A
লাল, হলুদ, নীল
B
লাল, কমলা, বেগুনী
C
হলুদ, সবুজ, নীল
D
লাল, নীল, সবুজ
উত্তরের বিবরণ
- কেবল তিনটি রঙের মাধ্যমেই সাদাসহ যেকোনো রঙের সৃষ্টি সম্ভব।
- এই তিনটি রঙকে বলা হয় মৌলিক রং (Primary color)।
যেমন- লাল, সবুজ আর নীল।
যেমন: লাল ও সবুজ রঙের সমন্বয়ে হলুদ রং সৃষ্টি হয়।
- রঙিন মনিটরে তিনটি মৌলিক রঙ যথা- লাল, সবুজ এবং আসমানী বা নীল রং ব্যবহার করে সকল ধরনের ছবি ফুটিয়ে তোলা হয়।
- রঙিন মনিটরে তিনটি মৌলিক রঙ প্রদর্শনের জন্য তিন ধরনের ইলেকট্রন গান থাকে।
- রঙ তিনটি হলো- লাল, নীল ও সবুজ।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

0
Updated: 2 months ago