কোন ধরনের মূলধনের জন্য লভ্যাংশ প্রদান করা হয়?


A

অনুমোদিত মূলধন


B

জারিকৃত মূলধন


C

পরিশোধিত মূলধন


D

তলবি মূলধন


উত্তরের বিবরণ

img

লভ্যাংশ (Dividend) প্রদান করা হয় শুধুমাত্র সেই মূলধনের উপর, যা শেয়ারহোল্ডাররা বাস্তবে কোম্পানিতে পরিশোধ করেছে, অর্থাৎ পরিশোধিত মূলধন (Paid-up Capital)। কারণ এটি কোম্পানির হাতে বাস্তবিকভাবে থাকা অর্থ, যা ব্যবসায়িক কাজে ব্যবহারযোগ্য। অনুমোদিত বা জারিকৃত মূলধনের সম্পূর্ণ পরিমাণ কোম্পানির কাছে আসে না, তাই সেগুলোর উপর লভ্যাংশ প্রদান করা যৌক্তিক নয়।

পয়েন্টগুলো নিম্নরূপ

  • অনুমোদিত মূলধন (Authorized Capital): এটি হলো সর্বোচ্চ পরিমাণ মূলধন যা কোম্পানি আইনত শেয়ার ইস্যু করার অনুমতি পায়। এটি কোম্পানির সংবিধি (Memorandum of Association) দ্বারা নির্ধারিত হয়।

  • জারিকৃত মূলধন (Issued Capital): কোম্পানি অনুমোদিত মূলধনের একটি অংশ শেয়ারহোল্ডারদের কাছে ইস্যু করে, তবে এই অর্থের পুরোটা কোম্পানির হাতে আসে না যতক্ষণ না তা পরিশোধ করা হয়।

  • তলবি মূলধন (Called-up Capital): এটি জারিকৃত মূলধনের সেই অংশ যা কোম্পানি শেয়ারহোল্ডারদের কাছ থেকে পরিশোধের জন্য আহ্বান করেছে, যদিও তা সম্পূর্ণ পরিশোধিত না-ও হতে পারে।

  • পরিশোধিত মূলধন (Paid-up Capital): এটি হলো তলবি মূলধনের সেই অংশ, যা শেয়ারহোল্ডাররা বাস্তবে পরিশোধ করেছে এবং কোম্পানির হাতে এসেছে।

  • যেহেতু কোম্পানি বাস্তব ব্যবসায়িক কার্যক্রম ও লভ্যাংশ প্রদানের জন্য এই অর্থই ব্যবহার করতে পারে, তাই লভ্যাংশ প্রদান করা হয় শুধুমাত্র পরিশোধিত মূলধনের উপর

  • এই নীতি কোম্পানির আর্থিক স্বচ্ছতা বজায় রাখে এবং অবাস্তব বা অসম্পূর্ণ মূলধনের উপর লভ্যাংশ বিতরণের ঝুঁকি প্রতিরোধ করে।

Companies Act, 1994 (Bangladesh)
Unfavorite

0

Updated: 2 days ago

Related MCQ

ব্যাংক ও গ্রাহকের মধ্যে কোন সম্পর্কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? 


Created: 2 days ago

A

দেনাদার ও পাওনাদার


B

জামিনগ্রহিতা ও জামিন দাতা


C

প্রতিনিধি ও প্রধান


D

ট্রাস্টি ও সুবিধাভোগী


Unfavorite

0

Updated: 2 days ago

মেজনাইন ফাইন্যান্সিং কি ধরনের অর্থায়ন? 


Created: 2 days ago

A

সম্পূর্ণ ঋণ ভিত্তিক অর্থায়ন


B

সম্পূর্ণ ইক্যুইটি ভিত্তিক অর্থায়ন


C

ঋণ ও ইক্যুইটির মধ্যবর্তী অর্থায়ন


D

পাবলিক প্রাইভেট অংশীদারিত্ব অর্থায়ন


Unfavorite

0

Updated: 2 days ago

একজন পরিচালক তার ব্যাংক থেকে তার সরবরাহকৃত মূলধনের সর্বোচ্চ কত পরিমান ঋণ হিসেবে পেতে পারে? 


Created: 2 days ago

A

৪০ শতাংশ 


B

৪৫ শতাংশ 


C

৫০ শতাংশ 


D

৬০ শতাংশ


Unfavorite

0

Updated: 2 days ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD