'September on the Jessore Road' is written by-
A
Madhusudan Dutt
B
Allen Ginsberg
C
Kaisar Hoq
D
Vikram Seth
উত্তরের বিবরণ
September on Jessore Road
এটি একটি poem.
- রচনা করেন American poet ও activist Allen Ginsberg.
- তিনি 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের পূর্ব বাংলা শরণার্থীদের দুর্দশা দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- গিন্সবার্গ এটি লিখেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের যশোর সড়কের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করার পর।
• Allen Ginsberg:
- তিনি একজন American poet.
- তিনি জন্মগ্রহণ করেন June 3, 1926, Newark, New Jersey, U.S.
- তিনি মৃত্যুবরণ করেন April 5, 1997, New York, New York.
Notable works:
- Howl,
- Jack Kerouac and Allen Ginsberg: The Letters,
- Mind Breaths: Poems 1972-1977,
- Planet News,
- Reality Sandwiches,
- The Fall of America: Poems of These States, 1965-1971.
0
Updated: 3 months ago
What type of literary work is A Christmas Carol?
Created: 1 month ago
A
Epic
B
Play
C
Ballad
D
Short Novel
A Christmas Carol
-
এটি Charles Dickens রচিত একটি Novella/Short Novel।
-
প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella হলো ছোট গল্পের চেয়ে বড় কিন্তু পূর্ণাঙ্গ উপন্যাসের চেয়ে ছোট সাহিত্যকর্ম।
মূল বিষয়বস্তু:
-
গল্পের কেন্দ্রীয় চরিত্র Ebenezer Scrooge, একজন বৃদ্ধ ও কৃপণ মানুষ।
-
বড়দিনের আগের রাতে, তার সামনে কয়েকজন ভূতের আবির্ভাব ঘটে।
-
প্রথমে আসে মৃত ব্যবসায়িক অংশীদার Jacob Marley এর আত্মা।
-
এরপর আসে তিনটি আত্মা, যারা স্ক্রুজকে দেখায় তার কৃপণতা ও নির্মম আচরণের প্রভাব এবং মানুষের কষ্ট।
-
-
গল্পের শেষে, স্ক্রুজ নিজেকে বদলে উদার, দয়ালু ও সহানুভূতিশীল মানুষ হয়ে ওঠে।
Charles Dickens (1812–1870)
-
ইংরেজ novelist, Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ লেখক।
-
তার সাহিত্য সাধারণ মানুষ থেকে অভিজাত সব ধরনের পাঠকের কাছে আকর্ষণীয়।
Best Works:
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
Source:
0
Updated: 1 month ago
'Ulysses' is a novel written by -
Created: 1 month ago
A
Joseph Conrad
B
Thomas Hardy
C
Charles Dickens
D
James Joyce
'Ulysses'
- The novel 'Ulysses' is written by Irish writer James Joyce.
- ১৯২২ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- Stylistically dense and exhilarating, এটি সাধারণত English Literature এ একটি masterpiece হিসাবে বিবেচিত হয় এবং it has been the subject of numerous volumes of commentary and analysis.
- The novel is constructed as a modern parallel to Homer's Odyssey.
- একটি single day এর মধ্যে Dubline এর আশেপাশে ঘটা কাহিনী নিয়ে এই উপন্যাসটি লেখা।
- The three central characters - Stephen Dedalus Leopold Bloom, a Jewish advertising canvasser; and his wife, Molly-are intended to be modern counterparts of Telemachus, Ulysses (Odysseus), and Penelope, respectively, and the events of the novel loosely parallel the major events in Odysseus's journey home after the Trojan War.
• উল্লেখ্য যে,
- Ulyssess নামে Victorian poet Alfred Tennyson এর একটি poem রয়েছে।
• James Joyce
- বিংশ শতাব্দী অর্থাৎ Modern Period এর বিখ্যাত novelist দের মধ্যে James Joyce অন্যতম।
- He was an Irish novelist noted for his experimental use of language and exploration of new literary methods.
- James Joyce's Ulysses (1922), a complex evocation of the inner states of the characters Leopold and Molly Bloom and Stephen Dedalus.
- Ulysses হলো James Joyce রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- James Joyce তার 'Stream of Consciousness' (চেতনার অন্তঃশীল প্রবাহ) টেকনিকের জন্যে বিখ্যাত।
• Joyce's notable Works:
- A Portrait of the Artist as a Young Man,
- After the Race,
- Chamber Music,
- Finnegans Wake,
- Pomes Penyeach,
- Stephen Hero,
- The Day of the Rabblement,
- The Dead,
- The Sisters,
- Ulysses, etc.
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
0
Updated: 1 month ago
Who is the author of the novel "A Thousand Splendid Suns"?
Created: 2 months ago
A
Arundhati Roy
B
Khaled Hosseini
C
Charles Dickens
D
Alfred Lord Tennyson
A Thousand Splendid Suns
-
লেখক: Khaled Hosseini
-
প্রকাশের বছর: ২০০৭
-
গঠন: চারটি খন্ডে বিভক্ত
-
কাহিনী:
-
দুই নারী Mariam ও Laila-এর সম্পর্কের মাধ্যমে আফগানিস্তানের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন তুলে ধরা হয়েছে।
-
গল্পের সময়কাল: ১৯৭৯ (সোভিয়েত আগ্রাসন) → ১৯৯০-এর দশক (তালেবান দখল) → ২০০১ (যুক্তরাষ্ট্রের আগ্রাসন)।
-
-
বিশেষত্ব: যুক্তরাষ্ট্রে বেস্টসেলার; আফগানিস্তানের সামাজিক ও রাজনৈতিক জীবন চিত্রায়ন।
Khaled Hosseini
-
জন্ম: ১৯৬৫, কাবুল, আফগানিস্তান
-
জাতীয়তা: আফগান বংশোদ্ভূত আমেরিকান
-
বিশেষত্ব: আফগানিস্তানের জীবন, সামাজিক অবস্থা ও মানবিক দৃষ্টিকোণকে উপন্যাসে প্রাণবন্তভাবে উপস্থাপন করা
-
প্রধান কীর্তি:
-
The Kite Runner (২০০৩)
-
A Thousand Splendid Suns (২০০৭)
-
And the Mountains Echoed
-
Sea Prayer (short story)
-
Source: Britannica
0
Updated: 2 months ago