“Better to reign in Hell, than serve in Heav'n.'' --Who wrote this?
A
Geoffrey Chaucer
B
Christopher Marlowe
C
John Milton
D
P. B. Shelley
উত্তরের বিবরণ
"Better to reign in Hell, than to serve in Heaven."
-
এই বিখ্যাত উক্তিটি John Milton-এর লেখা মহাকাব্য Paradise Lost থেকে নেওয়া।
-
এটি কাব্যের প্রধান চরিত্র Satan এর মুখ থেকে বলা হয়েছে।
-
যখন ঈশ্বর তাকে ও তার সঙ্গীদের স্বর্গ থেকে নরকে ফেলে দেন, তখন সে তাদের উজ্জীবিত করার জন্য এই কথা বলে।
-
এই উক্তির মাধ্যমে সে বোঝাতে চায়, নরকে রাজত্ব করাও স্বর্গে দাসত্ব করার চেয়ে ভালো।
Paradise Lost
-
Paradise Lost হচ্ছে John Milton রচিত একটি ইংরেজি মহাকাব্য।
-
এটি ঈশ্বরের বিচার ও পরিকল্পনা মানুষকে বোঝানোর চেষ্টা করে – অর্থাৎ “Justify the ways of God to men”.
-
এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে বিবেচিত।
-
কাব্যটি ১৬৬৭ সালে প্রকাশিত হয় এবং মোট ১২টি ভাগে (book) বিভক্ত।
-
পুরো কবিতা Blank Verse (অমিত্রাক্ষর ছন্দ) এ লেখা হয়েছে।
-
কাহিনীতে মূলত Adam ও Eve এর স্বর্গ থেকে পতনের কাহিনী বলা হয়েছে, যেটি খ্রিস্টীয় ধর্মমতের ওপর ভিত্তি করে লেখা।
কাহিনীর প্রধান অংশ
Paradise Lost কাব্যটি মূলত দুটি ভাগে বিভক্ত:
-
শয়তানের বিদ্রোহ ও পতন:
ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করায় শয়তান ও তার সঙ্গীদের স্বর্গ থেকে বিতাড়িত করা হয়। -
মানবজাতির পতন:
শয়তান প্রতিশোধ নিতে মানুষের (Adam ও Eve) বিরুদ্ধে পরিকল্পনা করে। সে ইভকে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য প্রলুব্ধ করে, পরে আদমও তা খায়। এর ফলে তারা দুজনকেই স্বর্গ থেকে বিতাড়িত করা হয়।
-
কাব্যে পাপ, স্বাধীন ইচ্ছা, অনুশোচনা ও মুক্তির মত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে।
-
ঈশ্বরের মহত্ত্ব, ন্যায়বিচার ও মানুষের দায়িত্ববোধের প্রতিফলন দেখা যায়।
কাব্যের কিছু বিখ্যাত উক্তি
-
"Of Man's First Disobedience..." (প্রথম লাইন)
-
"The mind is its own place, and in itself can make a heaven of hell, a hell of heaven."
-
"Solitude sometimes is the best society."
-
"Awake, arise or be forever fall’n."
-
"Death is the golden key that opens the place of eternity."
-
"So farewell hope, and with hope farewell fear."
উল্লেখযোগ্য চরিত্রসমূহ
-
Adam
-
Eve
-
Satan
-
Beelzebub
-
Raphael
-
Michael
-
Gabriel
-
Mammon
-
Belial
John Milton (1608–1674)
-
জন্ম: 1608 সালে, লন্ডনে।
-
তিনি একজন বিখ্যাত English কবি, প্রাবন্ধিক ও ইতিহাসবিদ ছিলেন।
-
Shakespeare-এর পর ইংরেজি সাহিত্যে অন্যতম গুরুত্বপূর্ণ লেখক হিসেবে বিবেচিত।
-
Blank Verse লেখার ক্ষেত্রে তিনি একজন বিশ্বজোড়া স্বীকৃত কবি এবং তাঁকে “Epic Poet” বলা হয়।
-
রাজনীতি, ধর্ম ও শিক্ষার ওপরেও তাঁর অসাধারণ লেখনী ছিল।
তাঁর গুরুত্বপূর্ণ রচনাবলি
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Lycidas (Elegy)
-
Comus (মাস্ক/নাট্যকবিতা)
-
Samson Agonistes
-
Of Education (Prose)
-
Areopagitica (Freedom of speech নিয়ে প্রবন্ধ)
-
L'Allegro এবং Il Penseroso
-
On Shakespeare (প্রথম প্রকাশিত কবিতা)
Source: Live MCQ Lecture and Britannica.
0
Updated: 3 months ago
The garland of flowers Adam makes is a symbol of:
Created: 1 month ago
A
His power over nature
B
Their innocent love
C
A crown for Eve
D
A gift for God
জন মিল্টনের Paradise Lost-এর Book IX-এ আদম যে ফুলের মালা বোনেন, তা এক গভীর প্রতীকী তাৎপর্য বহন করে। এটি তাদের পতনের পূর্বে ইডেনে বিদ্যমান পবিত্র, অকলুষ প্রেম ও নিখুঁত জীবনের প্রতীক।
-
আদম এই মালাটি ইভের জন্য এক ভালোবাসাপূর্ণ চমক হিসেবে প্রস্তুত করছিলেন। এটি ছিল যত্ন ও স্নেহের এক সৃজনশীল কাজ, যেখানে ইডেনের সুন্দর ও নিখুঁত উপাদান ব্যবহার করা হয়েছে।
-
কিন্তু ট্র্যাজেডির মুহূর্তে এর প্রতীকী অর্থ স্পষ্ট হয়ে ওঠে। ইভ যখন ফিরে এসে স্বীকার করে যে সে নিষিদ্ধ ফল খেয়েছে, আদম আতঙ্কে স্তম্ভিত হয়ে যায়।
-
তার তৎক্ষণাৎ ও অনিচ্ছাকৃত প্রতিক্রিয়া ছিল—“From his slack hand the Garland wreath’d for EVE / Down drop’d, and all the faded Roses shed.”
-
এই মালা হাত থেকে পড়ে যাওয়ার ঘটনাই প্রতীকীভাবে বোঝায় যে, তাদের নির্দোষ প্রেম ও স্নিগ্ধ সাদৃশ্য মুহূর্তেই ভেঙে গেছে।
-
কিছুক্ষণ আগেও যে ফুলগুলো ছিল প্রাণবন্ত ও সুন্দর, পতনের সঙ্গে সঙ্গেই তা হয়ে যায় “faded”—যা বোঝায়, পাপ ইডেনে মৃত্যু ও ক্ষয় নিয়ে এসেছে, আর তা শুধু তাদের জগৎ নয়, তাদের সম্পর্ককেও কলুষিত করেছে।
0
Updated: 1 month ago
John Milton’s Paradise Lost is best classified as:
Created: 1 month ago
A
Epic poetry
B
Novella
C
Drama
D
Biography
John Milton’s Paradise Lost as an Epic Poetry
John Milton-এর Paradise Lost মূলত একটি Epic Poetry (মহাকাব্য) হিসেবে স্বীকৃত। এটি একটি দীর্ঘ কাব্য যেখানে ধর্মীয় ও দার্শনিক বিষয়বস্তু মহাকাব্যিক আকারে উপস্থাপন করা হয়েছে। এই কাব্যে মানবজাতির পতন, আদম ও হাওয়ার অবস্থা, শয়তান ও ঈশ্বরের সম্পর্ক, পাপ ও মুক্তির ধারণা—সবই মহৎ ভাষা ও উচ্চশৈলীতে ফুটিয়ে তোলা হয়েছে। ফলে এটি নাটক বা জীবনী নয়, বরং ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে মানব ইতিহাস ও আধ্যাত্মিক সত্যকে প্রকাশ করে। তাই সঠিক উত্তর হলো—Epic Poetry।
বিস্তারিত আলোচনা
• Paradise Lost (1667)
John Milton রচিত এক মহাকাব্য, যা Neo-classical period-এর এক অসাধারণ সৃষ্টি।
এর মূল উদ্দেশ্য— “to justify the ways of God to men.”
ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে এটি পরিচিত।
প্রথম প্রকাশিত হয় ১৬৬৭ সালে।
সম্পূর্ণ কাব্যটি বারো খণ্ডে (Books) বিভক্ত।
রচিত হয়েছে Blank Verse (অমিত্রাক্ষর ছন্দে)।
• উল্লেখযোগ্য উক্তি (Quotations)
“Of Man's First Disobedience, and the Fruit
Of that Forbidden Tree, whose mortal taste
Brought Death into the World, and all our woe.” (Opening line)
“Better to reign in Hell, than serve in Heaven.”
“Death is the golden key that opens the place of eternity.”
“Solitude sometimes is the best society.”
“Awake, arise, or be forever fallen.”
• প্রধান চরিত্রসমূহ
Adam
Eve
Satan
Beelzebub
Raphael
Michael
Mammon
Belial
Gabriel
John Milton (1608–1674)
জন্ম: লন্ডন, ইংল্যান্ড, 1608 সালে।
তিনি ছিলেন একজন English poet, pamphleteer ও historian।
Shakespeare-এর পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ইংরেজি সাহিত্যিক হিসেবে Milton-কে বিবেচনা করা হয়।
তাকে বলা হয় “The Epic Poet” এবং “Great Master of Blank Verse”।
কবি হওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রবন্ধ লেখাতেও তিনি সমান খ্যাতি অর্জন করেছিলেন।
John Milton-এর উল্লেখযোগ্য রচনা
Paradise Lost (Epic)
Paradise Regained (Epic)
Samson Agonistes
Comus (Masque/entertainment poetry)
Lycidas (Elegy)
On Shakespeare (প্রথম প্রকাশিত কবিতা)
L’Allegro
Il Penseroso
Of Education (Prose)
Areopagitica (Prose)
Sources: Britannica
0
Updated: 1 month ago
Why does Eve want to work separately from Adam?
Created: 2 months ago
A
To show her strength
B
To finish work faster
C
To meet Satan
D
To pray alone
ইভ ভাবে একসাথে কাজ করলে সময় বেশি লাগবে। তাই সে প্রস্তাব করে আলাদা হয়ে কাজ করলে কাজ দ্রুত শেষ হবে। কিন্তু এই সিদ্ধান্তই বিপদের কারণ হয়। একা থাকার সুযোগে শয়তান তাকে প্রলুব্ধ করে। এখানেই ইভের সরলতা ও অদূরদর্শিতা বোঝা যায়।
1
Updated: 2 months ago