A
A Passage to India
B
Sons and Lovers
C
One Hundred Years of Solitude
D
Pride and Prejudice
উত্তরের বিবরণ
One Hundred Years of Solitude
‘One Hundred Years of Solitude’ উপন্যাসটি Gabriel Garcia Marquez নামের একজন কলম্বিয়ান লেখক লিখেছেন। তিনি ইংরেজ লেখক নন।
এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালে, Spanish ভাষায় – Cien años de soledad নামে। এটিকে লেখকের সেরা সৃষ্টি বা masterpiece হিসেবে ধরা হয়। এই উপন্যাসের মাধ্যমে তার magic realism শৈলীর অসাধারণ উদাহরণ পাওয়া যায়।
গল্পটি Buendía পরিবারকে ঘিরে লেখা, যারা সাত প্রজন্ম ধরে একশ বছর ধরে নানা ঘটনাবলির মধ্য দিয়ে যায়। এতে লাতিন আমেরিকার ইতিহাসও উঠে এসেছে – ১৮২০ থেকে ১৯২০ সাল পর্যন্ত সময়কালের নানা উত্থান-পতনের চিত্র তুলে ধরা হয়েছে।
Gabriel Garcia Marquez এই উপন্যাসের জন্যই মূলত ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
এই উপন্যাসের একটি বিখ্যাত লাইন হচ্ছে:
“They were so close to each other that they preferred death to separation.”
(তারা এতটাই কাছের ছিল, যে বিচ্ছেদ নয়, তারা মৃত্যুকেই বেছে নিয়েছিল।)
লেখকের অন্যান্য জনপ্রিয় বইগুলো
-
Love in the Time of Cholera
-
Memories of My Melancholy Whores
-
News of a Kidnapping
-
No One Writes to the Colonel
-
The Leaf Storm
অন্যদিকে নিচের উপন্যাসগুলো ইংরেজ লেখকদের লেখা:
ক) A Passage to India
-
লেখক: E.M. Forster, যিনি একজন ব্রিটিশ সাহিত্যিক।
-
উপন্যাসটি প্রকাশিত হয় ১৯২৪ সালে।
-
এতে ব্রিটিশ শাসনামলে ভারতীয়দের সাথে ইংরেজদের সম্পর্ক দেখানো হয়েছে।
-
উপন্যাসটির মূল বিষয়: বর্ণবাদ ও ঔপনিবেশিকতা।
খ) Sons and Lovers
-
লেখক: D.H. Lawrence (David Herbert Lawrence)
-
এটি ১৯১৩ সালে প্রকাশিত একটি আত্মজীবনীভিত্তিক উপন্যাস।
-
এতে একজন শ্রমজীবী পরিবারের মানসিক ও ভালোবাসার টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
ঘ) Pride and Prejudice
-
লেখক: Jane Austen, একজন ইংরেজ ঔপন্যাসিক।
-
উপন্যাসটি ১৮১৩ সালে প্রকাশিত হয়।
-
এটি একটি রোমান্টিক উপন্যাস এবং English literature-এর একটি ক্লাসিক।
-
গল্পের মূল চরিত্র Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy।
-
প্রেম ও সামাজিক বিভাজনের দ্বন্দ্বের মধ্যে দিয়ে তাদের সম্পর্ক গড়ে ওঠে।
Source: Britannica and Live MCQ Lecture.

0
Updated: 3 days ago
'The Rainbow' is-
Created: 2 months ago
A
a poem by Wordsworth
B
a short story by Somerst Maugham
C
a novel by D. H. Lawrence
D
a verse by Coleridge
The Rainbow
-
D. H. Lawrence-এর লেখা The Rainbow উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের অল্প সময়ের মধ্যেই উপন্যাসটি তীব্র বিতর্কের সৃষ্টি করে, কারণ এতে যৌন উপাদানের বিস্তার ছিল। এই কারণে উপন্যাসটিকে Obscene (অশ্লীল) এবং আপত্তিকর হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে এটি নিষিদ্ধ করা হয়।
-
উপন্যাসটিতে আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের কারণে মানব মনের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ে, তা তুলে ধরা হয়েছে।
-
Lawrence বিবাহের মতো প্রতিষ্ঠিত প্রথাকে তার লেখার মাধ্যমে ব্যর্থ ও অপ্রয়োজনীয় হিসেবে উপস্থাপন করেছেন বলে অনেকে মনে করেন।
-
এই উপন্যাসের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে Brangwen পরিবার এবং তাদের তিন প্রজন্মের জীবনকাহিনী।
D. H. Lawrence
-
D. H. Lawrence ছিলেন একাধারে একজন ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক।
-
তার লেখা উপন্যাস Sons and Lovers, The Rainbow, ও Women in Love—এই তিনটি তাকে বিশ শতকের অন্যতম প্রভাবশালী ইংরেজ সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা দেয়।
His Most Famous Novels Are:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover ইত্যাদি।
'The Rainbow' as a Poem
-
William Wordsworth-এর লেখা একটি বিখ্যাত কবিতা হলো My Heart Leaps Up, যা The Rainbow নামেও পরিচিত।
-
এই সংক্ষিপ্ত lyric poem-টি ১৮০২ সালে রচিত হয়।
-
তবে, যেহেতু কবিতাটির মূল নাম My Heart Leaps Up, তাই “The Rainbow” বলতে সাধারণত D. H. Lawrence-এর উপন্যাসকেই বোঝানো হয়।
Source:
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
Encyclopædia Britannica

0
Updated: 2 months ago
'Tom Jones' by Henry Fielding was first published in-
Created: 2 months ago
A
the 1st half of 19th century
B
the 2nd half of 18th century
C
the 1st half of 18th century
D
the 2nd half of 19th century
Tom Jones by Henry Fielding
-
‘Tom Jones’, in full The History of Tom Jones, a Foundling, একটি বিখ্যাত comic novel যা Henry Fielding রচিত।
-
এই উপন্যাসটি ১৭৪৯ সালে প্রথম প্রকাশিত হয়, যা ১৮শ শতাব্দীর প্রথমার্ধে পড়ে।
-
এটি একটি রোমান্স প্লটের উপর ভিত্তি করে লেখা।
-
Tom Jones কে Picaresque Novel ধারার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।
চরিত্রসমূহ
এই উপন্যাসে বিভিন্ন ধরনের জীবন্ত চরিত্র দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
-
Squire Allworthy
-
Bridget Allworthy
-
Mrs. Wilkins
-
Tom Jones
-
Sophia
-
Jenny Jones
-
Dr. Blifil
-
Captain Blifil
-
Partridge
-
Molly Seagrim
-
ইত্যাদি।
Henry Fielding সম্পর্কে
-
Henry Fielding এবং Samuel Richardson-কে একসাথে "Father of the Modern English Novel" হিসেবে গণ্য করা হয়।
-
তিনি মূলত Picaresque Novel এর জন্য বিখ্যাত।
-
তার ছদ্মনাম ছিল Captain Hercules Vinegar।
তাঁর অন্যান্য বিখ্যাত উপন্যাসসমূহ
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews
📚 Sources:
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
-
Britannica
-
SparkNotes

0
Updated: 2 months ago
'September on the Jessore Road' is written by-
Created: 3 days ago
A
Madhusudan Dutt
B
Allen Ginsberg
C
Kaisar Hoq
D
Vikram Seth
September on Jessore Road
এটি একটি poem.
- রচনা করেন American poet ও activist Allen Ginsberg.
- তিনি 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের পূর্ব বাংলা শরণার্থীদের দুর্দশা দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- গিন্সবার্গ এটি লিখেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের যশোর সড়কের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করার পর।
• Allen Ginsberg:
- তিনি একজন American poet.
- তিনি জন্মগ্রহণ করেন June 3, 1926, Newark, New Jersey, U.S.
- তিনি মৃত্যুবরণ করেন April 5, 1997, New York, New York.
Notable works:
- Howl,
- Jack Kerouac and Allen Ginsberg: The Letters,
- Mind Breaths: Poems 1972-1977,
- Planet News,
- Reality Sandwiches,
- The Fall of America: Poems of These States, 1965-1971.

0
Updated: 3 days ago