"For God’s sake, hold your tongue and let me love” occurs in a novel by -
A
Jane Austin
B
Syed Waliullah
C
Somerset Maugham
D
Rabindranath Tagore
উত্তরের বিবরণ
‘‘দোহাই তোদের, একটুকু চুপ কর্।
ভালোবাসিবারে দে আমারে অবসর।’’
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর উপন্যাস ‘শেষের কবিতা’-তে এই লাইন দুটি ব্যবহার করেছেন।
-
উপন্যাসে চরিত্র অমিত, লাবণ্যকে এই কথাগুলো বলে।
-
এই লাইনটি মূলত অনুপ্রাণিত John Donne-এর বিখ্যাত কবিতা The Canonization থেকে।
-
সেখানে কবিতার প্রথম লাইনে বলা হয়েছে:
“For God’s sake hold your tongue, and let me love.”
(অর্থাৎ, “ঈশ্বরের দোহাই, চুপ করো — আমাকে ভালোবাসতে দাও।”)
• The Canonization কবিতা
-
John Donne এই কবিতাটি লেখেন প্রায় ১৫৯০ সালে, আর এটি প্রকাশিত হয় ১৬৩৩ সালে।
-
এটি তাঁর Songs and Sonnets সংকলনের অন্তর্ভুক্ত।
-
কবিতাটিতে প্রেমকে ধর্মীয় রূপ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে — যেন প্রেম একটা পবিত্র সাধনা।
কবিতার কিছু বিখ্যাত লাইন
-
“For God's sake hold your tongue, and let me love”
-
“As well a well-wrought urn becomes
The greatest ashes, as half-acre tombs.”
John Donne
-
John Donne (১৫৭২–১৬৩১) ছিলেন ইংরেজ রেনেসাঁস যুগের একজন বিখ্যাত কবি।
-
তাঁকে Metaphysical poetry-এর জনক বলা হয়।
তিনি গভীর ভাবসম্পন্ন, যুক্তিনির্ভর ও আধ্যাত্মিক কবিতা লিখতেন। -
এজন্য তিনি পরিচিত "Father of Metaphysical Poetry" এবং "Poet of Love and Religion" নামে।
-
রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর কবিতায় প্রভাবিত হয়েছিলেন।
John Donne-এর বিখ্যাত কবিতাগুলো
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning
তথ্যসূত্র: Encyclopedia Britannica
0
Updated: 3 months ago
The novel 'Wuthering Heights' was penned by the author under the pen name-
Created: 2 weeks ago
A
Ellise Bellet
B
Ellis Belle
C
Ellis Bell
D
Una Elis
Emily Brontë রচিত “Wuthering Heights” ইংরেজি সাহিত্যের এক অনন্য রোমান্টিক ট্র্যাজেডি ও Gothic Novel। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৪৭ সালে, লেখিকার ছদ্মনাম ছিল Ellis Bell। গল্পের কেন্দ্রীয় চরিত্র Heathcliff-এর জীবনের মাধ্যমে ভালোবাসা, প্রতিশোধ ও সামাজিক বৈষম্যের জটিল মিশ্রণ ফুটে উঠেছে।
মূল বিষয়গুলো:
-
Heathcliff একজন এতিম বালক, যাকে Earnshaw পরিবার আশ্রয় দেয়। সেখানে সে Catherine Earnshaw-এর সঙ্গে বেড়ে ওঠে এবং পরস্পরের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
-
Catherine সামাজিক মর্যাদার জন্য Edgar Linton-কে বিয়ে করলে Heathcliff ব্যথিত হয়ে অদৃশ্য হয়ে যায়।
-
কিছু বছর পর সে ফিরে আসে সম্পদশালী মানুষ হয়ে এবং প্রতিশোধের আগুনে Catherine-এর পরিবার ও তাদের উত্তরাধিকারের ওপর আধিপত্য বিস্তার করে।
-
কাহিনী ধীরে ধীরে পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়, যেখানে Heathcliff-এর প্রতিহিংসা ধীরে ধীরে প্রশমিত হয় এবং শেষ পর্যন্ত গল্পটি এক ধরনের নৈতিক শান্তিতে উপনীত হয়।
-
উপন্যাসটি প্রেম, সামাজিক শ্রেণি, মানব প্রকৃতি এবং নিয়তির সংঘাতকে গভীরভাবে বিশ্লেষণ করে, যা একে সাহিত্য ইতিহাসে চিরস্থায়ী স্থান দিয়েছে।
লেখিকা :
-
Emily Jane Brontë (১৮১৮–১৮৪৮) ছিলেন বিখ্যাত Brontë পরিবারে জন্ম নেয়া এক ইংরেজ ঔপন্যাসিক ও কবি।
-
তিনি “Ellis Bell” নাম ব্যবহার করে লেখালেখি করতেন এবং তার একমাত্র উপন্যাস Wuthering Heights দিয়েই খ্যাতি লাভ করেন।
-
মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হলেও তিনি ইংরেজ সাহিত্য ইতিহাসে এক অমর স্থান অর্জন করেছেন।
প্রধান চরিত্রসমূহ:
Catherine Earnshaw, Heathcliff, Edgar Linton, Cathy Linton, এবং Lockwood।
উল্লেখযোগ্য রচনাবলি:
Poems by Currer, Ellis and Acton Bell এবং Wuthering Heights।
0
Updated: 2 weeks ago
The famous novel 'Moby Dick' is about -
Created: 1 month ago
A
A sea captain’s obsessive quest to hunt a giant white whale
B
A sailor’s journey to find treasure
C
The adventures of pirates in the Pacific
D
A shipwreck caused by a storm
Moby Dick হলো হারমান মেলভিলের লেখা একটি ক্লাসিক আমেরিকান উপন্যাস, যা মূলত একজন সাগরকাপ্তান-এর অত্যধিক আবেগ ও প্রতিশোধের যাত্রা নিয়ে। ক্যাপ্টেন Ahab-এর একমাত্র লক্ষ্য হলো বিশাল সাদা তিমি Moby Dick-কে শিকার করা, যা পূর্বে তার জাহাজ ধ্বংস করেছিল এবং তাকে আহত করেছিল।
-
লেখক: Herman Melville, একজন American novelist, short-story writer, এবং poet।
-
প্রকাশিত: লন্ডনে অক্টোবর 1851-এ The Whale নামে এবং এক মাস পরে নিউ ইয়র্কে Moby-Dick; or, The Whale নামে প্রকাশিত।
-
উপন্যাসের কাহিনি:
-
গল্পটি আবর্তিত হয়েছে একটি তিমি শিকারকে কেন্দ্র করে।
-
চরিত্ররা একটি whaling vessel, নাম Pequod, নিয়ে সমুদ্রযাত্রায় বের হয়।
-
পুরো কাহিনিতে Moby Dick নামক white giant whale-কে শিকার করার গল্প চলে, যার সমাপ্তি হয় বর্ণনাকারী Ismael ব্যতীত সকলের মৃত্যু দিয়ে।
-
ইরনি: উপন্যাসের শেষে সাদা তিমি মারা যায় না।
-
-
উপন্যাসটি প্রতিশোধ, ভাগ্য, এবং মানুষের সীমাহীন আসক্তি প্রকাশ করে।
Herman Melville-এর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
Moby Dick
-
White Jacket
-
Bartleby, the Scrivener
উৎস:
0
Updated: 1 month ago
Adela Quested and Mrs. Moore are characters from the novel-
Created: 1 month ago
A
David Copperfield
B
The Return of the Native
C
A Passage to India
D
Adam Bede
‘A Passage to India’ উপন্যাসের পরিচয় ও চরিত্রসমূহ
-
উপন্যাস: A Passage to India
-
লেখক: E. M. Forster
-
প্রকাশকাল: ১৯২৪
-
মূল বিষয়বস্তু: ভারত ও ব্রিটিশদের মধ্যকার সম্পর্ক, উপনিবেশবাদ (colonialism) এবং বর্ণবাদের (racism) প্রভাব।
-
কেন্দ্রীয় চরিত্র: Dr. Aziz ও Adela Quested।
প্রধান চরিত্রসমূহ:
-
Dr. Aziz: উপন্যাসের কেন্দ্রীয় ভারতীয় চরিত্র।
-
Adela Quested: তরুণ ইংরেজী নারী, যিনি Mrs. Moore-এর সঙ্গে ভারতে ভ্রমণে আসেন।
-
Mrs. Moore: Adela-এর বয়স্ক সঙ্গী এবং Ronny Heaslop-এর মা।
-
Ronny Heaslop: Mrs. Moore-এর ছেলে, চন্দ্রপুরে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট।
-
Cyril Fielding: চন্দ্রপুরের সরকারী কলেজের প্রধান ও Dr. Aziz-এর বন্ধু।
-
Stella Moore: Mrs. Moore-এর মেয়ে, যিনি ইংল্যান্ডে বসবাস করতেন।
E. M. Forster-এর অন্যান্য উল্লেখযোগ্য কাজ:
-
Aspects of the Novel
-
The Longest Journey
-
A Room with a View
-
Howards End
উৎস: Britannica
0
Updated: 1 month ago