যে প্রক্রিয়ায় কোন জলাশয় অতিরিক্ত পুষ্টি উপাদান সমৃদ্ধ হয় ফলে অতিরিক্ত শৈবালের বিস্তার ও জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে-তাকে বলা হয়?
A
Illuviation
B
Elluviation
C
Calcification
D
Eutrophication
উত্তরের বিবরণ
Eutrophication হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে কোনো জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদান (বিশেষত নাইট্রোজেন ও ফসফরাস) জমা হয়, যার ফলে শৈবাল ও জলজ উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। এই প্রক্রিয়াটি জলাশয়ের অক্সিজেন ঘাটতি তৈরি করে এবং জলজ প্রাণীর মৃত্যু ও পরিবেশগত ভারসাম্যহানি ঘটাতে পারে।
-
Eutrophication: অতিরিক্ত সার, বর্জ্য বা জৈব পদার্থের কারণে জলাশয়ে পুষ্টির আধিক্য সৃষ্টি হয়, যা শৈবাল বৃদ্ধিকে ত্বরান্বিত করে। ফলে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যায়, এবং মাছসহ অন্যান্য জীব শ্বাসকষ্টে মারা যেতে পারে।
-
Illuviation: মাটির কোনো স্তরে খনিজ বা জৈব পদার্থের জমা হওয়া বোঝায়।
-
Elluviation: মাটির উপরের স্তর থেকে লবণ, কাদা বা খনিজ পদার্থ ধুয়ে নীচের স্তরে চলে যাওয়া প্রক্রিয়া।
-
Calcification: মাটিতে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বোনেটের জমা হওয়া প্রক্রিয়া।
সুতরাং প্রশ্নের সঠিক উত্তর হলো — ঘ) Eutrophication, কারণ এটি জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল ও জলজ উদ্ভিদের অতিবৃদ্ধি ঘটায়।

0
Updated: 2 days ago