শতকরা ৭ টাকা হার সুদে ৭৪০ টাকার ৫ বছরের সুদ কত হবে?
A
২৪৩ টাকা
B
২৫৯ টাকা
C
২৬১ টাকা
D
২৭২ টাকা
উত্তরের বিবরণ
সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৭ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৭/১০০ টাকা
∴ ৭৪০ টাকার ৫বছরের সুদ = (৭ × ৫ × ৭৪০)/১০০ টাকা
= ২৫৯ টাকা

0
Updated: 2 days ago
What is the least number which when tripled is exactly divisible by 10, 12, 15, and 18?
Created: 2 months ago
A
80
B
180
C
40
D
60
Question: What is the least number which when tripled is exactly divisible by 10, 12, 15, and 18?
Solution:
Let the number be x.
tripled the number is 3x.
10 = 2 × 5
12 = 2 × 2 × 3
15 = 3 × 5
18 = 2 × 3 × 3
∴ LCM = 2 × 2 × 3 × 3 × 5
= 180
∴ x = 180/3 = 60

0
Updated: 2 months ago
একটি সংখ্যা ৮৮৮ থেকে যত ছোট, ৬৬৬ থেকে তত বড়। সংখ্যাটি কত?
Created: 6 days ago
A
৭৭৭
B
৭৮৮
C
৬৯০
D
৫৫৫
প্রশ্ন: একটি সংখ্যা ৮৮৮ থেকে যত ছোট, ৬৬৬ থেকে তত বড়। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, সংখ্যা = ক
প্রশ্নমতে,
৮৮৮ - ক = ক - ৬৬৬
⇒ ৮৮৮ + ৬৬৬ = ক + ক
⇒ ১৫৫৪ = ২ক
⇒ ক = ১৫৫৪/২
∴ ক = ৭৭৭
অতএব, সংখ্যাটি = ৭৭৭

0
Updated: 6 days ago
১০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
Created: 6 days ago
A
২২
B
১৬
C
১৮
D
১২
প্রশ্ন: ১০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
সমাধান:
১০৮ = ২ × ২ × ৩ × ৩ × ৩
= ২২ × ৩৩
এখানে,
২ এর সূচক ২ এবং ৩ এর সূচক ৩
এখন,
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (২ + ১) (৩ + ১)
= ৩ × ৪ = ১২
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ১২

0
Updated: 6 days ago