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের কারণে মানব মনের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ে, তা তুলে ধরা হয়েছে।
-
Lawrence বিবাহের মতো প্রতিষ্ঠিত প্রথাকে তার লেখার মাধ্যমে ব্যর্থ ও অপ্রয়োজনীয় হিসেবে উপস্থাপন করেছেন বলে অনেকে মনে করেন।
-
এই উপন্যাসের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে Brangwen পরিবার এবং তাদের তিন প্রজন্মের জীবনকাহিনী।
D. H. Lawrence
-
D. H. Lawrence ছিলেন একাধারে একজন ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক।
-
তার লেখা উপন্যাস Sons and Lovers, The Rainbow, ও Women in Love—এই তিনটি তাকে বিশ শতকের অন্যতম প্রভাবশালী ইংরেজ সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা দেয়।
His Most Famous Novels Are:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover ইত্যাদি।
'The Rainbow' as a Poem
-
William Wordsworth-এর লেখা একটি বিখ্যাত কবিতা হলো My Heart Leaps Up, যা The Rainbow নামেও পরিচিত।
-
এই সংক্ষিপ্ত lyric poem-টি ১৮০২ সালে রচিত হয়।
-
তবে, যেহেতু কবিতাটির মূল নাম My Heart Leaps Up, তাই “The Rainbow” বলতে সাধারণত D. H. Lawrence-এর উপন্যাসকেই বোঝানো হয়।
Source:
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
Encyclopædia Britannica

0
Updated: 2 months ago
"For God’s sake, hold your tongue and let me love” occurs in a novel by -
Created: 3 days ago
A
Jane Austin
B
Syed Waliullah
C
Somerset Maugham
D
Rabindranath Tagore
‘‘দোহাই তোদের, একটুকু চুপ কর্।
ভালোবাসিবারে দে আমারে অবসর।’’
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর উপন্যাস ‘শেষের কবিতা’-তে এই লাইন দুটি ব্যবহার করেছেন।
-
উপন্যাসে চরিত্র অমিত, লাবণ্যকে এই কথাগুলো বলে।
-
এই লাইনটি মূলত অনুপ্রাণিত John Donne-এর বিখ্যাত কবিতা The Canonization থেকে।
-
সেখানে কবিতার প্রথম লাইনে বলা হয়েছে:
“For God’s sake hold your tongue, and let me love.”
(অর্থাৎ, “ঈশ্বরের দোহাই, চুপ করো — আমাকে ভালোবাসতে দাও।”)
• The Canonization কবিতা
-
John Donne এই কবিতাটি লেখেন প্রায় ১৫৯০ সালে, আর এটি প্রকাশিত হয় ১৬৩৩ সালে।
-
এটি তাঁর Songs and Sonnets সংকলনের অন্তর্ভুক্ত।
-
কবিতাটিতে প্রেমকে ধর্মীয় রূপ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে — যেন প্রেম একটা পবিত্র সাধনা।
কবিতার কিছু বিখ্যাত লাইন
-
“For God's sake hold your tongue, and let me love”
-
“As well a well-wrought urn becomes
The greatest ashes, as half-acre tombs.”
John Donne
-
John Donne (১৫৭২–১৬৩১) ছিলেন ইংরেজ রেনেসাঁস যুগের একজন বিখ্যাত কবি।
-
তাঁকে Metaphysical poetry-এর জনক বলা হয়।
তিনি গভীর ভাবসম্পন্ন, যুক্তিনির্ভর ও আধ্যাত্মিক কবিতা লিখতেন। -
এজন্য তিনি পরিচিত "Father of Metaphysical Poetry" এবং "Poet of Love and Religion" নামে।
-
রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর কবিতায় প্রভাবিত হয়েছিলেন।
John Donne-এর বিখ্যাত কবিতাগুলো
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning
তথ্যসূত্র: Encyclopedia Britannica

0
Updated: 3 days ago